-
ফরেক্স মার্কেটে লং ট্রেড এবং শর্ট ট্রেড উভয় ট্রেডিং কৌশলই ভালো বলে আমি মনে করি । কারণ আপনার অ্যাকাউন্ট এ যদি মুল্ধন কম থাকে তাহলে আপনার ক্ষেত্রে শর্ট টার্ম ট্রেডিং কৌশল উপযোগী । তবে যদি আপনার ট্রেডিং অ্যাকাউন্ট এ মূলধন বেশি থাকে তাহলে আপনি লং টার্ম ট্রেডিং কৌশল ব্যাবহার করতে পারেন । আসলে লং টার্ম ট্রেডিং কৌশলে শর্ট টার্ম ট্রেডিং কৌশলের চেয়ে ঝুঁকি অনেক কম থাকে ।
-
হ্যাঁ, আমাদের অবশ্যই আমাদের ব্যবসায়ের উপায়কে সম্মান করতে হবে। এমন অনেক লোক আছেন যারা অজ্ঞতার সাথে বাণিজ্য করেন এবং এর ফলে তাদের মূলধনের এত ক্ষতি হয়, তাই এগুলি দিয়ে তারা ভাবেন যে বৈদেশিক মুদ্রার পরিমাণ ভাল নয় এবং তারা সমালোচনা শুরু করে। এজন্য বিনিয়োগের আগে আমাদের অবশ্যই শিখতে হবে এবং আবেগের সাথে বাণিজ্য করা উচিত নয়, আমাদের অবশ্যই আমাদের উপার্জনের পদ্ধতিটি সন্তুষ্ট করতে দেওয়া হোক, ছোট হোক বা বড়।
-
লং ট্রেড হল বেশি সময় ধরে অর্থাৎ বেশি সময় ধরে ট্রেড করা আর শট ট্রেড হল অল্প সময় ধরে ট্রেড করা। ফরেক্স এ ট্রেড করার সম্পূর্ণ মার্কেট এনালাইসিস এর উপর নির্ভর করে। মার্কেট এনালাইসিস করে কে শট ট্রিড করবে কিংবা কে লং ট্রেড করবে সেটা তার নিজস্ব ব্যাপার।তাই আপনি যতদিন পর্যন্ত নিজেকে একজন দক্ষ ও অভিজ্ঞ রেডারহিসেবে গড়ে তুলতে না পারছেন ততদিন পর্যন্ত আপনার জন্য লং টাইম ট্রেডিং করায় উপযুক্ত হবে।
-
আমি অধিকাংশ সময় লংটাইম ফ্রেমে ট্রেড করে থাকি এতে করে আমার মার্কেটে অনেকটাই ঝুঁকি কম থাকে আমার মতে নতুন ট্রেডারদের জন্য অবশ্যই লংটাইম পেনেট্রেট করা খুবই গুরুত্বপূর্ণ কারণ টাইমফ্রেমে ট্রেড করলে অনেক সময় মার্কেট প্রতিকূলে চলে গেলে অনেক ধরনের ক্ষতি হতে পারে এমনকি তার মানসিক ভারসাম্য নষ্ট হলে সে আরো বড় ধরনের লঞ্চের সম্মুখিন হতে পারে তাই আমি মনে করি অবশ্যই একজন ট্রেডারের নতুন অবস্থায় লং টাইম ফ্রেম এডিট করা উচিত এতে করে ট্রেডিং দক্ষতা বৃদ্ধি পাবে সাথে সাথে ধৈর্যশীল হবে এবং পরবর্তীতে মার্কেট অনুকূলে আসলে লাভ করার সম্ভাবনা থাকবে তবে এর জন্য অবশ্যই একটি ভালো ব্যালেন্স প্রয়োজন