ট্রেন্ড এর বিপরীতে চ্যাট করা কখনও ভাল কথা নয়। বরং আমার মতে সর টাইমফ্রেমে ট্রেড করাটা বেশি উত্তম।
Printable View
ট্রেন্ড এর বিপরীতে চ্যাট করা কখনও ভাল কথা নয়। বরং আমার মতে সর টাইমফ্রেমে ট্রেড করাটা বেশি উত্তম।
আমার মতে নতুনদের উচিত সর্টটাইম করা। কেননা ট্রেন্ড এর বিপরীতে লং টাইম ট্রেডে লাভ করা অনেক কঠিন বিষয়।
আমরা নতুন অবস্হায় সবচেয়ে বড় যে ভুলগুলো করে থাকি তা হলো ট্রেন্ডের বিপরীতে ট্রেড নিয়ে এতে করে আমরা হিউজ লসের মধ্য পড়ে থাকি। কারন আমরা মনে করি মার্কেট কিছুটা উঠলে বা নামলে আবার কিছুটা বিপরীতে আসবে কিন্তু তখন আমরা ট্রেন্ডের দিকে খেয়াল রাখিনা এ কারনেই অধিকাংশ ট্রেডার লসে পরে থাকি। আমরা সবই বুজি কিন্তু তা সঠিকভাবে কাজে লাগানোর জন্য যথেষ্ট ধৈর্য্য শক্তি নিজেদের মধ্যে নিয়ে আসতে পারি না এটাই আমাদের ব্যার্থতার কারন।
অনেক সময় ট্রেন্ডের বিপরীতে ট্রেড করলে এর অনেক সুফলও পাওয়া যায় । তবে সার্বিক অর্থে আমাদের সকলকে ট্রেন্ডের বিপরীতে ট্রেড না করাটাই বেশি ভালো । তবে আপনি যদি একটু বুদ্ধি খাটিয়ে একটু বড়লটের ট্রেড করে স্ক্যাল্পিং করেন তাহলে কিন্তু ট্রেন্ড এর বিপরীতে স্ক্যাল্পিং করে খুব ভাল প্রফিট করা যায় ।এর সুফল আছে তার কুফল আছে তাই আপনি যদি লং ট্রেড করতে পছন্দ করেন তা হলে আমি বলবো মারকেট ট্রেন্ড এর বিপরীতে লং ট্রেড নিবেন না। কারন এতে করে আপনার অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। যেমন স্রোতের বিপরীতে নৌকা চালানোর মতো। তাই এন্ট্রি থেকে ট্রেড নেওয়া চেষ্টা করুন আর মারকেট ট্রেন্ড বুজে ট্রেড নিন।
আমাদের কখনোই ট্রেন্ড এর বিপরীতে ট্রেড করা উচিত নয়, বিশেষ করে লং ট্রেডিং এর ক্ষেত্রে। কিন্তু স্কাল্পিং এর ক্ষেত্রে মাঝে মাঝে ট্রেন্ড এর বিপরীতে ট্রেড করা যেতে পারে, তবে অবশ্যই ভালোভাবে এনালাইসিস করার পরে। ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য মার্কেটের মুভমেন্ট বুঝতে পারা অত্যন্ত জরুরী। মার্কেটের মুভমেন্ট বা ট্রেন্ড বুঝে ট্রেড করতে পারলে বেশিরভাগ ট্রেডেই প্রফিট করার সম্ভাবনা থাকে। তবে এই মুভমেন্ট বোঝার জন্য বিভিন্ন জন বিভিন্ন ধরনের ইন্ডিকেটর ব্যবহার করে থাকেন। বেশিরভাগ ট্রেডার Moving Average, MACD, RSI ZigZag, Icihmoku ইত্যাদি ইন্দিকেটর ব্যবহার করে থাকেন। তবে আমি মনে করি না যে কোন ইন্ডিকেটর মার্কেটের ভবিষ্যৎ সম্পর্কে সুনির্দিষ্ট কোন ধারণা দিতে পারে। সব ধরনের ইন্ডিকেটর প্রিভিয়াস মার্কেটের একটা অ্যাভারেজ মাত্র।
তবে শুরুর দিকে ট্রেডিং সম্পর্কে তেমন ধারনা থাকে না বিধায় ইনডিকেটরের সাহায্য নেয়া যেতে পারে। সময়ের সাথে সাথে অভিজ্ঞতা বৃদ্ধি পেলে যথাসম্ভব ইন্ডিকেটর পরিহার করে ট্রেডিং করাই ভালো। আপনি যখন ফাঁকা চার্ট দেখে মার্কেট এনালাইসিস করে মার্কেটের ট্রেন্ড আইডেন্টিফাই করতে পারবেন তখনই কেবল আপনি একজন প্রো লেভেল ট্রেডারে পরিণত হবেন।
ট্রেন্ড এর বিপরীতে ট্রেড অবস্থান করলে এর পরিণাম কেমন হয় তা সকলের কম বেশি অভিজ্ঞতা রয়েছে। রেন্ডি বিপরীতে অবস্থান করার ফলে ইতিপূর্বে আমি পর্যাপ্ত আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছি। অনেকবার ব্যালেন্স হারিয়েছি ট্রেন্ডিং বিপরীতে ট্রেড অবস্থান করার কারণে। এজন্য ট্রেড দেওয়ার পূর্বে আমাদের এখনতো সতর্কতার সাথে ট্রেড করতে হবে। ট্রেন্ড স্পষ্ট হওয়ার পর ট্রেড করতে হবে সে পর্যন্ত ধৈর্য ধরতে হবে। ট্রেন্ড সম্পর্কে জ্ঞান লাভ করার ক্ষেত্রে যে মধ্যে প্রচুর পরিমাণ নির্ধারণ করা আবশ্যক।
