-
আমি এই ফরেক্স মার্কেটে নতুন,,,, তাই আমার এর উপর অভিজ্ঞতা অনেক কম আছে । আমি মনে করি যে,,, ফরেক্স মার্কেট সম্পর্কে অভিজ্ঞতা না থাকলে,, ফরেক্স মার্কেট খুবই কঠিন একটি জায়গা । এখানে আপনি অভিজ্ঞতা ছাড়া কোনোভাবেই সফল হতে পারবেন না । আর সেজন্য আপনি হতাশ হয়ে পড়বেন,,,,কিন্তু আপনাকে হতাশ হলে চলবে না । প্রয়োজনে আপনাকে বেশি বেশি করে ডেমো ট্রেডিং প্রাকটিস করতে হবে এবং বেশি বেশি করে অভিজ্ঞতা অর্জন করতে হবে । তাহলে আপনি ফরেক্স মার্কেটে কাজ করে ভালো প্রফিট অর্জন করতে পারবেন ।
এক্ষেত্রে আপনাদের সকলের মতামত আশা করছি,,,, ধন্যবাদ ।
-
ফরেক্স মার্কেট এ হতাশা হলে চলবেনা,হতাশ হয়ে ট্রেড করলে ট্রেডাররা নিজেই লস এ পড়বেন,তাই হতাশ না হয়ে ভালো এন্ট্রি এর জন্য অপেক্ষা করতে হবে,যদি ভালো ট্রেড পাওয়া যাই তাহলে আপনি এই খান থেকে ভালো প্রফিট করতে পারবেন,শুধু মনে রাখতে হবে যে ফরেক্স মার্কেট আমাদের ট্রেড করার জন্য সুযোগ দিবে,তাই হতাশ হওয়া থেকে বিরত থাকবেন।
-
এটা একদম সঠিক কথা যে ফরেক্স মার্কেটে হতাশ হওয়া চলবে না বা যাবে না। কারণ আপনি যদি এই মার্কেটে হতাশ হোন তাহলে আপনি কখনই এই মার্কেটে বেশিদিন টিকে থেকে ট্রেড করতে পারবেন না। তাই এইখানে ট্রেড করার জন্য অনেক ধৈর্য্যের প্রয়োজন। আপনার যদি অনেক ধৈর্য্য থাকে তাহলে আমি বলতে পারি আপনি এক সময় না একসময় এই ব্যবসায় সাফল্যতা অর্জন করবেন। কিন্তু আপনি যদি কোন কারণে হতাশা অনুভব করেন তাহলে আপনি যে কোন সময় এই ব্যবসা হতে পড়ে যেতে পারেন।
-
ফরেক্স একটি ব্যাবসা। প্রত্যেক ব্যাবসাতে যেমন লাভ হয় তেমনি লসও হতে পারে। তাই লস হলে কখনো হতাশ হওয়া উচিৎ নয়। ফরেক্স মার্কেটে লস হলে এখান থেকে অনেক কিছু শেখার আছে। কি কারণে আপনার লস হল এটা আপনি লস হলে জানতে পারবেন এবং ভবিষ্যতে লসের ব্যাপারে আরও সতর্কতা অবলম্বন করার সুযোগ পাবেন। ফরেক্স মার্কেটে সাধারণত ভূলের কারণে লস হয়ে থাকে। অদক্ষতা ও ট্রেডিং এর নিয়ম না মেনে ট্রেড করাটা ভূল। তাই নিজেকে আগে দক্ষ করুন এবং ট্রেডিং এর নিয়ম মেনে ট্রেড করুন। তবেই সফলতা আসবে।
-
ফরেক্স মার্কেট হলো একটা লাভ জনক ব্যাবসা আর এই ব্যাবসায় যেমন লাভ আছে তেমনি লস আসে।ফিরেক্স মার্কেট সম্পর্কে বলতে গেলে এই টা অনেক ঝুঁকি পুর্ন একটি ব্যাবসা।তাই ফরেক্স ট্রেডিং করার আগে ভাল করে যেনে তার পর করা উচিত। আর যখন লাভ হবে তখন খুব এ ভাল লাগবে র যখন লস হবে তখন খুব খারাপ লাগবে।তাই লস হলে হতাস হলে চলবেনা।বাংলায় প্রবাদ আছে একবার না পারিলে দেখো শতবার।তাই আমরা হতাস হবোনা।আর সততার সাথে কাজ করব
-
ফরেক্স মার্কেটে লস খুবই সাধারণ একটা বিষয়। লস ছাড়া কোন ব্যবসায় নেই। সুতরাং লস হলে হতাশ হওয়ার কিছু নেই। লসের কারণ খুঁজে বের করে তার সমাধান করতে হবে। এবং পরবর্তীতে যেন একই ভুল বারবার না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। সেই সফলতা পায় যে ভুল থেকে শিক্ষা গ্রহন করে। তাই হতাশ না হয়ে সমাধান খুঁজুন।
-
সব ব্যবসায়ে লাভ লস দুটোই বিদ্যমান। ব্যবসায়ে যখন লাভ হয় তখন আমাদের আনন্দ হয় আবার লস হলে আমরা হতাশ হয়ে পড়ি যা মোটেও উচিত নয়। লাভ হওয়ার মত লস ও খুবই স্বাভাবিক আর ফরেক্স মার্কেটে এটা আরও বেশি কমন বিষয়। ট্রেডে লস হতেই পারে এর ফলে হতাশ না হয়ে লসের কারণ খুঁজে বের করা বেশি জরুরি বলে আমি মনে করি।
-
বন্ধুরা, লোকেরা যে কোনও রূপে কাজ করে কারণ তারা সফল হতে চায়, আজ আমি আপনাকে বলছি সাফল্যের রহস্য কি।
প্রথমত, আপনি জানেন যে ফরেক্স ট্রেডিং কী এবং আমরা কেন করছি? সাফল্যের নিয়মের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হ'ল সর্বদা কঠোর পরিশ্রম করে চলুন এবং সর্বদা ইতিবাচক থাকুন। আপনার সাহস কখনই হারাবেন না
-
হতাশ হয়ে কোন কাজ করলে সে কাজে সু-স্পস্ট ভাবে কমপ্লিট হয় না। ফরেক্স এমন একটি ব্যবসা যে ব্যবসার মেইন হচ্ছে ধৈর্য। যদি ফরেক্স ব্যবসায় সফলতা হতে হলে কখনোই হতাশ হওয়া যাবে না। হতাশ কখনো সফলতা বয়ে আনতে পারে না।
-
ফরেক্স মার্কেট প্রতিনিয়ত সবসময় আপডাউন করে। এজন্য এ মার্কেটে হতাশ হলে চলবে না ধৈর্যশীল হয়ে মার্কেটে ট্রেড করলে অবশ্যই একসময় আপনি লাভবান হবেন। তাই প্রতিটা ট্রেডারকে ফরেক্স সম্বন্ধে যথেষ্ট পরিমাণে জ্ঞান অর্জন ও দক্ষ হয়ে অংশগ্রহণ করে উপার্জন করতে পারে। তবে ধৈর্যশীল ব্যক্তি মার্কেট থেকে সহজে লাভবান হওয়া সম্ভব নয়। তাই কোন কিছুতে হতাশ না হয়ে, লেগে থাকতে হবে তাহলেই সফলতা আসবে।,,,,,ধন্যবাদ।