লট ছোট বা বড় যেটাই হোক না কেন, মূল বিষয় হলো মানি ম্যানেজমেন্ট। একজন ট্রেডার যদি তার ব্যালেন্স কে ভাগ করে তার ভিত্তিতে ট্রেড ওপেন করেন তবে তার রিস্কটা সীমিত হয়। এবং সেই সাথে প্রফিট করার সুযোগটাও বেড়ে যায়। কেননা ট্রেডটা থাকে নিয়ন্ত্রনের মধ্যেই।
Printable View
লট ছোট বা বড় যেটাই হোক না কেন, মূল বিষয় হলো মানি ম্যানেজমেন্ট। একজন ট্রেডার যদি তার ব্যালেন্স কে ভাগ করে তার ভিত্তিতে ট্রেড ওপেন করেন তবে তার রিস্কটা সীমিত হয়। এবং সেই সাথে প্রফিট করার সুযোগটাও বেড়ে যায়। কেননা ট্রেডটা থাকে নিয়ন্ত্রনের মধ্যেই।
হ্যা ভাই, আমার মতে ফরেক্স এ ছোট ছোট লটে ট্রেড করাই ১০০% নিরাপদ। কেননা ফরেক্স মার্কেট এ কোন সময় কখন কী হয়ে যায় কেউ বলতে পারে না। আপনি যদি ছোট ছোট লটে ট্রেড করেন তাহলে আপনার একাউন্ট এর ব্যালেন্স জিরা হওয়ার সম্ভাবনা কম থাকবে এমনি আপনি ধীর্ঘ সময় ধরে ট্রেড করতে পারবেন। তবে এটা ঠিক যে আপনার আয় ও অনেকটা কম হবে ছোট ছোট লটে। তবুও ভালো ছোট ছোট লটে ট্রেড করলে আপনি কম কম লাভ করুন এতে আপনি ফরেক্স এ বেশীদিন টিকে থাকতে পারবেন এবং আয়ও করতে পারবেন বেশী দিন।
ফরেক্স মার্কেটের লস এড়িয়ে প্রফিট করার ক্ষেত্রে সঠিক মাপের লট নির্ধারণ করাটা খুবই গুরুত্বপূর্ণ।কার আপনি যদি আপনার ব্যালেন্স এর তুলনায় বড়লটে ট্রেড ওপেন করে থাকেন তাহলে অতিরিক্ত লস করার মাধ্যমে ব্যালেন্স জিরো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে।অন্যদিকে আপনি যদি আপনার ব্যালেন্স অনুযায়ী মানি ম্যানেজমেন্ট করে ছোট ছোট লটে ট্রেডিং করেন তাহলে আপনি যেমন লস এড়িয়ে চলতে পারবেন ঠিক তেমনি প্রফিট সহকারে ট্রেড ক্লোজ করতে পারবেন। তাছাড়া ফরেক্স মার্কেটে 700 পিপস প্লাস পর্যন্তমুভমেন্ট করে থাকে এজন্য আপনাকে নিরাপদে থাকার জন্য আপনার মোট ব্যালেন্স 1000 দিয়ে ভাগ করে যে ফলাফল পাবেন সেটাকে ছোট ছোট অংশে বিভক্ত করে ট্রেড ওপেন করতে পারেন। তাহলে আশা করা যায় যেমন লস এড়ানো সম্ভব হবে তেমনি প্রত্যেকটা ট্রেড প্রফিট সহকারে ক্লোজ করা যাবে।
ফরেক্স মার্কেট এ টিকে থাকতে হলে ছোট ছোট লট এ ট্রেড করা নিরাপদ,ছোট লট এ ট্রেড করলে লস লাভ খুব কম হয়ে থাকে,তাই আপনি যত বড় ঝড় আসুক ব্যালেন্স হারাবেন না,কিন্তু বড় লট এ ট্রেড করলে অনেক সমস্যার সন্মূখীন হতে পারেন,তাই ছোট ছোট লট এ ট্রেড করা খুবই নিরাপদ।
ছোট ছোট লট এ ট্রেড করা বেশি নিরাপদ,ফরেক্স মার্কেট এ ট্রেডিং করতে হলে আপনাকে আপনার ব্যালেন্স অনুযায়ী লট নির্ধারন করতে হবে,আপনি যদি তার বিপরীত করেন তাহলে লস এর স্বীকার হবেন,ফরেক্স মার্কেট এ অল্প লট এ ট্রেড করুন তাহলে টিকে থাকতে পারবেন এবং ইনকাম করতেও পারবেন ভালো ভাবে,অন্যথায় ব্যালেন্স হারাবেন।
