-
বেশি সময় ধরে তখন ই ট্রেড করা যায় যখন কিনা আপনার ট্রেড টা লাভে চলে। আবার অনেক সময় মানুষ লস কাটিয়ে উঠতেও বেশি সময় ধরে ট্রেড চালিয়ে যায়। যে প্রাইজে ট্রেড ওপেন করছে সেই প্রাইজ থেকে মার্কেট নিচে নেমে গেছে তখন অনেকে লং টাইম ট্রেড চালিয়ে যায় যদি মার্কেট আবার মুভ করে উপরের দিকে যায় আর লস কাটিয়ে লাভ করা যায় কিছুটা এই জন্য । তবে এটা বেশ রিস্কি একটা কাজ কারন মার্কেট উপরের দিকে না গিয়ে আরো নিজের দিকেও যেতে পারে আর এতে করে আরো বেশি পরিমান লস হবে
-
আপনি সর্বদা আপনার নিজের ট্রেডিং জার্নালের সাথে ট্রেডিং জার্নাল বিভাগে যোগ দেবেন এমন সময়টি আমি সর্বদা সন্ধান করেছি। আমি খুশি যে আপনি অবশেষে যোগদান করেছেন। আমি নিশ্চিত যে আপনি ব্যবসায়ের একটি ভাল হাত এবং আমি আপনার কাছ থেকে কিছু কৌশল এবং শৈলী "চুরি" আশা করি। হ্যাঁ অডিএসড অনুসারে, দৈনিক উল্টো দিকে একটি সংকেত দেখিয়ে দিচ্ছে, তবে স্বল্প সময়ের ফ্রেমে বিক্রির সুযোগ দেখা দেওয়ার কারণে কেউ এখনও কয়েকটি পিপ বেছে নিতে পারেন। আমি বর্তমানে ইউরসে বিক্রয়ের সুযোগ খুঁজছি।
-
ফরেক্সের মুল মন্ত্র হলো লোভ করা যাবে না। মার্কেটের সামনে থাকলে ট্রেড করতে ইচ্ছা করবে এটাই স্বাভাবিক। কিন্তু এটাও তো ভাবতে হবে যে আপনি যে ট্রেড টা নিবেন তা কি আসলেই আপনার জন্য লাভ নিয়ে আসবে নাকি লসের কারন হয়ে দাঁড়াবে ? একবার ও কি ভাবছেন এনালাইজ ছাড়া ট্রেড করাটা কতটা ঝুকির হবে ? বেশি ট্রেড করলে বেশি লস ও হয়ে থাকে এটাই ফরেক্সের সত্য কথা
-
ফরেক্স মার্কেটে বেশি সময় দিলে বেশি ট্রেড করতে ইচ্ছা করে এ কথাটার সাথে আমি সম্পূর্ণ একমত হতে পারলাম না। কারণ আমি নিজে ফরেক্স মার্কেটে মোটামুটি অনেক বেশি সময় দিয়ে থাকি কিন্তু আমি সর্বদাই লিমিটের ভিতর থেকে ট্রেড ওপেন করার চেষ্টা করি এবং করে থাকি। কেননা আমি খুব ভাল করেই জানি যে অনেক বেশি ট্রেড ওপেন করলেই অনেক বেশি লাভবান হওয়া যায় না বরং লসের সম্ভাবনাটাও বেশি থাকে। তবে হয়তো এই কথাটা কিছু কিছু ট্রেডার এর জন্য সত্য হলেও হতে পারে। তাই তাদেরকে উদ্দেশ্য করে বলবো মার্কেটে অনেক বেশি সময় দেয়ার পাশাপাশি নিজের ইচ্ছা খুশিমতো অনেক বেশি ট্রেড ওপেন করা থেকে বিরত থাকুনএবং নতুন করে কোন ট্রেড ওপেন করার পূর্বে অবশ্যই খুব ভালোভাবে মার্কেট এনালাইসিস করে ট্রেড ওপেন করুন। তবেই ফরেক্স মার্কেট থেকে খুব ভালো আয় করতে পারবেন অন্যথায় অতিরিক্ত লসকরে ফরেক্স থেকে সরে যেতে বাধ্য হবেন।
