-
শিক্ষানবিশকে গভীরতর চেহারা এবং এগুলি মান্য করার পক্ষে পরামর্শ দেব। বৈদেশিক মুদ্রা মার্কেটপ্লেসের কেন্দ্র সম্পর্কে সচেতন হওয়ার সাথে সাথে তিনি যথাযথ অ্যাকাউন্টে পরিবর্তন আনতে চাইছেন। আমার ধন্যবাদ জানানো উচিত যে আপনি সেই সর্বোচ্চ গুরুত্বপূর্ণ নির্দেশিকা দিয়েছেন যা প্রতিটি ডিলার অনুসরণ করতে চান। জন্য প্রতিটি শিক্ষানবিসকে সমস্ত প্রয়োজনীয় জটিল পরামর্শ দিতে পারে। যখন আমি প্রযুক্তিগতভাবে প্রভাব বিকল্পগুলি রাখি। আমি
-
হ্যা অতিরিক্ত থ্রেড পোস্ট থেকে বিরত থাকা উচিত। অনেকেই আছে যারা প্রতিদিন কয়েকটা থ্রেড পোস্ট করছে অথচ সেই পোস্টের রিলেটেড থ্রেড পোস্ট আগে থেকেই ফোরামে রয়েছে। তাই যে বিষয়ে জানতে বা বুজতে হবে সেই রিলেটেড পোস্ট আপনাকে একটু কষ্ট করে খুজে বের করতে হবে। কারন একই পোস্ট বারবার দেখাটা একটু বিরক্তিকর তাছারা এতে ফোরামের পরিবেশ কিছুটা হলেও নষ্ট হয়। শুধু বোনাস আর বেশি লাইক পাওয়ার উদ্দেশ্য অতিরক্ত থ্রেড পোস্ট করা থেকে বিরত থাকাই ভালো। ধন্যবাদ
-
আসলে এই জিনিস টা আমি নিজেও লক্ষ করছি যে অনেকে অনেক অকেন পোষ্ট করে থাকে। এতে যেমন ফোরামের পরিবেশ ঠিক থাকে না তেমনি তারা ঠিক ভাবে বোনাস ও পায় না। অনেকে অনেক প্রয়োজনীয় পোষ্ট ও খুজে পায় না ঠিক ভাবে। একটা পোষ্ট খুজতে গেলে অনেক অনেক খুজতে হয় তারপর সেটা খুজে পাওয়া যায়@@@
-
ফরেক্স মার্কেট সম্পর্কে নিত্য নতুন থ্রেড পোস্ট শিক্ষনীয় বিষয় তবে সেগুলি অবশ্যই মানসম্মত পোস্ট হতে হবে এবং সেই পোস্টগুলির মাধ্যমে যাতে আমরা ফরেক্স মার্কেট সম্পর্কে ভালো কিছু শিখতে পারি । কিন্তু যুক্তিহীন থ্রেড পোস্ট কখনোই শিক্ষনীয় হতে পারে না বরং সেগুলো নতুন বা পুরাতন সকল শ্রেণীর সদস্যদের কাছে বিরক্তিকর বলে মনে হয় । তাই আমাদের উচিত অতিরিক্ত থ্রেড পোস্ট করা থেকে বিরত থাকি এবং শিক্ষনীয় পোস্ট করি ও সেই পোস্টের কমেন্ট ও শিক্ষনীয় কমেন্ট লেখার চেষ্টা করি,,,, ধন্যবাদ ।