আপনার অভিজ্ঞতা আরেকটু বিশদ ভাবে শেরার করলে জুনিওয়রদের অনেক উপকারে আসবে। কোন কোন সিচুয়েশনে কি ডিসিশন নেয়া যায়?
Printable View
সম্প্রতি ইউরোপিয়ান সেন্ট্রাল
ব্যাংক (ECB) প্রধান মারিও দ্রাঘী
বলেছেন যে, ইউরোর এক্সচেঞ্জ রেটকে
প্রভাবিত করা তাদের কোন পলিসির
টার্গেট নয়। এটা বিভিন্ন বিষয়ের ওপর
নির্ভর করে পরিবর্তিত হয়। তাই এ
বিষয়ে তিনি কোন আশাবাদ প্রকাশ
করছেন না। কিন্তু তিনি জোর দিয়ে
বলেছেন, "It is pointless to go short on the
euro". আশা করা যাচ্ছে তার এই
বক্তব্যের ফলে মার্কেটে কিছুটা
প্রভাব পড়বে এই ভেবে যে ইউরো হাল
ছেড়ে দিচ্ছে না। দ্রাঘী আরও বলেন,
আমরা সবাই গ্রীসের সফলতা চাই।
কিন্তু এর উত্তর রয়েছে গ্রীসের
সরকারের হাতেই। এর জন্য তাদের
অনেক কাজ করতে হবে তা হতে হবে
অতি শীঘ্রই।
আমিও ডলারের বিপরীতে ইউরো কিনে বিপদে আছি। ইউরোর দাম কমছেই। আসলে আমি নুতুন তাই ভাল ভাবে ট্রেড করতে পারছিনা। সঠিক ভাবে ট্রেডিং করার কোন টিউটোরিয়াল আছে কী ?
বর্তমান অনেক দিন থেকেই ইউরো ডলারের বিপরীতে দুর্বল অবস্থানে চলে এসেছে । কোনো ট্রেডার তারাই সঠিকভাবে বলতে পারবেন আসলে ঠিক ডলারের বিপরীতে ইউরো কবে এতো দুর্বল হয়েছিল । এই পেয়ারে ট্রেড করাটা নতুনদের জন্য খুবই বিপদজনক হতে পারে ।
বর্তমান অনেক দিন থেকেই ইউরো ডলারের বিপরীতে দুর্বল অবস্থানে চলে এসেছে । এই কারনে ইউরোর বিপরীতে ডলার শক্তিশালী হচ্ছে । ডলার ইউরোর তুলনায় বর্তমানে অনেক শক্তিশালী অবস্থা প্রকাশ করছে । বর্তমান অনেক দিন থেকেই ইউরো ডলারের বিপরীতে দুর্বল অবস্থানে চলে এসেছে ।