-
ফোরামের বোনাস আগে পোস্ট অনুযায়ী দেয়া হতো তাও দুই তিন বছর আগে। এরপর শুনলাম নতুন নিয়ম অনুযায়ী পোস্ট এবং পোস্টে প্রাপ্ত লাইকের উপর ডিপেন্ড করেই বেশি বোনাস দেওয়া হয়। যদিও আমি পাইনি এই সুবিধাটা তবে আমি শুনেছি অনেকেই এখান থেকে ৩০০/৪০০ ডলারও বোনাস পেয়েছে প্রতি মাসে। তবে এখন হয়তোবা আগের মত খুব বেশি বোনাস দেয় না। তবে এটা চিন্তা না করে আমাদের উচিত হবে ভালো ও মানসম্মত পোস্টের প্রতি বেশি মনোযোগী হওয়া।
-
ফোরাম এর মাসিক বোনাস বৃদ্ধি করতে হলে আপনাকে কিছু জিনিস মেনে চলতে হবে,আপনি যে থ্রেড টি পোস্ট করবেন যেন ৫০ শব্দের বেশি হয়ে থাকে এবং নির্ভুল ও মানসন্মত হয়ে থাকে,একে অন্যর পোস্ট এ লাইক করা,কারো পোস্ট কপি পেস্ট না করা এবং ফোরাম এর রুল মেনে চললে আপনি মাস শেষ এ ভালো বোনাস পাবেন আশা করি।
-
ফরেক্স বাংলা ফোরাম থেকে সর্বোচ্চ বোনাস পেতে হলে ভালো মানের পোস্ট করতে হবে এবং সেই পোস্টের কথাগুলো যাতে মানসম্মত হয় ও বানান ভুল না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে । আমি শুনেছি যে,, আগে ফরেক্স বাংলা ফোরামে মাসে ১০০ টি পোস্ট করলে ও একটু ভালো লাইক পেলে ২০০ - ৩০০ পর্যন্ত বোনাস প্রদান করা হতো,,, কিন্তু এখন প্রতি মাসে ৩০০ টি পোস্ট করে এবং ভালো লাইক পেয়ে ও ১০০ - ১২০ এর উপর বোনাস পাওয়া যায় না । তারপর ও আমাদের চেষ্টা করতে হবে ভালো মানের পোস্ট করা এবং প্রতিদিন সর্বোচ্চ ১০ টি পোস্টের মধ্যে সীমাবদ্ধ থাকা,,,, ধন্যবাদ ।
-
আমি ও নিজে আগে অনেক বোনাস পেতাম কিন্তু এখন খুব কম বোনাস পাছি,আমি বুঝতেছিনা কেন বোনাস কম পাইছি,কিন্তু উপরিক্ত বড় ভাই এর পোস্ট পড়লাম,এখন থেকে এই ভাবে পোস্ট করবো,তাছাড়া অন্যরা যদি যানেন কি ভাবে পোস্ট দিলে এবং কি করলে বোনাস বেশি পাওয়া যাবে,যানালে উপকৃত হতাম।
-
এখন খুব কম বোনাস পাছি,আমি বুঝতেছিনা কেন বোনাস কম পাইছি,কিন্তু উপরিক্ত বড় ভাই এর পোস্ট পড়লাম,এখন থেকে এই ভাবে পোস্ট করবো,তাছাড়া অন্যরা যদি যানেন কি ভাবে পোস্ট দিলে এবং কি করলে বোনাস বেশি পাওয়া যাবে,যানালে উপকৃত হতাম।
-
প্রকৃতপক্ষে ব্রোকার আমাদের ফরেস্ট ফোরামে পোস্ট করার বিনিময়ে চেয়ে বোনাস দিয়ে থাকে। তবে ভালো বোনাস পেতে হলে সেটা মূলত আমাদের ভালো মানের পোস্ট যা থেকে অপরে ফরেক্স বিষয়ে জ্ঞান লাভ করতে পারে। এর জন্য মানসম্পন্ন পোস্ট করতে হবে। মূলত আমাদের পোস্টের কোয়ালিটির উপর ভিত্তি করে বোনাস এর তারতম্য হয়। এছাড়াও লাইকের ওপর নির্ভর করে বোনাস প্রদান করে থাকে। তবে বিগত কয়েক মাস ধরে কিসের উপর ভিত্তি করে বোনাস দিচ্ছে তা আমার সঠিক খেয়াল আসছে না। ভালো মানের এবং কোয়ালিটি সম্পন্ন পোস্ট করে ও অত্যন্ত নিম্নমানের বোনাস পেয়ে যাচ্ছি।
