-
ফরেক্স মার্কেট খুবই রিস্কি একটা মার্কেট। এখানে লাভের থেকে লসের পরিমাণ অনেক বেশি। ফরেক্স মার্কেটে এ লসের সব থেকে বড় কারণ আমার মনে হয় লোভ।এই লোভই ফরেক্স ট্রেডারদের সফল হতে দেয় না।ফরেক্স মার্কেট এ অনেকেই শুরু করে অন্য দের প্রফিট অর্জন করতে দেখে।কিন্তু সে এটা দেখে না যে প্রফিট করছে সে কতদিন ধরে ফরেক্স করছে।শুধু এটা বিবেচনা করে যে অমক ভাই আজ ফরেক্স থেকে ১০০ ডলার প্রফিট করছে। এই লোভ নিয়ে যারা ফরেক্সে এ আসে তারা সফল হতে পারবে না। ফরেক্স এ সফল হওয়া কঠিন কিছু না। আপনার একটু চেষ্টায় আপনাকে ফরেক্স এ সফল করে তুলবে।এজন্য আগে লোভ বাদ দিয়ে ফরেক্স শিখতে হবে।এছাড়া অনভিজ্ঞতা ফরেক্স এ লসের আর একটা কারণ। আপনি ডেমোতে ট্রেডিং না শিখে যদি ফরেক্স এ ট্রেড করতে চান তাহলে কিভাবে হবে আপনি তো জানেন ই না যে কখন ট্রেড করা উচিত কখন উচিত নয়।আপনি যদি নিউজ ফলো না করেন ট্রেড আন্দাজে কি করবেন আর তারই বা ভবিষ্যত কেমন হবে আপনার একাউন্ট যেকোন সময় জিরো হয়ে যেতে পারে। তাই আগে ডেমোতে নিয়মিত ট্রেডিং প্র্যাক্টিস করে নিজেকে দক্ষ হিসাবে গড়ে তুলতে হবে। নিয়ম মেনে ট্রেড করতে হবে না হলে আপনার লস হবে।ফরেক্স সহজ ব্যবসা লাভ করাপ কঠিন কিছু না তবে সর্বপ্রথম আমাদের ফরেক্স শিখে নিজেকে ফরেক্স ট্রেড করার যোগ্য ও দক্ষ হিসাবে গড়ে তুলতে হবে তাহলেই ভবিষ্যৎ আমরা ফরেক্স এ সফল হতে পারব।
-
ফরেক্স একটি অনলাইন বিজিনেস,বেশিরভাগ ট্রেডার এই বিজিনেস এ লস করে থাকে,ফরেক্স,লস এর অনেক কারন আছে,তারভিতর কিছু কারণ হলো,ম্যানি ম্যানেজমেন্ট ঠিক না রেখে ট্রেড করা,স্টপ লস ব্যবহার না করা,মার্কেট ট্রেন্ড এর বিপরীতে ট্রেড করা,এই গুলোর কারনে একজন ফরেক্স ট্রেডার লস করে থাকে।
-
ফরেক্স মার্কেটে বার বার লচের কারণ হলো ভালো দক্ষতা ও অভিজ্ঞতার অভাবে । তার কারন হলো আমরা যারা নতুন ট্রেডার তারা কয়েকদিন ফরেক্স মার্কেট খুব ঘাটাঘাটি করে এবং কিছুদিন ডেমো ট্রেডিং প্রাকটিস করে একটু লাভ করা শিখে ফেল্লেই মনে করি যে এখনই সময় রিয়েল মার্কেটে ট্রেড করার উত্তম সময় । ঠিক তেমনটাই করি এবং তার ফলাফল স্বরূপ আমরা পেয়ে থাকি বার বার লচ । তাই আমাদের উচিত ফরেক্স মার্কেট সম্পর্কে ভালো অভিজ্ঞতা অর্জন করে তারপর ট্রেড ওপেন করা এবং লোভকে কন্ট্রোল রেখে অল্প প্রফিট নিয়ে ট্রেড ক্লোজ করে সন্তুষ্টি থাকা,,,,, ধন্যবাদ ।
-
ফরেক্সে লসের বেশ কয়েকটি কারণ রয়েছে। এগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ কারণগুলো হলো
ক. অতিরিক্ত আত্মবিশ্বাস বা ওভারকনফিডেন্স(Overconfid ence): অনেক সময় ট্রেডিং এর আগে আমরা ভালোভাবে মার্কেট এনালাইসিস না করেই নিজের ধারণার ওপরই ট্রেডিং করে থাকে যা মূলত ফরেক্সে লস করার অন্যতম কারণ। তাই কখনো ওভার কনফিডেন্স হয়ে ট্রেডিং করা যাবে না।
খ. মাত্রাতিরিক্ত ট্রেডিং বা ওভারট্রেডিং (Over trading): ফরেক্স মার্কেটে লসের আরেকটি কারণ হলো ট্রেডিং করা। আমাদের মধ্যে অনেক ট্রেডার নিয়ম অনুযায়ী মানি ম্যানেজমেন্ট অনুসরণ না করে ওভার ট্রেডিং করে থাকেন ফলাফলে তিনি লস করে বসেন।
