-
মার্কেট এ যারা লুজার তারা বেশির ভাগ ট্রেডার এনালিইসিস ছাড়া ট্রেড ওপেন করে থাকে। আর মার্কেট এ কারনে তারা সবসময় লুজার হয়ে থাকেন। সুতরাং এই ভুল থেকে নতুনদের বের হতে হবে। কস্টের অর্জিত টাকা কেন আমরা আমাদের ব্রোকারকে দেব। আমাদের অবশ্যিই টে্রড লাভ করা উচিত।
-
এনালাইসিস ছাড়া ট্রেড ওপেন করা আর জুয়া খেলা একই কথা।আপনার পক্ষে আসলে আপনি বাদশা নয়তো আপনি ফকির।
-
আপনি যদি ভাল বাণিজ্য করতে চান এবং আপনার যদি কথা বলার মতো ব্যবসা করে থাকেন তবে আপনি গর্বিত হবেন এবং আপনি একটি লাভও অর্জন করবেন i আমি মনে করি আপনার লাভ করার জন্য কঠোর পরিশ্রম করা উচিত। এবং খুব ভাল মুনাফা অর্জন করে, আপনি আগত এমনকি ইংরেজী করতে সক্ষম হবেন
-
ফরেক্স মার্কেটে সব থেকে বোকামী কাজটা হল এনালাইসিস ছাড়া ট্রেড ওপেন করা।আপনি যদি মার্কেটে উপরে উঠছে ভেবে বাই এ ট্রেড করে দেন কিছুক্ষণ পর যদি দেখেন মার্কেট নিচের দিকে নামছে তো নামছেই আপনার ব্যালেন্স শেষ পর্যন্ত জিরো হয়ে গেলে।তাই এসব ভুল করা সব থেকে বড় বোকামী।আপনাকে আগে মার্কেট এনালাইসিস করতে হবে।মার্কেট এনালাইসিস করলেই আপনি বুঝতে পারবেন যে মার্কেট উঠবে না নামবে। আপনি এনালাইসিস না করলে তো বুঝতে পারবেন না।আপনাকে তিন ধরনের এনালাইসিস করেই ট্রেড ওপেন করতে হবে।যেমন আপনি যদি টেকনিক্যাল এনালাইসিস না করেন তাহলে যেই কারেন্সিতে ট্রেড করবেন সেই দেশের সামাজিক রাজনৈতিক অবস্থা কেমন সেটা তো জানতে পারবেন না।তাই সব এনালাইসিস গুলো করেই আমাদের ট্রেড করা উচিত।এনালাইসিস ছাড়া ট্রেড করে বোকামি করা সব থেকে বড় ভুল।যেকোন সময় ব্যালেন্স জিরো হতে পারে তাই ট্রেড করার আগে এনালাইসিস করেই ট্রেড এন্ট্রি দিবেন।তাছাড়া কখনো ট্রেড
-
ভাল সাথী এটি একটি ভাল থ্রেড যা আপনি আপনার পোস্টে ভাগ করেছেন। গুরুতর এবং দৃ determined়প্রতিজ্ঞ ব্যক্তিরা জীবনের প্রতিটি ক্ষেত্রে সর্বদা সম্মান পান। প্রতিটি ব্যবসায় নির্ধারণ করা খুব প্রয়োজন। ফরেক্স ট্রেডিং বিজনেসও সংকল্প এবং ঘনত্বের একটি নাম। আরও নির্ধারিত ব্যবসায়ীরা সর্বদা লাভের আকারে ভাল ফলাফল পান, তাই ভাল ফলাফলের জন্য ফরেক্স ট্রেডিং ব্যবসার সাথে দৃ
-
আসলে মার্কেট মোভ করানোর জন্য ও বড় বড় কিছু আর্থিক প্রতিষ্ঠান কাজ করে থাকে তবে কিছু সময় দেখা যাই যে মার্কেট একটানা নামছে তখন আমরা সচারচার একটি সেল ট্রেড নিয়ে থাকি যদি মনে করি মার্কেট আর নীচে যাবে না তখন ট্রেডটি ক্লোজ করে দেই কিছু প্রফিট নিয়ে তারপরও দেখি মার্কেট নিচে যেতে শুরু করেছে ভাবি আর একটি ট্রেড নিলে হয়ত আর ও প্রফিট হবে কিন্তু মার্কেট তখন অনেক নীচে নেমে গেছে এবং সেখান থেকে কিছু সময় পরেই উপরে উঠতে শুরু করবে এবং আমার ট্রেডটি তখন লসে পরিনত হবে তাই একটি ট্রেড এ প্রফিট নেওয়ার পর পরবর্তীতে ট্রেড নেওয়ার আগে ১ ঘন্টা বিরতী দিয়ে ট্রেড করা উচিৎ।
