আমি যখন প্রথমে ফরেক্স মার্কেটে ট্রেড শুরু করি তখন কি করতে হবে বুঝতাম না কিন্তু প্রথম দিন আমি ফরেক্স ট্রেডিং করে ৫ ডলার লাভ করছিলাম।কিন্তু এই আনন্দ আমার বেশি দিন ছিলো না।কিছু দিনের ভিতর আমার প্রায় ৪৪ ডলার লস হলো কিন্তু আমি আমার রানিং ট্রেড গুলো ক্লজ করিনি।প্রায় ১ মাস পর আমার রানিং ট্রেড গুলো লাভে আসলো এবং একদিনে আমি ১৬ ডলার লাভ করি।তাই কিছু দিন পর আমার নিজের ভুলের কারনে আমি আবার ১২ ডলার লস করি কিন্তু এখন আমার প্রফিট আছে।আমার ভাল লাগে তখন যখন দেখি আমি ট্রেড করে সফল হয়েছি।