Originally Posted by 
alamsat
				
			 
			সঠিক কথা যদি একজন ট্রেডার প্রফিট করার চেয়ে লস ঠেকাতে পারে তাহলে সে সফল ট্রেডার। অনেক ট্রেডার আছে যারা অনেক প্রফিট করতে পারে কিন্তু সেটাকে ধরে রাখতে পারে না। সারামাস তিল তিল করে কষ্ট করে অনেক প্রফিট করল কিন্তু একটি মাত্র ভুলের কারনে সেই সব প্রফিট লসে পরিনত হয়। তাহলে সারামাসের পরিশ্রম বৃথায় পরিনত হল আর প্রায় সবার ক্ষেত্রে এমনটিই হয়ে থাকে। তাই কিছু প্রফিট করতে পারলে সেটাকে উত্তোলন করে রাখতে হয় যেন লস হলেও কিছুটা নিজের হাতে তাকে। সব শেষে বলতে চাই সফল ট্রেডার উনি যিনি মাস শেষে কিছুটা হলেও প্রফিটে থাকে।