স্কাল্পিং করার সময় অনেক ট্রেড ১-৫ মিনিটে ক্লজ করে দিতে হয় । তাই এই সময় স্টপলস কমই ব্যবহার করি । তবে লংট্রেড করার সময় অবশ্যই দুটোই বসিয়ে দিই। আমার মনে হয় আমাদের স্টপলস ও টেকপ্রফিট ব্যবহার করা উচিত। তাতে আমাদের এ্যাকাউন্ট সেভ থাকবে।
স্কাল্পিং করার সময় অনেক ট্রেড ১-৫ মিনিটে ক্লজ করে দিতে হয় । তাই এই সময় স্টপলস কমই ব্যবহার করি । তবে লংট্রেড করার সময় অবশ্যই দুটোই বসিয়ে দিই। আমার মনে হয় আমাদের স্টপলস ও টেকপ্রফিট ব্যবহার করা উচিত। তাতে আমাদের এ্যাকাউন্ট সেভ থাকবে।
আপনাাে অনেক অনেক ধন্যবাদ জানাই এতো সুন্দর একটা পরামর্শ দেওয়ার জন্য । আমি কখনো ট্রেড ওপেন করার সময় স্টপ লচ ও টেক প্রফিট ব্যবহার করি না বা কোনো পদ্ধতি অবলম্বন করি না বলে আমি বার বার লচের সম্মুখীন হয়ে থাকি । কিন্তু আমি যদি আপনার পরামর্শ অনুযায়ী ট্রিলিং স্টপ ১০ এ সেট করে ট্রেড ওপেন করি তাহলে অবশ্যই আমি বার বার লচে যাওয়ার হাত থেকে রক্ষা পাবো যদি কিনা আমার এনালাইসিস সঠিক হয় তাহলে । আর ভুল এনালাইসিস হলে আর কি লচের উপর লচ । তাই চেষ্টা করবো এনালাইসিস ভালো করে করার এবং এই ট্রিলিং স্টপ সম্পর্কে জানার ,,,,,, ধন্যবাদ ।
ষ্টপ লস ছাড়া ট্রেড করা মানে সাঁতার না জেনে নদীতে ঝাঁপ দেওয়া। আর ফরেক্স তো মহা সমুদ্র। এখানে ট্রেড দেওয়ার সময় আগে ষ্টপ লস ঠিক করতে হয়। পরে টিপি ঠিক করতে হয়।
অবশ্যই। আমি মনে করি এস এল ছাড়া ট্রেড মানে সাঁতার না জেনে নদীতে ঝাঁপ দেওয়া। আর ফরেক্স হল অতল সমুদ্র। কিন্তু টি পি অনেক সময় ব্যবহার করিনা।
আমি ট্রেড করার সময় চার্টে একটি র্নিদিষ্ট স্থান থেকে ট্রেড শুরু করি এবং ধারনা করি যে মার্কেট এ পর্যন্ত যেতে পারে কিন্তু সব সময় যে মার্কেট আমার এ্যানালিসিস মতে চলবে এমন নয়। মার্কেট কিছু দুরে গিয়ে আবার ফিরে আসতে পারে তাই আমি এ ক্ষেত্রে ট্রিলিং স্টপ ১০ পিপন্স সেট করে রাখি মার্কেট যতদুর যাক ট্রিলিং স্টপ তার পিছু পিছু যেতে থাকবে আর যতদুর সম্ভব প্রফিট নিয়ে ক্লোজ হয়ে যাবে এতে করে আপনার নির্দিষ্ট স্থান ছাড়াও বেশি প্রফিট হয়ে যাবে বা তার অনেক বেশি প্রফিট করতে পারবেন। তাই সবাই যদি ট্রিলিং স্টপ সম্পর্কে না জেনে থাকেন তাহলে দয়াকরে জানার চেষ্টা করুন।
আমি আগে স্টপ লস আমার এন্ট্রি তে ব্যবহার করতাম না ফলে আমি বড় বড় লস করে আমার ব্যালেন্স জিরো করেছি,কিন্তু এখন আমি এন্ট্রি সাথে সাথে স্টপ লস ব্যবহার করি টেক প্রফিট না দিলেও,স্টপ লস আমাদের বন্ধু,আপনি যদি ফরেক্স বিজিনেস এ টিকে থাকরে চান তাহলে উপযুক্ত স্থানে স্টপ লস ব্যবহার করুন,কারন মার্কেট এর সামনে আপনি সব সময় থাকতে পারবেন না তাই স্টপ লস ব্যবহার করা শ্রেয় এন্ট্রি এর সাথে সাথে।
আমাদের ট্রেড করার সময় স্টপ লস এবং টেক প্রফিট হিন্দু অপশন অবশ্যই সেটিং করা উচিত। তাহলে লস হলেও বড় আকারের লস হওয়ার সম্ভাবনা থাকবে না
আমি বেশ অনেকদিন যাবতই ফরেক্স মার্কেটে ট্রেডিং করে আসছি কিন্তু আমার অধিকাংশ ট্রেডে টেক প্রফিট ব্যবহার করলেও stop-loss ব্যবহার করতাম না। যার ফলে দেখা যেত মার্কেট আমার পজেটিভ এ গেলে টেক প্রফিট হিট করার মাধ্যমে প্রফিট সহকারে ট্রেডগুলো ক্লোজ হত কিন্তু যদি কোন ট্রেড আমার বিপরীত দিকে চলে যেত তাহলে সেই ট্রেডগুলো পুনরায় আবার পজিটিভ দিকে ফিরে আসার জন্য অনেক বেশি সময় দিয়ে বসে থাকতে হতো।তাই বর্তমানে আমার কাছে মনে হচ্ছে যে প্রতিটি ট্রেড ওপেন করার সময় অবশ্যই স্টপ লস এবং টেক প্রফিট নির্ধারণ করে দেওয়া উচিত।যাতে করে মার্কেট যদি কখনো আমার বিপরীত দিকে চলে যায় তাহলে সামান্য লস করার মাধ্যমে ট্রেড গুলো ক্লোজ হয়ে যাবে এবং পরবর্তীতে মার্কেটের ট্রেন্ড দেখে সঠিক ট্রেড ওপেন করার মাধ্যমে প্রফিট করা যাবে। অর্থাৎ ট্রেড ক্লোজ হওয়ার জন্য দীর্ঘদিন সময় দিয়ে বসে থাকার প্রয়োজন হবে না। এ ব্যাপারে আপনাদের মতামত আশা করছি।
আমি সবসময় চেষ্টা করি স্টপ লস এবং টেক প্রফিট অপশনটা চালু করে রাখতে। কিন্তু সব সময় খেয়াল থাকে না। যদিও বড় আকারের লস থেকে রক্ষা পাওয়ার জন্য এই অপশনটি কোন বিকল্প নেই।
না আমি সাধারণত আমার ট্রেডে কোন ধরণের টেক প্রফিট এবং স্টপ লস ব্যবহার করি না । কারণ অনেক সময় ভুল স্টপ সেট করার কারণে অ্যাকাউন্ট অনেক বড় লসের সম্মুখীন হয়েছে । আর সে কারণে আমি চেষ্টা করি যে যতটা সম্ভব মার্কেটে থেকে নিজেই ট্রেড ক্লোজ করে দেবার জন্য । যদিও সব সময় তেমনটা হয় না । তবে টেক প্রফিট এবং স্টপ লস প্রতিটা ট্রেডে সেট করতে পারলে ভালো ।