-
কারেন্সি পেয়ার এর অর্থ হল মুদ্রা জোড় । অর্থ্যাৎ দুইটা দেশের কারেন্সিকে একত্রে কারেন্সি পেয়ার কিংবা মুদ্রা জোড় বলা হয় । ফরেক্স মার্কেটে প্রতিটা পেয়ারের নিদ্দিষ্ট করে গুরুত্ব আছে । তবে ফরেক্সের মধ্য সবচেয় প্রভাবশালী এবং সবচেয়ে বেশি চাহিদাপূর্ণ মুদ্রা হল ইউএসডি এবং সবচেয়ে জনপ্রিয় পেয়ার হল ইউরো/ইউএসডি । তবে একেক জনের একেক ধরনের পেয়ার ভালো লাগে ।
-
কারেন্সি জোড় বলতে আমরা বুজি মুদ্রার জোড় কে । মুদ্রার জোড় বলতে usd সম্পকিত মুদ্রা জোড়কে বুজানু হয়।
-
আপনি যদি usd মুদ্রা দিয়ে eur মুদ্রা কেনাবেচা করেন তবে এই মুদ্রা দুটিকে মুদ্রা জোড়া বা কারেন্সি পেয়ার বলে। এই মুদ্রা জোড়াকে লেখা হবে eurusd। আবার উল্টো যদি হয়, অর্থাৎ eur মুদ্রা দিয়ে usd মুদ্রা কেনাবেচা করেন তবে তাকে লেখা হবে usdeur।
-
ইউ. এস. ডলার ব্যাতিত কারেন্সি পেয়ারসমূহকে ক্রস-কারেন্সি পেয়ার অথবা শুধু ক্রস পেয়ার বলা হয়। প্রধান ক্রসগুলো অপ্রধান কারেন্সি পেয়ার নামেও পরিচিত। সবচেয়ে বেশি ট্রেডকৃত ক্রস পেয়ারগুলো এসেছে - EUR, GBP এবং JPY থেকে।কিছু কিছু ফরেক্স ব্রোকারে এই কারেন্সি পেয়ারগুলো ট্রেড করা যায়। এগুলো প্রধান এবং ক্রস পেয়ার গুলোর মত অত্যাধিক ট্রেড করা হয়না।Exotic পেয়ারগুলোর স্প্রেড EUR/USD অথবা USD/JPY এর তুলনায় দুই অথবা তিন গুন বেশি। তাই যদি আপনি এই Exotic পেয়ারসমূহ ট্রেড করতে চান, তবে তা ভেবে করবেন।
-
মনে করুন, এই রশির দুই প্রান্তে দুটি দেশের অর্থনৈতিক অবস্থা রয়েছে। এক্সচেঞ্জ রেট ওঠা-নামা করে, কখন কোন কারেন্সি শক্তিশালী তার ওপর ভিত্তি করে। উদাহারনসরূপঃ ইউরো ও ইউ. এস. ডলার এর জোড় EUR/USD অথবা ব্রিটিশ পাউন্ড ও জাপানিজ ইয়েন এর জোড় GBP/JPY.
আপনি যখন ফরেক্স ট্রেডিং করবেন, আপনাকে Pair বা জোড় এর মাধ্যমে ক্রয়/বিক্রয় করতে হবে।
-
ফরেক্স ট্রডিং মূলত দুইটি ভিন্ন মুদ্রার ক্রয় বিক্রয়।মুদ্রাগুলো সবসময় জোড়া আকারে অবস্থান করে।উক্ত মুদ্রা দুটোর যেকোন একটির পরিবর্তনের মাধ্যমে ফরেক্স ট্রেডিংয়ে লাভ-লস হয়ে থাকে।বিভিন্ন প্রকার কারেন্সি পেয়ারের মধ্যে euro/usd,gbp/usd,aud/usd,cad/usd অন্যতম।এগুলোকে প্রধান মুদ্রাজোর বলে।অভিজ্ঞ ট্রেডাররা সেন্ট্রাল তথা প্রধান মুদ্রাজোরগুলোতে ট্রেড করে থাকেন।
-
প্রতিটি কাারেন্সি পেয়ার এর দুটি ভাগ রয়েছে । একটি ভাগ এ একটি দেশের কারেন্সি থাকে আর অন্য একটি ভাগে অন্য দেশের কারেন্সি থাকে । এই কারেন্সি পেয়ার দিয়ে আমরা বিভিন্ন সময় বিভিন্ন বাই সেল করি এবং বাই সেল করার মাধম্যে আমরা মুনাফা অর্জন করি । ফরেক্স মার্কেট এ মুনাফা অর্জন করা এতটা সহজ নয় ।
-
ফরেক্স মার্কেটে আমরা কারেন্সি ক্রয় বিক্রয় করে থাকি। দুইটি মুদ্রা মিলে একটি কারেন্সি ফেয়ার হয় প্রথম টাকে বলা হয় বেস কারেন্সি আর দিতিয় টাকে বলা হয় কাউন্টার কারেন্সি। আমরা বাই করলে বেস কারেন্সির বিপরীতে কাউন্টার কারেন্সি সেল করি। আবার সেল করলে বেস কারেন্সির বিপরীতে কাউন্টার কারেন্সি বাই করি।
-
ফরেক্স এ প্রতিটি ট্রেড করতে হয় এক একটি মুদ্রা জোড় এ। একটি মুদ্রা জোড় এ দুটো মুদ্রার একটি হচ্ছে ম্যাইন ও অপরটি হচ্ছে বেইজ ।আমরা যখন একটি মুদ্রা জোড় বা পেয়ার (eurusd) ক্রয় করি তখন ম্যাইন কারেন্সি(eur) ক্রয় করার পাশাপাশি বেইজ কারেন্সি (usd) বিক্রয় করি। আবার যখন একটি পেয়ার (eurusd) বিক্রয় করি তখন ম্যাইন কারেন্সি(eur) বিক্রয় করার পাশাপাশি বেইজ কারেন্সি (usd) ক্রয় করি ।
-
হা ফরেক্স মার্কেটে অনেক পিয়ার আছে যা থেকে একজন ফরেক্স ট্রেডার যদি ভাল করে এনালাইসিস করে ফরেক্স মার্কেটে ট্রেড করতে পারে তবে সে ফরেক্স মার্কেটে পিয়ার ট্রেড করে অনেক লাভ করতে পারবে বলে আমি মনে করি তবে সব পিয়ারে ট্রেড করতাটা নিরাপধ নয় বলে মনে করি।