-
ফরেক্স মার্কেট এ যারা ধৈর্য্য ধরে থাকতে পারে না তারাই মার্কেট থেকে ঝরে পরেন। আসলে এই মার্কেট এ ট্রেড করাটা সহজ। কিন্তু প্রফিট করাটা অনেক কঠিন বিষয়। যে কোন একটা সিস্টেম মেনে ট্রেড করতে হবে। প্রতিদিন ট্রেডিং স্টাইল পাল্টালে হবে না। যে কোন একটা সিস্টেম ফলো করে সেইভাবে ট্রেড করলে প্রফিট ঘরে তুলা যাবে।
-
যেমন -
১|ফরেক্স মার্কেট এ সবার আগে লোভ পরিহার করতে হবে।লোভ থাকলে ফরেক্স এ সফল হতে পারবেন না।
২|ফরেক্স মার্কেট এ আবেগহীন ট্রেড করতে হবে। আবেগ দিয়ে ট্রেড করলে কখনোই ফরেক্স এ সফল হতে পারবেন না।
৩|ধৈর্য ধারণ করে ট্রেড করতে হবে। ধৈর্যশীল রা ছাড়া ফরেক্স এ সকলেই সফল হতে পারেনা।
৪|ফরেক্স এ লস হলে সেই লস মেনে নেওয়ার ক্ষমতা থাকতে হবে।লস হলে লস রিকভার করার জন্য লট সাইজ বাড়িয়ে দিয়ে ট্রেড করলে হবেনা তাহলে আরো বেশি লস হবে।
৪|মার্কেট এনালাইসিস ছাড়া কোন ট্রেড এন্ট্রি দেওয়া যাবেনা।