-
সুন্দর একটি বিষয় , আমি সাধারনত euro/used , gbp/used , এই দুটাতেই বেশি কাজ করে থাকি কারন আমার কাছে এই দুই পেয়ার অনেক ভাল লাগে কাজ করতে , তার পরেও বলব যার যেটি নিয়ে ট্রেড করতে ভাল লাগে এবং যে যে বিষয় ভাল করে আয়ত্তে আনতে পারেন তার সেই পেয়ার এর কাজ করা অনেক ভাল ।
-
ফরেক্স মার্কেটে অসংখ্য পেয়ার রয়েছে। একজনের পক্ষে কখনোই সব পেয়ারে ট্রেড করা সম্ভব নয়। তাছাড়া সব পেয়ারই সিকুয়েন্স অনুযায়ী আচরন করে না। ফলে সব পেয়ারে ট্রেড করতে গেলে গোজামিল হয়ে যেতে পারে এবং বড়সড় লস হয়ে যেতে পারে। আমার মতে কয়েকটি পেয়ার নির্দিষ্ট করে নিয়ে সেগুলোতে ট্রেড করা উচিত। এতে দক্ষতাও বৃদ্ধি পাবে।
-
আমার মনে হয় সব পেয়ারে ট্রেড না করাই ভালো।এতো বিরাট সংখ্যক পেয়ারের ভালো অ্যানালাইসিস একজন মানুষের পক্ষে করা সম্ভব বলে আমার মনে হয় না।বরং এতো বেশি পেয়ারে ট্রেড করলে ঝামেলা মনে হতে পারে।তার চেয়ে বরং ফিক্সড কিছু পেয়ারে ট্রেড করা ভালো।আমার মনে হয় নিয়োমিত ১০টা পেয়ারে ট্রেড করা এবং এই পেয়ারগুলোতে নিয়মিতো অ্যানালাইসিস করলেই ভালো হবে।
-
ফরেক্স মার্কেটে যদিও অনেকগুলা পেয়ার আছে তবে আমি মনে করি আমাদের উচিত সব সময় নির্দিস্ট কিছু পেয়ারে ট্রেড করা উচিত।কারন অনেক গুলা পেয়ার নিয়ে এনালাইসিস করা বেশ কষ্টসাধ্য আর এটা প্রায় অসম্ভব এবং এক্ষেত্রে ভুল লস হওয়ার সম্ভাবনা অনেক বেশি।তাই আপনাদের প্রতি পরামর্শ আপনাদের নিজেদের সুবিধামতো নির্দিস্ট কিছু পেয়ার বেছে নিন এবং ওই পেয়ারগুলোর সাথে ভালো সম্পর্ক গরে তুলুন তাহলেই আপনি ফরেক্সে সফলতা পাবেন।
-
ফরেক্স মার্কেটে অনেক পেয়ার আছে এর জেকন পেয়ারে ট্রেড করা জেতে পারে তবে ফরেক্স ট্রেড করার জন্য কিছু ভাল পেয়ার দেখে ফরেক্স ট্রেড করার জন্য বেছে নিতে হবে তাহলে ফরেক্স ট্রেওড করে সফলতা আসা করা জেতে পারে কারন ফরেক্স মার্কেট সব পেয়ারে ট্রেড করে কোন দিন সফল হয়া জায় না ।
-
ফরেক্স মার্কেটে অনেক পেয়ার আছে তাই সব পেয়ারে ট্রেড করতে গেলে সব পেয়ার সম্পর্কে ভালো করে ধারনা রাখতে হবে তাই সব পেয়ার সম্পর্কে ধারনা রাখা খুভ কঠিন একটি জিনিস তাই আমি বলব যে ফরেক্স ট্রেড করে লাভ করার জন্য বা সফল হয়ার জন্য কম পেয়ারে ট্রেড করতে হবে।
-
আমি মনে করি যে বেশির ভাগ মানুষ euro/used , gbp/used , এই দুটাতেই বেশি কাজ করে থাকে । আমি ও এই দুটা দিয়ে কাজ করেছি এবং এখন ও করি তাই এটাই বলি euro/used , gbp/used এই দুটা ভাল।
-
ফরেক্স মার্কেটে অনেক পেয়ার আছে এর মধ্যে সব পেয়ারে ফরেক্স ট্রেড করতে গেলে করা যাবে না ফরেক্স করে টাকা আয় করা যাবে বেশি করতে গেলে লস হবে তাই ভালো দেখে কয়েক তি ভালো পেয়ার দেখে ট্রেড করতে হবে।
-
আমার মতে অনেক গুলা পেয়ার নিয়ে এনালাইসিস করা বেশ কষ্টসাধ্য আর এটা প্রায় অসম্ভব এবং এক্ষেত্রে ভুল লস হওয়ার সম্ভাবনা অনেক বেশি।তাই আপনাদের প্রতি পরামর্শ আপনাদের নিজেদের সুবিধামতো নির্দিস্ট কিছু পেয়ার বেছে নিন এবং ওই পেয়ারগুলোর সাথে ভালো সম্পর্ক গরে তুলুন তাহলেই আপনি ফরেক্সে সফলতা পাবেন।
-
আমার মতে অনেকগুলো পেয়ারে ট্রেড না করে দুই তিনটি পেয়ার সম্পর্কে ধারনা রাখা যেতে পারে । এতে বেশি ভাল ফলাফল দেখা যায় । ট্রেড যত বেশি ঝুকি তত বেশি । তাই কনফার্ম না হয়ে ট্রেড নেয়াটা ঠিক নয় ।