-
নিউজ প্রকাশ হবার পর ট্রেড করলে লস খাবার সুযোগ খুব কম থাকে তবে আমরা যদি আগে থেকে ধারণা করে ট্রেড করি সে ক্ষেত্রে লাভ অনেক বেশী করা যায় তার সাথে লস হবার চান্স ও বেশী থাকে। সুতরাং ট্রেড করার আগে আমাদের চিন্তা করে বুঝে তার পর ট্রেড করতে হবে। লাভ লস এ দুটোকে মেনে নিয়েই সামনে আগাতে হবে।
-
ফরেক্স মার্কেটে সবসময় নিউজ রিলিজ হওয়ার পরে ট্রেড ওপেন করা উত্তম কাজ । তাহলে আমরা কোন ট্রেন্ডে ট্রেড ওপেন করবো সেটা ক্যান্ডেল স্টিক দেখে নির্বাচন করতে পারবো । কোন ইকোনমিক নিউজ প্রকাশিত হওয়ার পর সেটির প্রভাব মার্কেটে পজেটিভ ইফেক্ট ফেলবে নাকি নেগেটিভ ইফেক্ট ফেলবে তা নিউজ এর মান থেকেই বোঝা যায়। প্রতিটা ইকনোমিক্যাল নিউজেই দুটি ডাটা বা মান থাকে। একটি হলো ফোরকাস্ট অপরটি হলো একচুয়াল মান। ফোরকাস্ট মানটি অর্থনীতিবিদরা আগে থেকেই নির্ধারণ করে রাখেন এবং নিউজ প্রকাশিত হওয়ার পর প্রকৃত বা একচুয়াল মান পাওয়া যায়।যদি ফোরকাস্ট ভ্যালু থেকে একচুয়াল ভ্যালু কম হয় তাহলে তা মার্কেটে নেগেটিভ প্রভাব ফেলে অপরদিকে ফোরকাস্ট ভ্যালু থেকে একচুয়াল ভ্যালু বেশি হলে তা মার্কেটে পজিটিভ প্রভাব ফেলে।
-
অবশ্যই নিউজ প্রকাশিত হবার বেশ অনেকটা সময় পরে মার্কেটে এন্ট্রি নিতে হবে কারণ মার্কেট নিউজ প্রকাশিত হবার অনেক সময় পরে মার্কেটের মুভমেন্ট বোঝা যায় এর জন্য অবশ্যই মার্কেট ভালোভাবে এনালাইসিস করা জানতে হবে নয়তো মার্কেটে টিকে থাকা অসম্ভব নিউজ পরবর্তী সময়ে কারেন্সিগুলো খুব বেশি আপ-ডাউন করতে থাকে এসময় যদি পজিটিভলি ট্রেড করা যায় তবে ভালো ফলাফল আশা করা যায়