ভাই সব আলোচনা হছে তবে ফরেক্স মার্কেট কাদের প্রতিষ্ঠান, কারা / কোন দেশ এর নিয়ন্ত্রণ করে সে গুলো কি ভাবে জানা যাবে?
Printable View
ভাই সব আলোচনা হছে তবে ফরেক্স মার্কেট কাদের প্রতিষ্ঠান, কারা / কোন দেশ এর নিয়ন্ত্রণ করে সে গুলো কি ভাবে জানা যাবে?
ফরেক্স এ এমন অনেকে আছেন যারা ৩-৪ বছর ধরে লস করছেন। কিন্তু অনেক চেষ্টা করে ও সফলতা পাছে না। আসলে আমি মনে করি এদের সমস্যা আছে। ফরেক্স মাইন্ড সেটাপ। আমাদের মন গরা ট্রেড করলে লস হবেই। ট্রেড মা করা গেলেও আমরা ট্রেড দিয়ে বসে থাকি।
আমার অনলাইন এক্টিভিস্ট হল ফরেক্স মার্কেট এ টেড করা । আমি সুধু ইন্টারনেট ব্যবহার করি সুধু টেড করার জন্য । আমি ফরেক্স মার্কেট এ টেড করি ভাল লাভ করার জন্য । আমি ফরেক্স নিউজ সারা ইন্টারনেট এ আর কিছু দেখি না । আমি মনে করি অনলাইন এক্টিভিস্ট একটী ভাল সুজুগ টাকা আই করার জন্য । ইন্টারনেট থেকে অনেক টাকা আই করা যাই ।
ব্যবসায় লাভ লস থাকবেই। তাই বলে যে লস হলে আপনি খারাপ মন্তব্য করবেন এটা ঠিক নয়। হয়ত আপনি যখন লস করছেন তখন কেউ না কেউ লাভ করছে। আসল কথা হল আপনি মার্কেট না বুঝেই ট্রেড করেছেন আর অন্য একজন মার্কেট এ্যানালাইসিস করে মার্কেটের মুভমেন্ট বুঝে তারপরে ট্রেড করছে। তাহলে আপনিই বলুন যে কে লাভ করবে?
ট্রেডাররা নিজেদের দক্ষতা আর অদক্ষতার কারনেই লুজার আর গেইনার হয় এতে ফরেক্স এর কোনো হাত নেই। কেউ যদি ফরেক্সের যথেষ্ট জ্ঞান, মানি ম্যানেজমেন্ট আর ভাল ট্রেডিং করতে পারে তাদের লুজার হওয়ার সম্ভাবনা খুবই কম। আর যারা ফরেক্সের নিন্দা করেন তারা ফরেক্সে তার ব্যালেন্স হারিয়েছেন নিজের দোষে, নিজের অদক্ষতার কারনে এবং অতিরিক্ত লোভে পড়েীখানে ফরেক্স কে দোষারোপ করলে কিছু যায় আসে না।
ফরেক্স মার্কেট থেকে ইনকাম -লস হয় নিজের জন্য। এখানে প্রথমিকভাবে মোটামুটি সবাই লস খায়। এই লস খাওয়ার কারন অভিজ্ঞতার অভাব। তবে ট্রেড করার আগে অবশ্যয় ট্রেড এনালাইসিস করা দরকার। আমি মনে করি লস হলে হতাশ না হয়ে ধৈর্য ধারন করে বুজেশুনে ট্রেড ওপেন করতে হবে। লোভ না করে ধীরে ধীরে ট্রেড করলে আপনি লাভবান হওয়া যায়।
ফরেক্স মার্কেটে আমরা যারা ট্রেডিং করি তারা জানি যে এই মার্কেটে ট্রেডিং করতে হলে আমাদের অনেক বেশি পরিমাণে ফরেক্স ট্রেড করতে হবে । একদুইবার কিংবা অনেকবার লস করলেও সেটা আমাদের দোষ এর জন্য আমরা ফরেক্সকে গালি দিতে পারব না । অামরা যারা ফরেক্স ট্রেডিং করি তাদের একটা বিষয় মাথায় রাখতে হবে যে হাজার হাজার ডলার ইনকাম করে সেটা তার দক্ষতার ফল আর যে লুজার হয় সেটাও হল তার দক্ষতার ফল ।
ফরেক্স মার্কেটে কাজ করতে হলে আমাদের কয়েক গুনের অধিকারী হতে হবে প্রথমত আমাকে ধৈর্য ধরে ট্রেড করতে হবে, একটা ট্রেড বন্ধ করার আগে আরেকটা ট্রেড দেওয়া যাবেনা এবং মানি মেনেজম্যেন্ট মেনে ট্রেড করতে হবে। এইখান থেকে একটা কম হলে এই মার্কেটে কাজ করা যাবেনা।আপনাকে এই মার্কেটে টিকে থাকার জন্য এইগুলো মেনে চলতে হবে।
যারা ফরেক্স ট্রেডিং বুঝেন এবং পারদর্শি তারা ফরেক্স ট্রেডিংয়ের গুনগান গাইবেন এটিই স্বাভাবিক কিন্তু যারা ফরেক্স ট্রেডিং বিষয়ে একেবারেই অজ্ঞ কিন্তু ট্রেড করে প্রফিট লাভ করার স্বপ্ন দেখেছেন এবং এখানে এসে ট্রেড করে ধরা খেয়েছেন তারাই কেবল ফরেক্স ট্রেডিংয়ের বদনাম করেন।
কথায় আছে " নাচতে নাজানলে উঠান বাকা" আপনি যদি নাচতে না পারেন সেটা আপরার দোষ সেটা উঠানের না।তাই ফরেক্স এমন একটা জায়গা যেখানে ব্যাবসা করতে হলে পড়াশুনা করে ট্রেড করতে হয়, সময়, শ্রম ব্যায় করতে হয়।তাহলে আপনি সফলে হবেন, আর যদি আপনি ট্রেড করার আগে ফরেক্স সম্পূকে না জেনে ট্রেড করেন তাহলে আপনি লুজার হবেন।তাই এটি ফরেক্সের দোষ না এটি আপনি আমার দোষ।