শুধু লেখলেই বোনাস পাওয়া যাবে না। মানসম্মত পোস্ট অবশ্যই হতে হবে। আর আবুল তাবুল পোস্টের টাইটেল না দেখে লেখাটাও বোকামী। প্রাসঙ্গিক বিষয় ধরে আমাদের মন্তব্যগুলো উপস্থাপন করতে হবে। আর পোস্টগুলো শিক্ষামূলক হলে আরও ভালো হবে।
Printable View
শুধু লেখলেই বোনাস পাওয়া যাবে না। মানসম্মত পোস্ট অবশ্যই হতে হবে। আর আবুল তাবুল পোস্টের টাইটেল না দেখে লেখাটাও বোকামী। প্রাসঙ্গিক বিষয় ধরে আমাদের মন্তব্যগুলো উপস্থাপন করতে হবে। আর পোস্টগুলো শিক্ষামূলক হলে আরও ভালো হবে।
হ্যাঁ আমিও মনে করি যে পোষ্টের তুলনায় বোনাস আমরা কম পাচ্ছি আর এই কম পাওয়ার কারনেই আমার বেশী পোস্ট করে থাকি যার গুনগত মান খুব একটা ভাল নয় । কারণ একজন যদি দিনে ১০ টি পোস্ট করতে চায় তাহলে তার পক্ষে কোন ভাবেই ভাল এনালাইসিসের পোস্ট করা সম্ভব নয় কিন্তু তারপরেও আমরা পোস্ট করছি কারণ গুনগত মানের কম পোস্ট প্রতিদিন করলেও আমাদের ভাল বোনাস পাওয়া সম্ভব নয় । মাঝখানে কিছু সময় যাবত mt5 foram এই সমস্যা চলছিল কিন্তু তারা এই বিষয়ে সোচ্চার হওয়ায় তাদের বোনাস আবার বৃদ্ধি পেয়েছে । আর আসল কথা হল এই ফোরামের কোন একটিভ মোডারেটর না থাকায় এই সমস্যাগুলি আসলে ইন্সতাফরেক্স কোম্পানির কাছে ঠিকভাবে উপস্থাপিত হচ্ছে না । তাই আমার মনে হয় আমাদের সবাইকে এই বিষয়ে সোচ্চার হওয়া উচিত যেন বোনাস সমস্যার পাশাপাশি আমাদের ফোরাম কমিউনিটি কে আরও সক্রিয় করার জন্য যেন মোডারেটর নিয়গ দেয়া হয় ।
প্রিয় ফোরাম সদস্য,
আপনার অবগতির জন্য বলছি যে এই ফোরমে পর্যাপ্ত সংখ্যক মডারেটর রয়েছে এবং তারা সকলেই সক্রিয় রয়েছে। এছাড়াও প্রতিটি পোষ্ট আলাদা করে রেটিং করা হয়। যেহেতু আমরা গুণগত পোষ্টের উপর জোর দিয়েছি তার মানে এই নয় যে আপনাকে শুধূ অ্যনালাইসিস পোষ্ট করতে হবে। আপনার তথ্যবহুল পোষ্ট অন্যকে সাহায্য করার পাশাপাশি নির্দিষ্ট বিষিয় নিয়ে আপনি লেখতে পারেন। এতে আপনার পোস্টের মান আরো বাড়বে বলে মনে করি।
যদিও আমরা কিছু মডারেটর খুঁজছি, যারা আমাদের ফোরাম পরিচালনা করতে সাহায্য করতে চায়। যদি আপনি এই কাজ করতে আগ্রহী হন, আপনি যদি ইংরেজিতে অর্নগল কথা বলতে পারেন, যদি আপনার ফরেক্স ট্রেডিংয়ের অভিজ্ঞতা থাকে তবে মডারেটর বা প্রশাসকের কাছে এখনি একটি অনুরোধ করতে পারেন।
আপনার সমস্যার কথা আমাদের জানাতে সংচোক করবেন না।
ধন্যবাদ
পোস্টের তুলনায় বোনাস কম পাছি কিনা আমি তা সঠিক যানিনা,আমি গত মাসে বেশি পোস্ট করিনি তাই বেশি বোনাস ও পাইনি,এই মাসে ১৫০ টার মতো পোস্ট করার ইচ্ছা আছে,করতে পারলে ভালো বোনাস পাবো,এবং সেই বোনাস দিয়ে ভালো ভাবে ফরেক্স মার্কেট এ ট্রেড করতে পারবো,পোস্ট এর তুলনায় বোনাস কম পাছি কিনা তার সঠিক উওর আমি এখন যানিনা।
