-
ফরেক্স ট্রেডিং অবম্যাই আমাদের জন্য ভাল আর এই ফরেক্স ট্রেডিং করে আপনি অনেক অর্থ অর্জন করতে পারবেন তাই আমি বলবো যে ফরেক্স শিখুন আর ঘরে বসে টাকা ইনকাম করুন কারন আমাদের বাংলাদেশে বেকার সমষ্য হল মূন সমষ্য অনেক লোক ডিগ্রী নিয়ে ঘুরে বেড়াচ্ছে কিন্তু কোন চাকুরি পাচ্ছে না তাই আমি বলবো তার যদি এই ফরেক্স আসে তাহলে অবশ্যই টাকা ইনকাম করতে সক্ষম হবে। তাই আপনার সময় নষ্ট না করে আপনি ফরেক্স শুরু করেন এবং ঘরে বসে টাকা ইনকাম করুন এবং আমিও এই ফরেক্স এর প্রতি আসক্তি এবং আমি এই ফরেক্স থেকে অনেক টাকা ইনকাম করতে পারবো।
-
আমি ফরেক্স সম্বন্ধে ৪ বছর আগে আমার এক বড় ভাইর কাছ থেকে জেনেছি। আর তখন থেকেই এটার প্রতি আগ্রহ ক্রমান্বয়ে বাড়তে থাকে। তাই তখন থেকেই শিখতে শুরু করি। আর এখন এটা আমার পেশা।
-
আসলে এটা ব্যাখ্যা করা খুবই কঠিন। একই সাথে এটা আসক্তি প্লাস ভালোলাগা। প্রথমে প্রয়োজনের তাগিদ থেকেই ফরেক্সে আসা হয়। পরে আস্তে আস্তে এতে আসক্তি জন্মায় এবং একসময় এর প্রতি ভালোলাগাও জন্মে যায়। তাই বলা যায় ফরেক্স ট্রেডিং একই সাথে আমার আসক্তি এবং ভালোলাগা উভয় কাতারেই পড়ে।
-
ফরেক্স কে আপনি পেশা অথবা নেশা যেটা হিসেবেই নেননা কেন এটা আপনাকে প্রফিট দিবে তাই ফরেক্স কে আপনি কিহিসেবে নিবেন এটা একান্তই আপনার ব্যাপার তবে ফরেক্স কে ফরেক্সের মত করে শিখতে হবে ভালো অভিজ্ঞতা ছাড়া ফরেক্সে সফল হতে পারে না, আমি ফরেক্স কে নেশার মত ভালো বাসি আমি অনেকদিন হল অনলাইনে ভালো একটা কাজ খুজতেছিলাম ফরেক্স আমার সে চাহিদা পূরণ করছে তাই আমি ফরেক্স কে ভালো বাসি আমার মত করে।
-
ফরেক্স ট্রেডিং আমার কাছে ভালো লাগা ভালোবাসার মতো একটা ব্যবসা।এই ব্যবসা খুবই মজাদায়ক।ট্রেডিং করতে অনেক ভালো লাগে।অতি দ্রুতই লাভ হলে বোঝা যায়। আবার লসও বোঝা যায়।আবার সবমিলিয়ে দ্রুতই লস রিকভার করে লাভও হতে পারে।এসব কারনে ফরেক্স ট্রেডিং আমার কাছে খুবই ভালো লাগে।
-
আসলে এটা আসক্তি বলা যেতে পারে না করন আমরা এখান থেকে ইনভেস্ত ছাড়া ইনকাম করতে পারছি সুতরাং সে জন্য আমরা ফরেক্স মার্কেট করি সুতরাং আমি এটা আসক্তি বলব না
-
ফরেক্স ট্রেডং আমাকে আসক্ত করে না আমার ফরেক্স ট্রেড করতে অনেক ভাল লাগে। আর সব থেকে বড় কথা হলো ফরেক্স ব্যবসা হলো বিশ্বের সব থেকে বড় একটা ব্যবসা যার সাথে আমি যুক্ত হতে পেরে নিজেকে গর্ভিত মনে করছি। আমাদের সকলের উচিত ফরেক্স ট্রেড এ যোগদান করা তাহলে আমাদের দেশেরও অনেক উন্নতি হবে আমরা ফরেক্স ব্যবসা করে দেশের জন্য কিছু করতে পারবো।
-
ফরেক্স ট্রেডিং এর মাধ্যমে আমরা ফরেক্স মার্কট সম্পকে জানতে পারি এবং কিভাবে লাভ হবে সেই কৌশন শিখা হয়। ফরেক্স ট্রেডিং করে একজন্য ভালো ট্রেড হওয়া যায়। বর্তমানে বিশ্বের বড় বিজনেসের মধ্যে একটি ফরেক্স মার্কেট। এখানে কাজ করতে করতে যে আমরা আসত্তি হচ্ছি তা নয় । আমার কাছে মনে হয় ভালো লাগার মাধ্যমে আমরা ফরেক্স মার্কেটে কাজ করে দক্ষ হতে পারি। সে জন্য অবশ্যই আমাদের অনেক সময় দিতে হবে । তাহলে অামরা ফরেক্স ট্রেডিং এর মাধ্যমে উন্নতি করতে পারবো ।
-
আমি মনে করি ফরেক্স কোন আসক্তি বা ভাললাগার বস্তু নয় । ফরেক্স একটি কেরিয়ার গরার ব্যবসা । এখান থেকে অনেক মনুষী তার জিবনের সাবলম্বি হুয়ার সিরি পেয়েছে ।তাই এখানে আসক্তি হবার কোন কারন নেই । ইচ্ছা আছে নিজের জীবিকা আমি এই ফরেক্স এর মাধ্যমে করব , তাই এখন পযন্ত ভাল করে ফরেক্স শিখে যাচ্ছি ।
-
যারা ফরেক্স ট্রেডার তারা আমি মনে করি তাদের কাছে ফরেক্স একটি বাবসা এবং আসক্তি। কারন, যারা ফরেক্সে অভিজ্ঞ তাদের কাছে ফরেক্স খুবই পছন্দের। তাদের কাছে ফরেক্স একটি টাকা উৎপাদনের মেশিন হয়ে কাজ করে থাকে। ধন্যবাদ