আমার জানা মতে ডলার বেচার-কেনা ক্ষেত্রে মোবাইল ব্যাংকিং নিরাপদ না। বিশ্বস্ত ছাড়া লেনদেন না করা উত্তম, কারন প্রযুক্তি যতো উ্ন্নত চুরীর মান তত উ্ন্নত।
Printable View
আমার জানা মতে ডলার বেচার-কেনা ক্ষেত্রে মোবাইল ব্যাংকিং নিরাপদ না। বিশ্বস্ত ছাড়া লেনদেন না করা উত্তম, কারন প্রযুক্তি যতো উ্ন্নত চুরীর মান তত উ্ন্নত।
আল্লাহর দেয়া পুরস্কার ও শাস্তির মাপকাঠি হলো মানুষের ঈমান ও কাজ। সৎকাজ ছাড়া কেউ যদি নিছক আশা করে তাতে কোন লাভ হবে না। অনেক সময় পাপ মানুষের অস্তিত্বে এমনভাবে প্রবেশ করে যে, তার হৃদয় ও আত্মাকে পুরোপুরি ঢেকে ফেলে এবং তার কথা-বার্তা ও কাজ-কর্মে মন্দ ছাড়া কিছু থাকে না।
যার কাছ থেকে ডলার কিনবেন/বেচবেন তাকে আগে জানার চেষ্টা করুন। সব সময় পরিচিত জনের কাছ থেকে ডলার কেনা/বেচা উত্তম। কারো কথায় প্রলভিত হয়ে কম টাকায় ডলার কিনতে যাবেন না। সব সময় মার্কেট প্রাইজের দিকে খেয়াল রাখবেন। যদি মার্কেট প্রাইজের চেয়ে অনেক কম রেটে কেউ ডলার দিতে চায়, বুঝবেন, কোথায় যেন একটা কিন্তু আছে। অপরিচিত কিংবা ফেজবুকে পরিচিত কিংবা মোবাইলে পরিচিত কিংবা অন্য কোন ভাবে পরিচিত লোকের সাথে লেনদেন করার আগে সাবধান। কখনোই মোবাইল পেমেন্ট এর মাধ্যমে ডলার ক্রয়-বিক্রয় করবেন না। সামনা সামনি বসে লেননদেন করুন। চেষ্টা করবেন সব সময় আপনার এলাকায় বসে বা আপনার আয়ত্বের মধ্যে বসে লেনদেন করার।
যারা মোবাইল ব্যাংককিং সম্পরকে আলাপালোচনা করেছেন জেনে অনেক খুশি হলাম ,যার কারন আমি আগে জানতাম না এভাবে টাকা লেন্দেন করা যাই।তবে ডলার বেচাকেনা করার সময় ব্যাংককিং এর মাধ্যমে প্রতারনার শিকার হছে তা জানা আছে।আমি ও একন থেকে ব্যাংককিং এর মাধ্যমে বেচাকেনা করতে পারব।ধন্যবাদ।
ডলার কেনাবেচার জন্য মোবাইল ব্যাংকিং খুব ভাল ব্যবস্থা .তবে মোবাইলে ডলার কেনা বেচার আগে একটি জিনিস দেখে নিবেন যে যার কাছ থেকে ডলার কিনছেন বা বিক্রি করছেন সে প্রতারক কি না।
যে মাধম্যে ডলার কেনা বেচা করেন না কেন । ডলার কেনা বেচার সময় আপনাকে অনেক সাবধানতা অবল্বন করতে হবে ।অপরিচিত কার কাছে ডলার কেনা বেচা করার পূর্বে তার পরিচয় সম্পর্কে নিশ্চিত হযে নিন ।
মোবাইল ব্যাংকিং টাকা লেনদেনের একটি গুরুতপুর্ণ মাধ্যম। তা ফরেক্স মার্কেটে ডলার ইন এবং আউট করে থাকি। পরিচিত না থাকলে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ডলার বেচা কেনা করা উচিত না। এরকম সতর্ক করার জন্য ধন্যবাদ।
মোবাইল ব্যাংকিং একটি অনেক গুরুত্বপূর্ন বিষয়। ডলার কেনা বেচার ক্ষেত্রে মোবাইল ব্যাংকিং বা অন্য যে কোন ধরনের অনলাইন লেনদেন থেকে সাবধান। বর্তমান সময়ে অনেক অনেক ডিজিটাল চোর এর উপদ্রব দেখা দিচ্ছে তাই বিশ্বস্ত কারো ছাড়া অন্নদের সাথে লেনদেন থেকে বিরত থাকাই ভালো , কারন আমার পরিচিত অনেকে এরকম অনলাইনে ডলার কিনতে গিয়ে ধরা খাইছে । তাই সাবধানতা অবলপন করাই ভাল।
ডলার কেনা বেচার ক্ষেত্রে মোবাইল ব্যাংকিং বা অন্য যে কোন ধরনের অনলাইন লেনদেন থেকে সাবধান। বর্তমান সময়ে অনেক অনেক ডিজিটাল চোর এর উপদ্রব দেখা দিচ্ছে তাই যারা অনলাইনে ডলার কেনা বেচা করেন বা অনলাইনে লেনদেন করেন তাদেরকে বলছি বিশ্বস্ত কারো ছাড়া অন্নদের সাথে লেনদেন থেকে বিরত থাকের জন্য।পরিচিত না থাকলে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ডলার বেচা কেনা করা উচিত না। এরকম সতর্ক করার জন্য।
আসলে আমাদের দেশ ডিজিটাল হওয়ার সাথে সাথে আমাদের দেশের চোর গুলো ও ডিজিটাল হয়ে গেছে। আর তারা নানান ধরনের বাজে করম করে থাকে এই ডিজিটাল পদ্ধতির মাধ্যমে। তাই যারা অনলাইনে ডলার কেনা বেচা করেন তাদেরকে এই চোর থেকে সাবধান হতে বলিছ। এই রকম অনেকে অনলাইনে ডলার কেনা বেচা করতে গিয়ে এই দুষ্ট লোকেদের স্বীকার হয়েছেন।