আমি বোনাস কম পাই কিনা বেশি পাই তা ঠিক খেয়াল করিনা,আমি প্রত্যেক দিন ৫-২০ টি করে পোস্ট দিয়ে থাকি মাস এ ১৫০-২০০ টি পোস্ট দিয়ে থাকি। এই পোস্ট থেকে যা পাই আমি তাতেই সন্তুষ্টি, কিন্তু আগের তুলনায় এখন বোনাস খুব কম পেয়ে থাকি, তার সঠিক কারণ আমি জানিনা, কিন্তু যা পাই তাতেই ভালো পাই বলে আমি মনে করি।
আসলে পোস্ট করে আমরা যে বোনাস পাই তা সত্যিই অনেক।কারন এখানে শুধু বোনাসই নয় আপনি ফরেক্স সম্পর্কে জ্ঞান পেতে পারেন।তাই নিজেকে দক্ষ ট্রেডার হিসাবে গড়ে তুলতে ফোরাম সাইট টি সত্যিই আদর্শ মাধ্যম।এখানে আমরা পোস্ট করে যা পাই তা অনেক এবং আমি খুশি।
ফরেক্স ফোরামে পোষ্ট করি কিছু বুঝার জন্য।পোষ্ট বোনাস কত দিবে সেটা ইনস্টা ফরেক্স ফোরাম নির্ধারন করবে।তবে আমি যত টুকুু জানি তাতে ইনস্টা ফনেক্স বোনাস বেশি দিয়ে থাকে।ইনস্টা ফরেক্স এর প্রতি আমার অনেক কনফিডেন্স আছে।
ফরেক্স ট্রেডিং এ ফোরাম পোস্টিং হল ফরেক্স শিখার জন্য খুব গুরুত্বপূর্ণ একটি মাধ্যম যেখান থেকে আমরা ফরেক্স ট্রেডিং সম্পর্কে প্রচুর পরিমাণ অভিজ্ঞতা অর্জন করতে পারি। আপনি পোস্ট লেখার সময় যদি পোস্ট এর মান ভাল করে লিখেন এবং আপনার বানান এ ভুল না করেন তাহলে আপনি অবশ্যই ভাল বোনাস পাওয়ার যোগ্য।
ডিয়ার মেম্বার বাংলাদেশ ফরেক্স ফোরামের বহতি আচ্ছা প্লাটফর্মজেসে হাম বহত ইয়া চলে যাওয়ার এক্সপেরিয়েন্স আসল কারতে হেআগার আপ আপনা নলেজের এক্সপিরিয়েন্স করনা চাহতে হেতো আপকো বাংলাদেশ ফরেক্স ফোরাম কো জয়েন করনা চাহিয়েঅল সিংগার মেম্বার কি পোস্ট এনকোরেট করনা চাহিয়েজেছে আপকা নলেজ অর এক্সপেরিয়েন্স বি দারোগারাত বহুৎ আচ্ছা বোন আসবি আসার কার সাকতে হো
আমি ও গত মাসের পোস্টিং বোনাস আমার করা পোস্টের তুলনায় অনেক কম পেয়েছি । আর আমি ও যখন আমার এই বিষয়টি নিয়ে আমার বন্ধুর সাথে কথা আলোচনা করলাম,,, সে তখন আমার এই বিষয়টির উপর আমাকে এটাই বল্লো যে,,, তোমার করা পোস্টগুলির মধ্যে হয়তো বানান ভুল ছিলো,,, তা না হলে তোমার করা পোস্টগুলি অনেক বেশি ছোট হয়ে গেছিলো এবং লেখার ভাষায় মধ্যে কোনো প্রকার মাধুর্য ছিলো না । সে কারনে ব্রোকার তোমাকে তোমার করা পোস্টগুলির তুলনায় অনেক কম বোনাস দিয়েছে । আমি তারপর বুঝতে পারলাম যে,,, ভুল হয়তো আমারি ছিলো,,, সে জন্য আমি আমার নেজ্য প্রাপ্য পায়নি । তাই এখন আমাদের উচিত পোস্ট করার সময় সঠিকভাবে বানান ভুল না করে এবং সর্বনিম্ন ৮ লাইনের পোস্ট লেখা ।