-
ফরেক্স মার্কেট এ যত সময় দিবেন ততই ট্রেড করতে মন চাইবে। ট্রেড করার পর চার্টের সামনে না থাকাই ভালো। আবার *যারা স্কাপিং করেন তারা সবসময়ই চার্টের সামনে বসে থাকেন। আসলে এটা আর খারাপ। কেননা চার্টের সামনে থাকলে লস হলে ও আমােদের ট্রেড কাটতে মন চায় না। কিন্তু আমাদের একটু লাভ দেখলেই আমরা ট্রেড ক্লোজ করতে চাই।
-
ফরেক্স ট্রেডিং মার্কেটের বিশ্বে, কোনও ব্যবসায়ী সাউন্ড এবং ভাল সুষম ট্রেডিং মনোবিজ্ঞান ছাড়া এটিতে সফল হতে পারে না যা আত্মবিশ্বাসের ভিত্তি। একজন বৈদেশিক মুদ্রার ব্যবসায়ীকে প্রথমে নিজের উপর বিশ্বাস রাখতে হবে যে তার মানসিক ব্যবসায়ের সতর্কতা সঠিক ব্যবসায়ের দিকে পরিচালিত হওয়ার জন্য সে সফল হতে পারে। সুতরাং, সমস্ত নতুন ফরেক্স ব্যবসায়ীদের সেরা ট্রেডিং ফলাফলের জন্য মনোবিজ্ঞানের দিকটিতে তারা সুসজ্জিত রয়েছে তা নিশ্চিত করা উচিত।
-
আমরা অনেক দিন ধরে এর মধ্যে ট্রেডিং করে হাসানের কাছ থেকে প্রচুর মুনাফা করতে পারি এবং তা সফল হয় । জ্ঞানের কারণে এটা করুন যে আমরা সহজেই এর থেকে লাভবান হতে পারি
-
ফরেক্স বিশ্বে দুর্দান্ত ব্যবসা, কারণ এত লোক এই ব্যবসার উপর নির্ভরশীল, কিছু লোক এই ব্যবসায়টি পেশাদারভাবে করছেন এবং ভাল আয় করছেন। ফরেক্স আধুনিক এবং প্রযুক্তিগত ব্যবসা, যাতে লোকেরা অনলাইনে অর্থ উপার্জন করতে পারে এবং অন্য কোনও জায়গায় যাওয়ার দরকার নেই। ফরেক্স অন্যান্য ব্যবসার চেয়ে আলাদা এবং এটি ব্যবসায়ীর দক্ষতার উপর নির্ভর করে যে কোনও পরিমাণ মুনাফা দিতে পারে।
-
মানুষ যত দেখবে মনের অজান্তেই ভেতরে ভেতরে একটা লোভ চলে আসে যে আরেক টা ট্রেড নিয়ে নেই তাহলে আরো কিছুটা প্রফিট আসবে। মার্কেট সব সময় মুভ করতেই থাকে তাই আসলে আমাদের মধ্যে এমন ভাবনা চলে আসে। কিন্তু মার্কেত সব সময় মুভ করা মানেই সব সময় ট্রেড নেওয়ার জন্য উপযুক্ত সময় না
-
এটা সত্য যে ফরেক্সে যতক্ষন সময় দেওয়া যাবে ততক্ষন ই ট্রেড করতে ইচ্ছা করবে। মার্কেটের মুভ মেন্ট এর ফায়দা নিতে মন চাইবে সব সময় । এটা কে কন্ট্রোল করতে না পারলে নিজেদের ই বিপদে পড়তে হবে। আমি এর জন্য ই যখন ডেমো করি করি তারপর বের হয়ে যাই প্ল্যাট ফর্ম থেকে