গ. অতিরিক্ত লিভারেজ বা ওভার লিভারেজিং (over leveraging): মূলধন অনুযায়ী আমাদের নির্দিষ্ট লিভারেজে ট্রেডিং করা উচিত। কিন্তু আমরা অধিক লাভের আশায় অতিরিক্ত লিভারেজ নিয়ে ট্রেডিং করে থাকি।
ঘ. স্টপ লস গ্রাহ্য না করা বা ওভাররাইডিং স্টপ লস (Over riding stop loss): অনেক সময় আমরা ট্রেডিং এ স্টপ লস বা টেক প্রফিট ব্যবহার করিনা এবং কখনো কখনো স্টপ লস ব্যবহার করলেও মার্কেট লসে আসলেও অতিরিক্ত stop-loss ব্যবহার করে থাকি। অর্থাৎ ট্রেডিংয়ে অতিরিক্ত ঝুঁকি নিয়ে থাকি।
ঙ. সামান্য অভিজ্ঞতা কে অনেক বড় মনে করা বা ওভার এক্সপোজার (Over exposure) : সামান্য 2-3 মাসের ট্রেডিং অভিজ্ঞতা থাকলেই আমরা নিজেকে অনেক বড় মানের ট্রেডার মনে করতে থাকি। যা আমাদের ফরেক্স মার্কেটের লসের অন্যতম কারণ হতে পারে।
-
আমি মনে করি ফরেক্সে একমাত্র লসের কারন হলো এখানে আমাদের অদক্ষতা ও অন অবিজ্ঞতার। কেননা এখানে আমরা প্রথম অবস্থায় ভালো করে না বুঝেই রিয়েল ট্রেডিং শুরু করি পাশাপাশি অল্প সময়ে বেশি লাভের আশায় লোভ করে ট্রেড করি যার ফলশ্রুতিতে আমরা লসের সম্মুখীন হই। তাই কেন আমরা ফরেক্স করতে এসে এর নিয়মগুলি মানি না এর মুল কারন হল বেশি প্রফিটের আশায় বেশি লেভারেজ নিয়ে বড় লট ব্যবহার করা। ফলে আমরা বার বার লস করে একাউন্ট শুন্য করে ফেলি তাই আর নয় নিয়মের বাইরে ট্রেড আমরা সকলে ফরেক্স থেকে আয় করতে চাই সেটা নিয়ম মেনেই।
-
ফরেক্স মার্কেটে যেমন লাভ যায় তেমনি লসও হতে পারে। ফরেক্স মার্কেটে লস এর অনেকগুলো কারণ আছে। যথা;
১. উপযুক্ত প্রশিক্ষণ না নিয়ে অদক্ষ অবস্থায় রিয়েল ট্রেড করা।
২. অতিরিক্ত লোভ করা।
৩. বেশি ঝুঁকি নিয়ে ট্রেড করা।
৪.ট্রেডিং এর নিয়ম না মেনে ট্রেড করা।
৫. এনালাইসিস সঠিক না হওয়া।
৬. অন্যের সিগনালের ওপর নির্ভরশীল হওয়া।
৭. ধৈর্যের অভাব।
৮. মার্কেট অনুকূলে থাকুক আর না থাকুক প্রতিদিন ট্রেড করার জন্য এক্সাইটেড হয়ে যাওয়া ইত্যাদি লসের অন্যতম কারণ।
-
ঠিকভাবে এনালাইসিস না করা আর ভুল সময়ে এন্ট্রি নেওয়াই ফরেক্সে লসের কারন।
-
ফরেক্স লসের মূল কারন হচ্ছে আমাদের মধ্যে অতিরিক্ত লোভ কাজ করে এবং ফরেক্স সম্পর্কে না শিখে ইনভেষ্ট করে থাকি। তাই আপনি যদি ফরেক্স করতে চান তাহলে আপনাকে অবশ্যই ফরেক্স মার্কেটে সময় দিয়ে ফরেক্স শিখতে হবে। আপনি যত বেশি শিখবেন, আপনার লস হওয়ার সম্ভাবনা কম থাকবে।
-
ফরেক্স লসের মূল কারন হচ্ছে আমাদের মধ্যে অতিরিক্ত লোভ কাজ করে এবং ফরেক্স সম্পর্কে না শিখে ইনভেষ্ট করে থাকি। তাই আপনি যদি ফরেক্স করতে চান তাহলে আপনাকে অবশ্যই ফরেক্স মার্কেটে সময় দিয়ে ফরেক্স শিখতে হবে। আপনি যত বেশি শিখবেন, আপনার লস হওয়ার সম্ভাবনা কম থাকবে।
-
প্রিয় ভাই আপনি ঠিক বলেছেন ফরেক্স ট্রেডিং লোকস এর পিছনে ব্যাখ্যাটি হ'ল ফরেক্স এক্সচেঞ্জিং ব্যবসায় সম্পর্কে বোঝা বাছাই করা নয়। বৈদেশিক মুদ্রার বিনিময় ব্যবসা শুরু করার আগে আমাদের একটি দীর্ঘ সময় বিনিময় বোঝা উচিত। ফরেক্স এক্সচেঞ্জের সাথে জড়িত না হয়ে ব্যবসা শুরু করা অবশ্যই অযোগ্য নয়। ব্যবসায়িক অভিজ্ঞতায় দুর্ভাগ্যের পিছনে অন্যতম প্রধান লক্ষ্য ফরেক্স এক্সচেঞ্জিং।