-
আমার কাছেও মনে হয় বড় লটে বেশি রিস্ক নিয়ে ট্রেড করে বেশি আয় করার ইচ্ছা টা একটু বোকামি ই হবে যদি না আপনি বেশ অভিজ্ঞ না হোন। আপনি যদি ফরেক্স মার্কেটে দেড় বছরের কম সময় ধরে থেকে থাকেন তবে আমি বলবো আপনার ০.০৫ লটের বেশি তে যাওয়া উচিৎ না। অল্প অল্প করে জমান দেখবেন ভালো জমবে । কিন্তু একবারে বেশি করতে গেলে ঝামেলা পোহাইতে হয়
-
অবশ্যই আপনাকে মানি ম্যানেজমেন্ট মেনে ট্রেড করতে হবে । আর মানি ম্যানেজমেন্ট মেনে ট্রেড ওপেন করলে আপনার ধারণকৃত ট্রেডের লট সাইজ ও আপনার সীমাবদ্ধের মধ্যে থাকবে । তবে শুধুই যে ছোট ছোট লটে ট্রেড ওপেন করতে হবে তা নয়,,, আপনার মানি ম্যানেজমেন্ট যদি ভালো থাকে এবং আপনার যদি বড়ো বড়ো লটে ট্রেড ওপেন করার এমাউন্ট থাকে তাহলে অবশ্যই আপনি বড়ো লটে ট্রেড ওপেন করতে পারবেন । তবে তার জন্য ভালো দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করা থাকতে হবে,,,,, ধন্যবাদ ।
-
ফরেক্সে অধিকাংশ মানুষ ফোরাম বোনাসের দ্বারা ট্রেড করে থাকে। 30 দিন ফোরামে পোষ্ট করে 100/200 ডলার পাওয়া যায় । যা ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য খুবই সামান্য। কারন আমরা সভাবতই লোভী এই লোভের বশবর্তী হয়ে অল্প কিছু বোনাস দিয়ে বড় লটে ট্রেড করে থাকি। যার ফলে মার্কেট যদি ট্রেডের প্রতিকুলে চলে যায় তবে খুব সহজে এবং অল্প সময়ের মধ্যেই একাউন্ট শূন্য হয়ে যায় । তাই আমাদের সকলের উচিত ফরেক্স মার্কেটে টিকে থাকার জন্য অল্প লটে ট্রেড করে নিজের একাউন্টকে ঝুঁকি মুক্ত রাখি ।
-
আমারও অভিজ্ঞতা এই বলে যে আমাদের বেশি লট সাইজ ট্রেড করা উচিত নয় কারন এর কারনে ক্যাপিটাল হারানোর রিস্ক অনেক বেড়ে যায় । আমরা মনে করি যে বেশি লট সাইজ বেছে নিলে বেশি লাভ হবে কিন্তু বেশি লটের কারনে যে বেশি লস হবে এই কথা আমরা মাথায় রাখিনা । কম লটের একাধিক ট্রেড করেও বেশি লাভ করা যায় কিন্তু একটি বিষয় লাভ বেশি হয় টা হল মারজিন কল পাওয়ার সম্ভাবনা কমে যায় ।
-
ফরেক্স মার্কেটে ব্যাবসা করতে হলে অবশ্যই আপনাকে মানিম্যানেজমেন্ট মেনে ট্রেড এন্ট্রি দিতে হবে কারন আপনার একাউন্ট সুরক্ষিত রাখতে পারে একমাত্র মানিম্যানেজমেন্ট মানলে।তাই আপনার ব্যালেন্স যতো থাকবে তার ৮০০-১০০০ যদি মানিম্যানেজমেন্ট করেন তাহলে আপনার জন্য অনেক ভাল হবে।মনে করুন আপনার ব্যালেন্স আছে ১০০ ডলার তাহলে আপনি যদি ১০০০ মানিম্যানেজমেন্ট করেন অর্থাৎপ্রতি পিপস এর মূল্য নির্ধারণ করলেন ০.১ সেন্ট তাহলে আপনি ছোট ছোট ৫ টি লটে ট্রেড এন্ট্রি নিবেন অর্থাৎ ০.০২ সেন্ট এ ৫ টি ট্রেড এন্ট্রি নিলে তাহলে টোটাল আপনার লট হবে ০.১ সেন্ট।যদি আপনি ছোট ছোট লটে ট্রেড এন্ট্রি নেন তাহলে আপনার ফ্রী মার্জিন ও বেড়ে যাবে যা আপনার ট্রেড এবং একাউন্ট এর জন্য খুব ভাল হবে।