-
ফরেক্স মার্কেটে কোন প্রকার এনালাইসিস ছাড়া ট্রেডওপেন করার থেকে বড় কোন বোকামি হতে পারে না। কারণ যদি কোন ট্রেডার মার্কেটের বর্তমান অবস্থা থেকে উপরে ওঠা দেখে বাই এবং নিচের দিকে নামাতে দেখে সেল ট্রেড ওপেন করে থাকে তাহলে সে অনেক বড় বোকামি করল। কেননা একটু পরেই দেখা যাচ্ছে যে সে যেদিকে ট্রেড ওপেন করেছে মার্কেট তার বিপরীত দিকে যাচ্ছে শুধু তাই নয় বিপরীত দিকে যেতে যেতে তার ব্যালেন্স জিরো হয়ে গেছে।আর এই সমস্যা থেকে মুক্তি পেতে হলে অবশ্যই আমাদেরকে খুব ভালোভাবে মার্কেট এনালাইসিস করে ট্রেড ওপেন করতে হবে।তাই সব এনালাইসিস গুলো করেই আমাদের ট্রেড করা উচিত।এনালাইসিস ছাড়া ট্রেড করে বোকামি করা সব থেকে বড় ভুল।যেকোন সময় ব্যালেন্স জিরো হতে পারে তাই ট্রেড করার আগে এনালাইসিস করেই ট্রেড এন্ট্রি দিবেন।তাছাড়া কখনো ট্রেড এন্ট্টি দিবেন না।
-
যদি কোন ট্রেডার মার্কেটের বর্তমান অবস্থা থেকে উপরে ওঠা দেখে বাই এবং নিচের দিকে নামাতে দেখে সেল ট্রেড ওপেন করে থাকে তাহলে সে অনেক বড় বোকামি করল। কেননা একটু পরেই দেখা যাচ্ছে যে সে যেদিকে ট্রেড ওপেন করেছে মার্কেট তার বিপরীত দিকে যাচ্ছে শুধু তাই নয় বিপরীত দিকে যেতে যেতে তার ব্যালেন্স জিরো হয়ে গেছে। আর ফরেক্সে যারা অবিজ্ঞ ও দক্ষ ট্রেডার তার কখনোই এনালাইসিস না করে ট্রেড করে না। কেননা এখানে এনালাইসিস না করে ট্রেড করলে একাউন্ট হারানোর ঝুঁকি থাকে যা কোন সচেতন ট্রেডারই চাইবে না।
-
এনালাইসিস ছাড়া ট্রেড ওপেন করাটা বোকামি বলে আমি মনে করি অবশ্যই প্রতিরোধ ট্রেডারের উচিত ট্রেনিং তারপর শুরু করার পূর্বে মার্কেট এনালাইসিস সম্পর্কে ভালোভাবে শিখে নেওয়া নয়তোবা খুব বেশিদিন ফরেক্স মার্কেটে টিকে থাকা সম্ভব হবে না ফরেক্স মার্কেটের এনালাইসিস সম্পর্কিত সকল তথ্য জ্ঞান অবশ্যই জানতে হবে ফান্ডামেন্টাল এনালাইসিস টেকনিক্যাল এনালাইসিস দুটি সম্পর্কে ভালো জ্ঞান এবং অভিজ্ঞতা রাখতে হবে কারণ কখনো কোন এনালাইসিস কাজে লাগবে তা আপনি নিজেও জানেন না তাই আমি মনে করি অবশ্যই ট্রেডিং শুরু করার পূর্বে মার্কেটে ভালোভাবে এনালাইসিস করে তারপরে ট্রেডিং করুন
-
এনালাইসিস ব্যতিত ট্রেড ওপেন করার রীতিমত ভয়ঙ্কর একটি বিষয়। কেননা এনালাইসিস পর্যন্ত ট্রেড ওপেন করার ফলে আপনার ব্যালেন্স অনেক সময় ঝুঁকির সম্মুখীন হবেন এবং আপনার ট্রেডটি লসের সম্মুখীন হবে। একটা বিষয় মনে রাখবেন অনুমানের উপর ট্রেড করে কখনো ফরেক্সে প্রফিট করার সম্ভাবনা। তাই পর্যাপ্ত এনালাইসিস করার মাধ্যমে ট্রেড ওপেন করতে হবে তাহলে লস হওয়ার সম্ভাবনা অনেকটা কম থাকবে এবং প্রফিট হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি থাকবে। তাই অ্যানালাইসিসের জ্ঞান বৃদ্ধির কোনো বিকল্প নেই।