যেকোনো ব্যবসাতেই লাভ লস আছে। লাভ লস ব্যবসার মৌলিক অংশ। ফরেক্সও তার ব্যতিক্রম নয়। যারা ফরেক্স ট্রেডিং করতে আসে তারা শুরুতে কেউই অভিজ্ঞ থাকেনা। আর ফরেক্স সম্পুর্ন অভিজ্ঞতা নির্ভর। অভিজ্ঞতা না থাকায় সবাই শুরুর দিকে বেশ লস করে। তাছাড়া ফরেক্স মার্কেট একটূ অনিশ্চিত। তাই সব ট্রেডারই লসের স্বাদ গ্রহণ করে।