-
একজন জুয়ারি ট্রেডার ফরেক্সের সকল নিয়ম-কানুন ভুলে ফরেক্স ট্রডিংকেও জুয়ার শামিল করে। সে কোনো মার্কেটের মুভমেন্ট না বুঝে মনের আন্দাজে ট্রেডিং করতে থাকে। সে কোনো মানি ম্যানেজমেন্ট, অ্যানালাইসিস, ব্যক্তিগত ধৈর্য্য, ইত্যাদির মত গুরুত্বপূর্ন গুনাবলির প্রয়োগ ঘটাতে পারে না। এভাবে একজন জুয়ারি ট্রেডার অতি দ্রুতই ফরেক্স মার্কেট থেকে ব্যালেন্স শূন্য হয়ে ট্রেডিং বন্ধ করে দেয়।
-
এক জন জুনিয়ার ট্রেডার মূল ফরেক্স কে একটি বাজি এর মত মনে করে থাকে , কারন তার মার্কেট সম্পর্কে ভাল ধারনা নেই
-
একজন জুয়াড়ি ট্রেডারে ফরেক্সে ট্রেড সম্পর্কে কোন জ্ঞান বা অভিজ্ঞাত থাকেনা তাই সে কোন কিছু না বুঝে আনেক টাকা ইনভেস্ট করে ট্রেড করে ।সে মনে করে যদি লাভ হয় তাহলে কোটি পতি আর যদি লস হয় তাহলে সব জিরো হয়ে যাবে এ সব জুয়াড়িরাই অল্প সময়ে ফকির হয় তারা তারি ।
-
আমি মনে করি যে ট্রেডার জুয়াড়ি, তার মধ্যে ফরেক্স ট্রেড এর সম্পর্কে কোন ধারনা নেই। সে মুলত অন্ধে ডিল মারে । যখন লাভ হয় তখন মনে করে সে খুবি ভালো মানের ট্রেডার , আসলে তা নয়। ফরেক্স একটা বিজনেস এখানে জুয়াড়ি নেশায় , লোভে কখনও ভালো কিছু করা যায় না। একজন জুয়াড়ি ট্রেডারের কোন ধরনের ত্রাদ প্লান থাকতে পারে না। সে মার্কেট অবস্থা না বুজে ট্রেড নিয়ে জুয়া খেলে।
-
একজন জুয়াড়ি ট্রেডার ফরেক্স কে মানি মেকিং মেশিন মনে করে। ট্রেড করার সময় কোন রকম এনালাইসিস করে না। আগে পিছে কিছু না ভেবেই ট্রেড করে থাকে। ট্রেড করার সময় বেশি ভাগ্যের উপর ভরসা করে, নিজের কোন রকম এনালাইসিস থাকে না। কিন্তু একটা বারোও ভেবে দেখে না কি হবে। তারা ফরেক্স কে ব্যাবসা মনে করে না, শুধু সাময়িক। লাভ করতে আসে।
-
এখান এ জুয়ারি সম্পর্কে অনেক দিক থেকে চিন্তা করা যায় ধরুন একজন জুয়ারি সে বেশি প্রফিট এর আশায় মার্কেট এনালাইসিস না করে জাস্ট মাত্র মার্কেট এর মুভমেন্ট দেখে ট্রেড অপেন করে থাকেন যা কিনা মার্কেট তার পক্ষে থাকলে সে এখান থেকে জেকোন পরিমান আর্ন করতে পারে, আবার মার্কেট যদি তার বিপরীতে চলে যায় তার সব কিছু হারানোর সম্ভবনা থাকে ।অনেক জুয়ারি মনে করেন লাইফ এ রিস্ক ছাড়া কোন কিছু করা সম্ভব না আর তাই তারা এখানে জুয়ারির মত কোন দিকে খেয়াল না ক্রে ট্রেড করে থাকেন।
-
একজন জুয়াড়ির কাছে সব কিছুই মনে হয় জুয়া । ফরেক্স ও তার জুয়া ।তাই সে বুজতে পারেনা যে সে কি করতেছে । সে ফরেক্সে অনেক টাকা ইনভেস্ট করে মার্কেট অবস্থা না বুজেই । কারণ সে মনে করে লাভ করলে একদিনেই করে ফেলবে আর লস হলে নাই । কিন্ত সে একথা বুঝেনা যে ফরেক্স কোন জুয়া খেলার জায়গা নয় এটি হল ব্যবসা করার জায়গা । এখানে ব্যবসা করলে সফল হওয়া সম্ভব । যদি বুঝে শুনে করতে পারেন ।
-
আমার মতে ফরেক্স ট্রেডিং হল জ্ঞান এবং অভিজ্ঞতার উপর ভিত্তি করে মার্কেট বিশ্লেষন করে ট্রেডিং করা অন্ধের মত ভাগ্যের উপর নির্ভর করা নয় তাই ফরেক্সে জুয়ারির কোন জায়গা নেয় বা কোন জুয়ারি ফরেক্স মার্কেটে টিকতে পারবে না কারন একজন জুয়ারি আর যায় করুন না কেন একবারে বড় লোক হবার জন্য বড় লটের বাজি তো ধরেই। ধন্যবাদ।
-
ফরেক্স এ অনেক ট্রেডার আছে যারা ফরেক্স কে ভাগ্যের পরিহাস হিসেবে ভেবে আন্দাজে ট্রেড ধরে।তারা আন্দাজে কোনো ট্রেডিং স্ট্রেটেজি ফলো না করে অনেক লটে ট্রেড ধরে।ভেবে নেয় আজ হয় বড় প্রফিট করবো নয়তে ফতুর হবো।ফরেক্স মার্কেটে এমন মন-মানসিকতা সম্পন্ন জুয়ারী ট্রেডারদের পরিনতিও ভয়াবহ।
-
অনেক মকনুষ বিশ্বাস করে না যে ফরেক্স কে বুদ্ধমত্বার সাথে করা যায় ,তার মনে করে যে ফরেক্স হচ্ছে একটি জুযার জায়গা তো তার সেই ভাবে তাদের ট্রেডকে পরিচালনা করে । এবং তার ফলে তার মাঝে মধ্যে হয়তো সাময়িক লাভ করতে পারলেও দুরোদুষ্টিতে তার তারে অর্থ এখানে হারাতে পারে । আমার পরামর্শ হচ্চে ফরেক্স মার্কেটে আসার আগে অবশ্য ফরেক্স সর্ম্পকে ভালমত জানতে হবে তার পর ট্রেড করতে হবে।