ফরেক্স ট্রেডিং এর ক্ষেত্রে স্টপ লস এবং টেক প্রফিট দুটোই সমান ভাবে গুরুত্ব বহন করে। স্টপ লস এবং টেক প্রফিট এর ব্যবহার নিশ্চিত করতে হবে এনালাইসিস করে। অনেক সময় দেখা যায় আপনি যেই পজিশনে stop-loss এন্ট্রি করেছেন মার্কেট তার থেকে অল্প একটু নেমে আবার উঠতে শুরু করেছে তখন কিন্তু আপনার একটা কল হবে এবং ওই সুনির্দিষ্ট লস হবে অতএব মার্কেট পুরোপুরি এনালাইসিস করেই স্টপ লস ব্যবহার করবেন। এরূপ টেক প্রফিট ছোটবেলায় দেখা যায়। অতএব মার্কেট খুব পূর্ণাঙ্গরূপে এনালাইসিস করে টেক প্রফিট এবং স্টপ লস ব্যবহার করতে হয়।