আমরা শর্ট টার্ম কিংবা লং টার্ম যেভাবেই ট্রেড করি না কেন আমাদের ট্রেন্ড ফলো করে ট্রেড করা উচিত। কারন সঠিক ট্রেন্ডে ট্রেড করতে না পারলে লস করার সম্ভাবনা অনেক বেশি। ফরেক্স মার্কেট একটি লোভনীয় ব্যাবসা আর এই ব্যাবসায় লোভকে কন্ট্রোল করা খুবই কঠিন।অধিকাংশ নতুন ট্রেডাররা তাদের লোভকে কন্ট্রোল করতে পারেনা তার জন্য তারা ট্রেডের উপর ট্রেড করে থাকে।আসলেই এই মার্কেট টা এমনই আপনি যদি ফরেক্স মার্কেট সম্পর্কে না বুঝেন তাহলে আপনি যেকোনো কারেন্সিতে যখন ট্রেড এন্ট্রি নিবেন তখন মার্কেট যদি আরো উপরে উঠে তখন আপনি আবার ট্রেড এন্ট্রি নিবে আবার যখন দেখবেন আরো উপরে উঠছে তখন আপনি আবার ট্রেড এন্ট্রি নিতে থাকবেন আসলেই এই টা হলো ট্রেডের উপর ট্রেড যা আপনার লোভের কারনে আপনি এএন্ট্রি নিচ্ছেন।একটা সময় যখন আপনি বুঝতে পারবেন মার্কেট আর নিছে নামবেনা তখন আপনার আফসোস করা ছাড়া আর কিছুই করার থাকবেনা আর চোখের সামনে আপনি আপনার ব্যালেন্স জিরো হতে দেখবেন।তাই ট্রেডের উপর ট্রেড করা উচিত নয়।মার্কেট সবসময় ট্রেন্ড ফলো করে চলে যে কারনে ট্রেন্ডের বিপরীতে ট্রেড নিলে অনেক বড় লসের সম্ভাবনা তৈরি হয়ে থাকে।
নতুন অবস্হায় সবচেয়ে বড় যে ভুলগুলো করে থাকি তা হলো ট্রেন্ডের বিপরীতে ট্রেড নিয়ে এতে করে আমরা হিউজ লসের মধ্য পড়ে থাকি। কারন আমরা মনে করি মার্কেট কিছুটা উঠলে বা নামলে আবার কিছুটা বিপরীতে আসবে কিন্তু তখন আমরা ট্রেন্ডের দিকে খেয়াল রাখিনা এ কারনেই অধিকাংশ ট্রেডার লসে পরে থাকি। আমরা সবই বুজি কিন্তু তা সঠিকভাবে কাজে লাগানোর জন্য যথেষ্ট ধৈর্য্য শক্তি নিজেদের মধ্যে নিয়ে আসতে পারি না এটাই আমাদের ব্যার্থতার কারন।
অধিকাংশ নতুন ট্রেডাররা তাদের লোভকে কন্ট্রোল করতে পারেনা তার জন্য তারা ট্রেডের উপর ট্রেড করে থাকে।আসলেই এই মার্কেট টা এমনই আপনি যদি ফরেক্স মার্কেট সম্পর্কে না বুঝেন তাহলে আপনি যেকোনো কারেন্সিতে যখন ট্রেড এন্ট্রি নিবেন তখন মার্কেট যদি আরো উপরে উঠে তখন আপনি আবার ট্রেড এন্ট্রি নিবে আবার যখন দেখবেন আরো উপরে উঠছে তখন আপনি আবার ট্রেড এন্ট্রি নিতে থাকবেন আসলেই এই টা হলো ট্রেডের উপর ট্রেড যা আপনার লোভের কারনে আপনি এএন্ট্রি নিচ্ছেন। কিছু কিছু ক্যান্ডেল দেখে অনেক সময় এই ভুল গুলো আমরা করে থাকি। কিন্তু এটা করা উচিত নয়। ট্রেন্ড লাইন দেখে আমাদের ট্রেড করতে হবে, কখোনো বিপরীত ট্রেন্ডে ট্রেড করা যাবে না। স্রোতের বিপরীতে নৌকা চালানো যেমন কঠিন কাজ তেমনি ট্রেন্ড লাইনের বিপরীতে ট্রেড করা ও কঠিন কাজ।
ফরেক্স মার্কেটে ভালো ট্রেডার হওয়ার জন্য সর্বপ্রথম একজন ভালো এনালাইসিস মেনু হতে হবে না হলে ফরেক্স মার্কেট এ আপনি যেদিকে ইন্ডিয়ান নিবেন সেদিকেই আপনার লস হবে তাই সর্বপ্রথম আপনাকে ভালো হবে এনালাইসিস কথা জানতে হবে এর পরে আপনি ফ্রেন্ড এর বিপরীতে নাকি অনুকূলে নিবেন সেটা আপনি নিজে থেকেই বুঝতে পারবেন এর জন্য শর্ত হলো সর্বপ্রথম ভারত সম্পর্কে ভালোভাবে জ্ঞান অর্জন করতে হবে তাহলে আপনি সকল বিষয় সম্পর্কে ভালোভাবে অবগত হবেন