-
ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য আপনি সর্বদা ম্যানি ম্যানেজমেন্ট ব্যবহার করে লট নির্ধারন করবেন,লট যদি বেশি বড় আপনি আপানার ব্যালেন্স থেকে বেশি হয়ে যাই তাহলে আজ হোক কাল আপনি আপনার ব্যালেন্স হারাবেন,তাই ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য সব সময় ছোট ছোট লট ব্যবহার করে এন্ট্রি নিলে ব্যালেন্স সব সময় সেফ থাকবে।
-
ফরেক্স মার্কেটে আমাদের প্রধান লক্ষ্য হওয়া উচিত এখানে টিকে থাকা। সেজন্য আমাদেরকে যত কম রিস্ক নিয়ে ট্রেড করা যাবে ততোই ভালো হবে। আমরা অনেকেই আছি যতখন পর্যন্ত মার্জিন লেভেল থাকে ততোখন পর্যন্ত ট্রেডে এন্ট্রি নিতে থাকি। এতে করে অনেক বেশি লটে ট্রেড নেয়া হয়ে যায় এবং দেখা যায় লাভ হলে অল্প কিছু লাভেই ক্লোজ করে দেই কিন্তু যখন লসে পড়ি তখন পুরো একাউন্টই শুন্য করে ফেলি। তাই আমাদের কম লটে ট্রেড করার চেষ্টা করতে হবে।
-
ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য আপনি সর্বদা ম্যানি ম্যানেজমেন্ট ব্যবহার করে লট নির্ধারন করবেন,লট যদি বেশি বড় আপনি আপানার ব্যালেন্স থেকে বেশি হয়ে যাই তাহলে আজ হোক কাল আপনি আপনার ব্যালেন্স হারাবেন,তাই ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য সব সময় ছোট ছোট লট ব্যবহার করে এন্ট্রি নিলে ব্যালেন্স সব সময় সেফ থাকবে।ছোট ছোট লট এ ট্রেড করা,তাই আমাদের ফরেক্স মার্কেট এ টিকে থাকতে হলে আমাদের ছোট ছোট লট এ বানিজ্য করতে হবে,অন্যথায় আপনি ফরেক্স বিজিনেস এ টিকে থাকতে পারবেন না,ছোট ছোট লট আপনাকে এই বানিজ্য তে টিকে থাকতে সাহায্য করবে।
-
মানি ম্যানেজমেন্ট মানতে হবে আর এর জন্য দরকার শিক্ষা সঠিক শিক্ষা গ্রহন ছাড়া আপনি ট্রেড করতে ই পারবেন না। তাই যদি আপনি সঠিক মানি ম্যানেজমেন্ট মানতে পারেন তাহলে আপনি কখনও বড় লটে ট্রেড করতে পারবেন না। সকল সময় আপনি ছোট লটে ট্রেড করবেন ফলে আপনি লস করবেন না। অবশ্য প্রফিটের পরিমান কম হবে। এতে আমাদের ব্যালেন্স টিকিয়ে রাখতে পারি না। আর যদি লট সাইজ ছোট আকারে ব্যবহার করতাম তাহলে কোনদিনই আমাদের একাউন্ট জিরো হত না।
-
ছোট ছোট লটে ট্রেড করার অনেক সুবিধা রয়েছে। ছোট লটে ট্রেডিং করলে প্রতিদিন কিছু না কিছু প্রফিট করা যায়। এবং সবচেয়ে ভালো কথা হচ্ছে যে ছোট লটে ট্রেডিং করলে রিস্ক কম থাকে। যার কারনে আপনার একাউন্ট এ ক্ষতি হওয়ার সম্ভাবনা খুব কম থাকে এর ফলে আপনি বেশি দিন টিকে থাকতে পারেন ফরেক্সে। ছোট লটে ট্রেডিং করার কারণে একদিনে ভালো পরিমাণে প্রফিট করা যায় যা অনেক উপকারে আসে প্রতিটি ট্রেডারের জন্য। আমাদের উচিত কৌশল খাটিয়ে ছোট লটে ট্রেডিং করা।