-
আসলে ফরেক্স মার্কেট আপনাকে সফল হতে হলে অবশ্যই মাল্টি টাস্কিং জানতেই হবে। কেননা যখন আপনি একটা বাই বা সেল পজিশন নিচ্ছেন তখন আপনাকে মার্কেট এনালাইসিস করতে হবে সেই ঐ দেশের অর্থনীতির প্রতিও খবর রাখতে হবে। সাধারণ ট্রেডার সেন্টিমেন্ট কোন দিকে তাও আপনার নজরে থাকতে হবে। আরও অনেক কিছু আছে তা আর নাই বা বললাম।
-
ফরেক্স করতে গেলে আমরা অন্য কোন ব্যবসার দিকে আর আকৃষ্ট হব না । কারণ অন্য সকল ব্যবসার দিকে অাকৃষ্ট হলে অঅমরা জীবনে সফলতা অর্জন করতে পারব না । সুতরাং আমরা সব সময় এই ব্যবসা করার জন্য মাল্টিটাস্কিং কখনোই করব না ।
-
মাল্টি টাস্কিং বা একই সাথে একাধিক কাজে মনোযোগ দেওয়া খুবই কঠিন ব্যাপার৷সুপার মেধাবীদের দ্বারা সম্ভব হতেও পারে তবে ফরেক্স মার্কেটে সঠিক ভাবে এনালাইসিস করে ট্রেড করার জন্য আরোও বেশি সুপার ফাষ্ট মেধা বা মনোযোগের প্রয়োজন পড়ে৷আপনার মেধা থাকলেও সময় কোথায় পাবেন৷তবে অল্প করে কিছু কিছু লং পজিশনের ট্রেড করা সম্ভব৷
-
আসলে আপনার কথাটা একবারে টিক মাল্টিটাস্কিন করা সব সময় সম্বব না। আমরা যারা ফরেক্স মার্কেটে ট্রেড করি তাদের এই কাজটা করা কোন বাভেই করা উচিত না। তাই আমাদের ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে সব কিছু বিচার বিশ্লষন করে ফরেক্স মারকেটে ট্রেড করা উচিত।নাহলে অনেক ক্ষতি হবে।
-
ফরেক্স মার্কেটে যে কোন একটি বিষয় নিয়ে ভালভাবে জানতে পারলে এবং সেই বিষয়টা কাজে লাগাতে পারলেই উপকার । উল্টা পাল্টা অনেক বিষয় নিযে চিন্তা করে শুধু শুধু লসের সম্মুখীন হওয়া ছাড়া আর কোন লাভ হয় না । মানুষ এর মস্তিক এমন ভাবে তৈরি যে সেটি মাল্টি টার্স্কিং করা সম্ভব নয় ।
-
আমার মতে ফরেক্সের ক্ষেত্রে মাল্টিটাস্কিং না করাই ভাল। এতে ট্রেডের উপর প্রভাব পড়তে পারে। নিয়ম মেনে ট্রেড করাও প্রায়ই সম্ভব হয় না। আমি অনেক চেষ্টার পর এই সিদ্ধান্তে এসেছি যে যখন ফরেক্সে ট্রেড করব তখন অন্যান্য কাজ থেকে বিরত থাকব। কারন ফরেক্স এমন ব্যবসা যেখানে মনযোগের সামান্য ঘাটতি হলেই বড় ধরনের লস বা বিপদে পরে যেতে পারেন। এজন্য ফরেক্স খুব মনযোগের সহিত ট্রেড করার চেষ্টা করতে হবে।
-
আসলে এসকল বিষয়াদি সম্পর্কে আমাদের ফোরামে যেই বিষয় নিয়ে উপস্থাপন করা হয় এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নতুন ট্রেডারদের জন্য এটি খুবই সহায়ক তাই আমি মনে করি প্রতিটি নারীর উচিত ফোরামে সকল বিষয়াদি সম্পর্কে অভিজ্ঞ পূর্বের পোস্ট গুলো পড়া তাহলে তারা তাদের কর্মদক্ষতাকে আরো বেশি বৃদ্ধি করতে পারবে