ফরেক্স মার্কেটে ছোট লট দিয়ে ট্রেড ওপেন করা খুব নিরাপদ।কারন ছোট লট দিয়ে ট্রেড ওপেন করলে একটি ট্রেডে বেশি লস হয় না।আপনি যদি অনেক লাভের আশায় আপনার ছোট একাউন্ট এ একটি ট্রেড বেশি লটে ওপেন করেন তাহলে আপনার একাউন্ট শূন্য হয়ে যাবে।ফরেক্স মার্কেটে বেশিরভাগ ট্রেডার একই ভুল বারবার করে।আর ফল স্বরূপ ফরেক্স মার্কেট থেকে ছিটকে পড়ে ।
প্রতিটি ট্রেডে লট সাইজ অনেক বড় ভুমিকা রাখে। আমরা ভাবি যে লট সাইজ বেশি দিলে হইতো আমার প্রফিটটা বেশি আসবে কিন্তু মুদ্রার ওপিঠ টা ও আমাদের দেখতে হবে। যদি লট সাইজ বেশি ধরি, আর ট্রেডটি যদি কোনো কারনে আমার বিপক্ষে যায় তাহলে ঠিক ওই পরিমান লসই আপনাকে গুনতে হবে। এজন্য আমাদের প্রতিটা ট্রেডে লট সাইজ হিসাব করে দিতে হবে। আমার মতে ১০০ ডলারের একাউন্টে ০.০১ লট সাইজ ধরা উচিত। আপনি যদি একবারে লট সাইজ না বাড়িয়ে, লট কম রেখে বেশি ট্রেড ধরেন তাহলে আপনার রিস্ক টা কম হবে৷ কিন্তু প্রফিটটা ঠিক থাকবে। এজন্য প্রতিটি ট্রেডে লট সাইজ কম রাখায় শ্রেয়।
আপনার বিশ্লেষণমূলক এবং দরকারি পোষ্টের জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আসলে আমরা অনেকেই মানি ম্যানেজমেন্ট এর ব্যাপারে কথা শুনে থাকি বা বলে থাকি কিন্তু আমরা যখন ট্রেড নেই তখন ম্যাক্সিমাম ট্রেডারই মানি ম্যানেজমেন্ট না মেনেই ট্রেড করে থাকি। মানি ম্যানেজমেন্ট হলো ফাদার অফ ফরেক্স, এটাকে বাদ দিয়ে কোনোভাবেই ভালো ফরেক্স ট্রেডিং করা সম্ভব নয়। ফরেক্স মার্কেটে মানি ম্যানেজমেন্ট যত স্ট্রং তার সফলতার সম্ভাবনাও ততো বেশি। এর জন্য অবশ্যই আমাদের ব্যালেন্স রক্ষার সুবিধার্থে মূলধনের একটা আনুপাতিক হারে রিস্ক নিয়ে ট্রেড করা উচিত। এজন্য আমাদের ছোট ছোট লটে ট্রেড নেওয়া উচিত। তাতে করে প্রফিট কম হলেও লসের সম্ভাবনা কম থাকে এবং মূলধন সুরক্ষিত থাকে।
আপনি অসংখ্য মনোরম জিনিস প্রকাশ করেছেন। আমাদের অবশ্যই মূলধনের বিনিময় করা উচিত। সামান্য মূলধন এবং বিপদসীমার সাথে, রেকর্ডটি বিপদে রয়েছে। আমি যেমনটি ভাবতে চাই, 0.01 পেনির বিনিময় 100 ডলারে, 0.05 পেনি এবং 500 ডলারে 0.1 ডলার 1000 ডলারে বিনিময় করা যেতে পারে i আমি মনে করি এটি রেকর্ডটি সুরক্ষিত করবে।
আপনার চমৎকার পরামর্শের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু ছোট ছোট লটে ভাগ করে নেওয়ার কাজটা কীভাবে করবো সে বিষয়ে ধারণা দিলে আমার মতো নবাগত ফরেক্সাররা বিশেষভাবে উপকৃত হবো।