-
ফোরাম থেকে ভালো বোনাস পেতে অবশ্যই আমাদের কোয়ালিটি সম্পন্ন, যথাযথ, নির্ভুল এবং তথ্যবহুল পোস্ট করা উচিত। আপনি চাইলে দৈনিক যতো খুশি পোস্ট করতে পারেন। তবে ফোরাম অথরিটি বোনাসের জন্য দৈনিক ৫-১০ টির বেশি পোস্ট কাউন্ট করে না। আসলে আমি ফোরামের রুলস এন্ড রেগুলেসনে এরকম কোন নির্দেশনা পাইনি যে দৈনিক ঠিক কতটি পোস্টের মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে। অনেক বেশি পোস্ট করলে ফোরাম ঐ সদস্যকে বোনাস হান্টার হিসেবে মার্ক করে থাকে, এতে করে বোনাস পাওয়ার ব্যাপারে প্রবলেম হতে পারে। আপনার লেখার কোয়ালিটি ভালো, তথ্যবহুল, যথার্থ সত্য হলে আপনি প্রতি মাসে ২০০০ বলার পর্যন্ত বোনাস পেতে পারেন। আপনার পোস্ট যদি কোয়ালিটি সম্পন্ন ও তথ্যবহুল হয় এবং তা পড়ে যদি নতুন ট্রেডাররা উপকৃত হয়ে লাইক দেয় সেটা আপনাকে বোনাস পেতে সাহায্য করবে।
আসল ব্যাপার হলো আপনার লেখার মান ভালো হলো ফোরাম আপনাকে ১টি পোস্টের এগেইনস্টে ৫০ ডলার পর্যন্ত বোনাস দিতে পারে। সেক্ষেত্রে কতটি পোস্ট করলেন সেটা আসল কথা নয়, আসল কথা হলো আপনার লেখার কোয়ালিটি কেমন। তাই আমাদের কোয়ালিটি সম্পন্ন, নির্ভুল এবং তথ্যবহুল পোষ্ট করার দিকে বেশি মনোযোগী হওয়া উচিত।
-
ফোরামের আইনগুলিতে নিয়মিত আপডেট রয়েছে। আমি প্রতিমাসে 10 টি পছন্দের জন্য 200 জন বোনাস পেয়েছিলাম, তবে এখন আমি 100 টি পছন্দের জন্য মাত্র 60 এর বোনাস পেয়েছি, তাই আমরা যতই চেষ্টা করুক না কেন, 100 বোনাস হতে চলেছে We আমরা না আমরা ছেড়ে দিলে আদৌ কোনও বোনাস পেতে চলেছি। তাই আমি ফোরামের নিয়মের অধীনে আসা প্রণোদনা পেতে নিয়মিত লিখতে থাকি।
-
আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি আপনাদের পরামর্শকৃত সবগুলো বিধিই মেনে চলেছি। কিন্তু তারপরও গত মাসে ১৯২ টি পোস্টের কোনো বোনাস পাই নি। আপনার অনেকেই বলেছেন ওয়েলকাম বোনাসের কথা বা থ্যাংকইউ বোনাসের কথা। কিন্তু এগুলোর কোনোটাই পাই নি এখন পর্যন্ত। এ বিষয়ে বিস্তারিত ধারণা দিলে উপকৃত হবো।
-
আসলেই আমরা ফোরামে পোষ্ট করি শুধুমাত্র আমাদের নিজেদের স্বার্থে।আমরা ফোরামে পোষ্ট করি যেনো মাস শেষে পোষ্ট এর জন্য প্রাপ্ত বোনাস পেতে পারি সেই আসায়।যদি ও আমাদের আশাটা ভাল কিন্তু আরো ভাল হতো যদি আমাদের মনমানুষিকতা এমন হতো যে আমি আমার রিয়েল লাইফের অভিজ্ঞতা সিয়ার করবো যেনো আমার আর এক ভাই অর্থাৎ নতুন ট্রেডাররা যেনো আমার পোষ্ট পড়ে সে ভাল কিছু শিখতে পারে।যদি আমরা সকলেই এমন মনমানুষিকতা নিয়ে ফোরামে পোষ্ট করতাম তাহলে অনেক ভাল হতো।তাই আমাদের সকলের এগিয়ে আসা উচিত।