-
আমি ফরেক্স মার্কেটে নতুন। আমি 27 শে অক্টোবর ফরেক্স মার্কেটে যোগদান করেছি। আমি প্রথম ডিসেম্বর মাসে ফরেক্স মার্কেটে ট্রেডিং শুরু করি। প্রথম ক্ষেত্রে আমি ভাল লাভ করতে পারি এবং তারপরে সেই লাভিত অর্থের সাথে আমার জমা অর্থের পরিমাণ কিছুটা কম হয়ে যায় x সুতরাং, আমি স্থির করেছি যে, এই ফরেক্স বাজার সম্পর্কে একটি ভাল অভিজ্ঞতা অর্জনের পরে, আমি বাণিজ্য খুলব এবং ভবিষ্যতে আমি এই ফরেক্স মার্কেট থেকে ভাল লাভ অর্জন
-
-
আমি ফরেক্স মার্কেটে কাজ করি ২০১৮ সাল থেকে ঐ বছর আমি নতুন হওয়া সত্তেও আমার মোটামুটি ভালোই প্রফিট হয়েছিলো। তবে ২০১৯ সালে আবার আমি অনেক লস করে ফেলি মুলত আমার ভিতর একটু বেশি প্রফিট করার প্রবনতা কাজ করেছিল। আমি অনেক বেশি রিস্ক নিয়ে ফেলেছিলাম মুলত ওভার লটে ট্রেড করা সেই সাথে স্টপ লস ব্যাবহার না করে ট্রেডে ঝুলে থাকার কারনেই বেশি লস করেছিলাম। তবে এখন আর এমনটা করার চেষ্টা করছিনা কারন লস খাওয়ার কারনে এখন অনেক কিছুই ভালো করে শিক্ষা হয়েছে।
-
জানি আমার লোভের কারনে আমি অনেক লস করেছি।আসলেই আমি নতুন তার জন্য কখনো বুজিনি যে মার্কেট এর আচরণ কেমন করে।তার জন্য মূলত আমার লস।আমি যখন ডেমো একাউন্ট অনুশীলন করছিলাম তখন মার্কেটের আচরণ এমন মনে হয়নি যার জন্য সাহস করে অনেক আমি গুলো ট্র্বড অপেন করি।আর তার বিনিময়ে শুধু লস ই করলাম।অবশ্যই শুধু যে আমার লোভ ছিলো না নয় কোরোনা ভাইরাসের সংক্রমণ কারনে মার্কেট অতিরিক্ত ডাউন হয় যার খেশারত দিতে হয় আমার ব্যালেন্স জিরো দিয়ে।আর আমার মানিম্যানেজমেন্ট কম ছিলো না ৮০০ মানিম্যানেজমেন্ট ছিলো।কিন্তু একধাক্কায় আমার ব্যালেন্স জিরো।তার পর ভালো একটা ধাক্কা খেয়েছি।
-
২০১৯ সালে আমার একবার লস হয়েছিল। ২০১৯ সালে ফরেক্স এ আমার একাউন্ট এ লস হওয়ার কারন হল আমি সাপোর্ট ও রেসিসট্যান্ট ভাল মত ফলো না করে সঠিক ড্র না করেই আমি ট্রেড করেছিলাম। ঠিক ঐ সময়তে আমার বাসায় ওয়াইফাই চলে যায়। আমি সঠিক বুঝতে পারি নি যে মার্কেট অনেকটা গতিকে উল্টোদিকে হিট করবে। আমি দিয়েছিলাম বায় এ কিন্তু তা সেল এ হিট করে আমার অনেক লস হয়ে যায়। আর সেই লসটাকে উঠাতে আমার প্রায় ২ মাস লেগে গিয়েছিল।
-
২০১৯ সালে আমার একাউন্টটি ওপেন করেনি। আমি একাউন্টটি ওপেন করি ২০২০ সালে। বিগত এক বছরের যদি আমার একাউন্টি প্রফিট অ্যান্ড লস হিসাব করি তাহলে দেখতে পাব আমি একজন নতুন ট্রেডার হিসেবে তুলনামূলক ভাল প্রফিট করতে পেরেছি আমার প্রশিক্ষণ বা শিক্ষানবিশি অবস্থায়। আর এ সকল লসের পেছনে মূল কারণ ছিল অতিরিক্ত লোভের কারণে বড় লটে ট্রেড করা। আশা করি আমি যখন অভিজ্ঞতা যোগ্যতাসম্পন্ন ট্রেডার হতে পারব তখন প্রফিট এর তুলনায় লস অনেকটাই কম হবে।