-
ফরেক্স ব্যবসায় আমার একটাই লক্ষ্য আর তা হল এই ব্যবসাটি আমি পার্ট টাইম হিসেবে অনেক দিন পর্যন্ত চালিয়ে যেতে চাই । সফলতার পেছনে না ছুটে শেখার পেছনে বেশী সময় দিয়ে অল্প অল্প করে লাভ করতে চাই এবং সেই অর্থকে পুজি করে ভবিষ্যতে ফরেক্স ভাল একটি পরিমানের অর্থ বিনিয়োগ করতে চাই । কারণ সফলতার মানে যদি প্রচুর অর্থ ইনকাম করা হয় তা হলে বলব সেই বিষয়ে আমার কোন আগ্রহ নেই ।
-
ফরেক্স মার্কেট এ প্রত্যেক ট্রেডার এর লক্ষ্য থাকে। তেমনি আমারও একটা পরিকল্পনা আছে। আমার টার্গেট হচ্ছে সপ্তাহে ২৫০ পিপ। আমি আমার টার্গেট পূরন হলেই ট্রেড থেকে বিরত থাকি। এভাবে ট্রেড করে আমি মাসে ১০০০ পিপ প্রফিট করতে পারলে এটা আমার যথেষ্ট। আর বেশি লোভ করে মার্কেট থেকে লাভের চেয়ে লস ই হয়ে থাকে।
-
আসলে প্রতিটা মানুষেরই একটা নির্দিষ্ট লক্ষ থাকে। ঠিক তেমনি আমরাও ফরেক্স ট্রেডিং এ একটা লক্ষ আছে আর সেটা হলো আমি ফরেক্স ট্রেডিং সম্পর্কে ভালো দক্ষ ও অভিজ্ঞ হতে চাই এবং এখানে কাজ করে বেশি প্রফিট অর্জন করতে চাই। কেননা যেহেতু বর্তমানে অনলাইন ব্যবসা খুবই ভালো একটা লাভ জনক ব্যবসা, সেহেতু আমি এখানে কাজ করে বেশি প্রফিট পেতে চাই। তবে এজন্য আমাকে এখানে প্রচুর সময় নিয়ে কাজ করতে হবে, পাশাপাশি ধৈর্যের সঙ্গে কাজ করতে হবে। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমার সহায় হন।
-
সকল কাজে একটি লক্ষ থাকে আর ফরেক্স ট্রেড করে ও আমার কিছু লক্ষ আছে এর মধ্যে অন্যতম হল কোন প্রকার কাজ না করে শুধুমাত্র ফরেক্স নিয়ে থাকতে চাই কারন ফরেক্স একটি মুক্ত পেশা এখানে কারো কোন কৈফিয়ত দিতে হয় না। লস হলেও নিজের প্রফিট হলেও নিজের আর চাকরী করতে হলে কত প্রকার কৈফিয়ত দিতে হয় সেটা বলার নেই। তাই আমি চাই এমন একটি পেশা যেখানে কোন প্রকাশ ঝামেলা থাকবে না। শুধুমাত্র নিজের ইচ্ছেমত চলা যাবে। এ জন্য আমি ফরেক্স নিয়ে কাজ করছি মনে হয় খুব শিঘ্রই লক্ষে পৌছাতে পারব।
-
কল কল ছাড়া আপনার সাহি বাত কেহেগ্রাম্য ফরেক্সে ট্রেড কমিশন বানা লেতে হেও রেশমা ডেলি অ্যাপনানা লেজার এক্সপেরিয়েন্স কবে তার কারণে কেলিয়ে বাংলাদেশ ফরেক্স ফোরাম কোটিতেরমেকে কামিয়াব ট্রেডার প্রফেট কম আতাহেলেকে নাগারা ফর এক্সপোট এমনি হিন্দু বাংলাদেশ ফরেক্স ফোরাম আপনার নলেজ বাত নেহি কারোগেতোয়া পেসমেকার বিবিএ কামিয়াব নেহি সাকতে হো
-
ফরেক্স ট্রেডিং মার্কেট এ কাজ করার উদ্দেশ্য হলো আমি নিজের অর্থনৈতিক অবস্থার উন্নতি করবো।আর এখন আমি চেষ্টা করতেছি ফরেক্স ট্রেডিং মার্কেট সম্পর্কে জ্ঞান অর্জন করে কাজ করা।তাই আমি বেশিরভাগ সময় ডেমো একাউন্ট অনুশীলন করতেছি।কারন ডেমো একাউন্ট অনুশীলন করে ভাল জ্ঞান অর্জন করতে পারলে আমি রিয়েল ট্রেড করার সময় আমাকে কি করতে হবে বা আমার করনীয় কি সেই সম্পর্কে ভাল ধারনা পাবো তাই আমার এখন মূল উদ্দেশ্য হলো ডেমো অনুশীলন করে জ্ঞান অর্জন করা
-
ফরেক্স ব্যবসায় আমার লক্ষ্য ধীরে ধীরে ট্রেড করে সকল মুনাফা উত্তোলন না করে জমা করবো।যেন একসময় মাসে ১/২০০০ ডলার ইনকাম করতে পারি।
-
ফরেক্স ট্রেডিং মার্কেট সম্পর্কে জ্ঞান অর্জন করা। বেশিরভাগ সময় ডেমো একাউন্ট অনুশীলন করছি।কারন ডেমো একাউন্ট অনুশীলন করে ভাল জ্ঞান অর্জন করতে পারলে আমি রিয়েল ট্রেড করার সময় আমাকে কি করতে হবে বা আমার করনীয় কি সেই সম্পর্কে ভাল ধারনা পাবো। তাই আমার এখন মূল উদ্দেশ্য হলো ডেমো অনুশীলন করে জ্ঞান অর্জন করা। ফরেক্সে সফলতা অর্জন করা ।
-
বেকার ব্যক্তির ফরেক্সে ট্রেড করার এবং প্রচুর পরিমাণে অর্থোপার্জনের জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ বোনাস ডোলারআর এই ব্যবসায়টি আমাদের দেশে বেকারত্বের অনুপাত হ্রাস করতে সক্ষম করতে পারে, আপনি যদি আপনার জন্য ভাল কাজ খুঁজে না পান তবে চিন্তার দরকার নেই কারণ আপনার প্রতিদিনের কয়েক ঘন্টা ব্যয় করে ফরেক্স ট্রেডিং শিখতে হবে ভিত্তিতে তখন আপনি নিজের ব্যবসায় সহজেই শুরু করতে পারবেন।
-
সকল কাজে একটি লক্ষ থাকে আর ফরেক্স ট্রেড করে ও আমার কিছু লক্ষ আছে এর মধ্যে অন্যতম হল কোন প্রকার কাজ না করে শুধুমাত্র ফরেক্স নিয়ে থাকতে চাই কারন ফরেক্স একটি মুক্ত পেশা এখানে কারো কোন কৈফিয়ত দিতে হয় না। লস হলেও নিজের প্রফিট হলেও নিজের আর চাকরী করতে হলে কত প্রকার কৈফিয়ত দিতে হয় সেটা বলার নেই। তাই আমি চাই এমন একটি পেশা যেখানে কোন প্রকাশ ঝামেলা থাকবে না। শুধুমাত্র নিজের ইচ্ছেমত চলা যাবে। এ জন্য আমি ফরেক্স নিয়ে কাজ করছি মনে হয় খুব শিঘ্রই লক্ষে পৌছাতে পারব।