-
আমার কাছে মনে হয় বেশী ভাগ মানুষ ফোরাম এ পোস্ট করে মাশ শেষে ডলার এর জন্য। তবে আমরা যদি সবাই মিলে ট্রেডিং করি আমি মনে করি সবার জ্ঞান এক সাথে করলে আমরা কেউই লস এর মুখ দেখবো না। সবাই একসাথে পোস্ট করে কি করা বা কি কলে ভালো হবে তা আলোচনা করি তাহলে অনেক উন্নতি করতে পারবো আমারা ফরেক্স মার্কেট এ ।
-
আমরা প্রতিদিন ফোরামে বোনাস পাবার আশায় পোষ্ট করি। খুব কম সংখ্যা লোক আছে যারা কিছু শেখার জন্য ফোরামের পোষ্ট গুলো ফলো করে।তবে আমি ফোমার থেকে অনেক কিছু শিখেছি।যা আমাকে ফরেক্স ট্রড করতে সাহায্য করছে।আমি উপকৃত হয়েছি যা আমাকে ফরেক্স মার্কেট এ দ্বার করতে সাহায্য করবে।
-
ফরেক্স বাংলা ফোরামে প্রতিদিন নানা ধরনের বিষয় আলোচনা হয়ে থাকে। এই আলোচনার মাধ্যমে ফরেক্সের অনেক কিছু জানা সম্ভব। এর ফলে ফরেক্সে খুব সহজেই কাজ করা যায় এবং এই বাংলা ফোরামের অর্জিত বোনাস আমরা ফরেক্সে কাজে লাগিয়ে অর্থ উপার্জন করতে পারি।
-
আসলে ভাই সত্যিকথা বলতে আমরা প্রতি দিন ফোরাম পোষ্ট করি বোনাসের আশায় । আমাদের অনেকেই ফরেক্স ট্রেডিং করার ইচ্ছে আছে কিন্তু বিনিয়োগ করার সামর্থ্য নাই । সেজন্য আমরা ফোরাম পোষ্ট করে কিছু ডলার জোগাড় করি সেগুলো দিয়ে রিয়েল ট্রেড করার জন্য । এটা আসলে আমাদের জন্য অনেক বড় সুবিধা যে বোনাস দিয়ে আমরা রিয়েল অ্যাকাউন্টে ট্রেড করতে পারি , তাই আমাদের উচিত একটু মানসম্মত পোষ্ট করা যেন কোন নতুন ট্রেডার আমাদের পোস্টগুলো পরে কিছু শিখতে পারে ।
-
আমি আপনার কথার সাথে একমত হতে পারলামনা।কারণ আপনি বলেছেন আপনি বোনাসের আশায় কোন পোষ্ট করেন না। তাহলে আপনি ফরেক্স এর এডমিনের দাযিত্বে কাজ করেন? যদি এডমিন হয়ে থাকেন তাহলে ঠিক আছে।
-
এখানে তারাই সফল হয়, যারা আগে লস করে পুজি হারিয়ে ভালো, দক্ষ ট্রেড্রার হয়ে উঠেছিলো। এখন পুজির অভাবে ভালো কিছু করে দেখাতে পারছেন না। তাই তারা ভালো কিছু আয়ের আশায় ভালো লেখা লেখি করে ট্রেড করার জন্য ভালো বনাস পেয়ে থাকে আর ভালো ট্রেড্রার পরিচালনা করে ভালো প্রফিট উত্তলন করে থাকেন।
-
অনেকেই আছে যারা শুধু মাত্র ফোরাম থেকে বোনাসের আশায় পোষ্ট করে কিন্তু আমি ফোরামে নতুন আজ যুক্ত হয়েছি কারন আমি শুনেছি ফোরামের মাধ্যমে অনেক সিনিয়র ভায়েরা তাদের অভিজ্ঞতা গুলো সিয়ার করে এবং নতুনদের কি করা উচিত তার একটা দিক-নির্দেশনা দিয়ে থাকে।তাই আমি ফোরামে যুক্ত হয়েছি কারনঃ
১। ভাল ভাবে ফরেক্স সম্পর্কে জানা।
২। ফোরাম থেকে পোষ্টিং বোনাস পেয়ে ইন্সতাফরেক্স এ ব্যাবসা করা।
এই জন্য আমি ফোরামে নিয়মিত পোষ্ট করি।
-
ফরেক্স ফোরাম এ পোস্ট করি আমরা ভাল প্রফিট এবং বোনাস অর্জন করার জন্য। যার ফলে আমরা ইন্সটাফরেক্সে রিয়েল অ্যাকাউন্টে ট্রেড করতে পারি এর জন্য নগদ অর্থ প্রদান এর প্রয়োজন হয় না।
-
প্রতিদিন আমরা ফোরামে বোনাস পাওয়ার আশায় পোস্ট করি যা দিয়ে আমরা রিয়েল ট্রেড করতে পারি । এছাড়া ফরেক্স এ অনেক অভিজ্ঞ ট্রেডার এর পোস্ট দেখতে পাই যা থেকে ফরেক্স সম্পর্কে অনেক জ্ঞান লাভ করতে পারি এবং ভালভাবে শিখতে পারি যেটা আমাদের ফরেক্স মার্কেটে ট্রেড করার ক্ষেত্রে দক্ষ করে তোলে ।
-
সত্যি কথা বলতে এখানে সবাই বোনাস পাবার আশায় পোস্ট করে থাকে। খুব কম লোকই আছে যাদের জানার বা কাউ কে সাহায্য করার জন্য পোস্ট করে থাকে। কেউই সঠিক নিয়মটা বলে দেয় না। সবাই বলে র্ধয্য ধরতে বা নিজে নিজে করে শিকতে কিন্তু মজার বিষয় হচ্ছে তা করার অনেক ট্রিক্স আছে। আসা করি আস্তে আস্তে সব তুলে ধরতে পারবো।