-
আসলে আপনার কথাটা একবারে টিক মাল্টিটাস্কিন করা সব সময় সম্বব না। আমরা যারা ফরেক্স মার্কেটে ট্রেড করি তাদের এই কাজটা করা কোন বাভেই করা উচিত না। আসলে আমি যে কাজই করিনা কেন তাতে মাল্টিটাস্কিং করি। একরকম অভ্যাস হয়ে গেছে । বরং মাল্টিটাস্কিং করেই ভালো ফল পাই বলে আমার মনে হয়। তবে আমার মতে ফরেক্সে মাল্টিটাস্কিং করা উচিত নয়। কারন এতে প্রতি মূহুর্তে মার্কেট মুভ করে। তাই একবার বেখেয়ালি হয়ে গেলে বড় ধরনের লসও হয়ে যেতে পারে। তাই আমি মনে করি ফরেক্সে মাল্টিটাস্কিং পরিহার করা উচিত।তাই আমাদের ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে সব কিছু বিচার বিশ্লষন করে ফরেক্স মারকেটে ট্রেড করা উচিত।নাহলে অনেক ক্ষতি হবে।উল্টা পাল্টা অনেক বিষয় নিযে চিন্তা করে শুধু শুধু লসের সম্মুখীন হওয়া ছাড়া আর কোন লাভ হয় না। মানুষ এর মস্তিক এমন ভাবে তৈরি যে সেটি মাল্টি টার্স্কিং করা সম্ভব নয়।
-
ফরেক্স মার্কেটের পাশাপাশি আমি পরিবারের বিভিন্ন কাজ করতে হয় কারন ফরেক্স করার পাশাপাশি আমাদের কে অারো কাজ করা উচিত তাহলে আমাদের আর ফ্রেমে মার্কেটে চাপ মক্ত ভাবে কাজ করা যায়।মাল্টি টার্স্কিং বিষয়টাকে আমি পছন্দ করি না।কেননা ফরেক্স মার্কেটে মাল্টি টার্স্কিং করে খুবে বেশি লাভ হয়না। আপনি আরো বড় ধরনের লস করবেন শুধুশুধু কি ধরকার আছে মাল্টি টার্স্কিং করার।আমরা যারা ফরেক্স মার্কেটে ট্রেড করি তাদের এই কাজটা করা কোন বাভেই করা উচিত না। তাই আমাদের ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে সব কিছু বিচার বিশ্লষন করে ফরেক্স মারকেটে ট্রেড করা উচিত।নাহলে অনেক ক্ষতি হবে।আপনি যখন ফরেক্স করবেন তখন অনান্য কাজ বাদ দিয়ে ফরেক্স নিয়ে থাকলিই ভালো করবেন।
-
ফরেক্স এমন ব্যবসা যেখানে মনযোগের সামান্য ঘাটতি হলেই বড় ধরনের লস বা বিপদে পরে যেতে পারেন। এজন্য ফরেক্স খুব মনযোগের সহিত ট্রেড করার চেষ্টা করতে হবে। আপনি আরো বড় ধরনের লস করবেন শুধুশুধু । কি ধরকার আছে মাল্টি টার্স্কিং করার । আপনি যখন ফরেক্স করবেন তখন অনান্য কাজ বাদ দিয়ে ফরেক্স। ফরেক্স করার পাশাপাশি আমাদের কে অারো কাজ করা উচিত তাহলে আমাদের আর ফ্রেমে মার্কেটে চাপ মক্ত ভাবে কাজ করা যায়। মাল্টি টাস্কিং আমার কাছে ভাল লাগে এই কাজটা করতে করতে আমার অভ্যাসে পরিনত হয়ে গেছে এখ।