স্টপ লস এবং টেক প্রফিট প্রতিটি ট্রেডারের ফরেক্স লাইফে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমাদেরকে টেক প্রফিট না দিলেও অবশ্যই স্টপ লস ব্যবহার করতে হবে। বিশেষ করে নতুন ট্রেডারদের জন্য স্টপ লস ব্যবহার বাধ্যতামূলক হওয়া উচিত। এতে অনেক লস কমে যায়।
Printable View
স্টপ লস এবং টেক প্রফিট প্রতিটি ট্রেডারের ফরেক্স লাইফে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমাদেরকে টেক প্রফিট না দিলেও অবশ্যই স্টপ লস ব্যবহার করতে হবে। বিশেষ করে নতুন ট্রেডারদের জন্য স্টপ লস ব্যবহার বাধ্যতামূলক হওয়া উচিত। এতে অনেক লস কমে যায়।
আমিও মনে করি স্টপ লস ফরেক্স ট্রেডিং এ অনেক বড় একটি বিষয় । তবে স্টপ লস শুধু ব্যবহার করলেই হবে না । কিভাবে স্টপলস ব্যবহার করতে হবে সেটি জানতে হবে । সঠিকভাবে স্টপলস ব্যবহার করতে না পারলে ভাল ফলাফল পাওয়া যাবে না ।
ফরেক্স মার্কেটে যারা স্টপ লসকে গুরুত্ব দেন তারা কখনো বড় ধরনের লোকসানের মুখোমুখি হন না। তারা জানেন যে মার্কেট যে কোন সময় ফল ডাউন হতে পারে। এতে কোন বিশ্বাস নেই। তাই টেক প্রফিট ব্যবহার না করলেও সব সময় সতর্ক থাকার জন্য ও লস কমানোর জন্য স্টপ লস ব্যবহার করা উচিত।
আমি প্রায় ট্রেডেই টেইক প্রফিট দিয়ে রাখি কিন্ত স্টপ লস ব্যাবহার করি না কিন্ত অনেক এক্সপার্ট ট্রেডারাই স্টপ লস দিতে নিষেধ করে।স্টপ লস না দেয়ার কারনে অনেকবার আমার বেলেন্স যিরো হ য়ে গেছে।তাই এ ব্যাপারে অভিজ্ঞদের মতামত চাই
স্টপ লস এবং টেক প্রফিট ফরেক্স ট্রেডিং এর একটি গুরুত্বপুর্ন অংশ । যদি স্টপ লস এবং টেক প্রফিট সেট করে ট্রেড করেন তাহলে আপনার ট্রেড সময় মত মার্কেট থেকে বের হয়ে আসতে পারবে । তাই প্রতিটি ট্রেডে স্টপ লস ও টেক প্রফিট ব্যাবহার করায় লসের পরিমান কমে আসবে ।
ফরে*ক্স মার্কেটে স্টপ লস এবং টেক প্রফিট অত্যান্ত গুরুত্বপূর্ণ । স্টপ লস হচ্ছে আপনি একটি ট্রেডে সর্বোচ্চ কতটুকো রিক্স নিবেন । ধরুন আপনি ইউরো ইউএসডি একটি ট্রেড ১.০৮০০ তে ওপেন করলেন এবং *আপনি চাচ্ছেন ৫০ পিপস এর বেশি লস করবেন না এবং ৫০ পিপস লাভ করবেন । তাহলে আপনি যদি ৫০ পিপস এর মাথায় স্টপ লস সেট করে দেন তাহলে ট্রেডটি উক্ত লাইন ক্রস করলে অটোমেটিক ভাবে ক্লোজ হয়ে যাবে । ঠিক একই ভাবে টেক প্রফিট কাজ করবে ।
ফরেক্র মারকেটে কেন স্টপ লচ এবং টেক প্রফিট ব্যবহার করতে হয় তা আগে যানতে হবে তার পর স্টপ লচ আর টেক প্রফিট ব্যবহার করতে হবে। ফরেক্র মারকেটে আপনি যদি চান একটি ট্রেডে ৫ ডলার লচ দিবেন এর বেশী দিবেন না আর একটি ট্রেডে ৫ ডলার এর বেশী লাভ করবেন না তখন আপনি স্টপ লচ এবং টেক প্রফিট সেট করতে হবে।
আর আমরা সবসময় একটা কথা চিন্তা করি যে ,সেটা হচ্ছে স্টপ লস। যেটা ফরেক্স মার্কেটে আবশ্যিক ।তাই লস কমাতে বা একাউন্ড জিরো করা থেকে বাঁচতে হলে আমাদেরকে অবশ্যই এর একটা সঠিক ব্যবহার করতে হবে।:o;)
স্টপ লস এবং টেক প্রফিট ফরেক্স মার্কেট এর একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই দুটি জিনিসকে এড়িয়ে গেলে ভুল করা হবে। কারন এই দুটি জিনিসই পারে একটি অ্যাকাউন্টকে বড় লসের হাত থেকে বাচাতে ঠিকমত লাভ তুলে নিতে। তাই আমি মনে করি এই জিনিসগুল অত্যন্ত প্রয়োজনীয়। আমি মনে করি যে এই জিনিসগুলি যদি কেও ব্যাবহার না করে তাহলে সে এই মার্কেট এ টিকে থাকতে পারবে না। আমি নিজেও অনেক বার আমার সম্পূর্ণ অ্যাকাউন্ট হারিয়েছি এই স্টপ লস ব্যাবহার না করে। আমি এখন সবসময় এইগুলো ব্যাবহার করি এবং ভাল ফলাফল ও পাচ্ছি।
ফরেক্স মার্কেটে আমরা স্টপ লস আর টেক প্রফিট ব্যাবহার করে থাকি,কারন আমাদের যখন ব্যালেন্স কম থাকে, সে সময় যদি ট্রেড অপেনিং।করি,তাহলে আমি আমার ডিপোজিট এর ১০%লস দিতে পারব,তাই এই ১০%লসে স্টপ লস বসিয়ে দেই,টেক প্রফিট কি পরিমান প্রফিট নিলে ভাল হবে সেই লেভেলে টেক প্রফিট বসাতে হয়।