-
পরিকল্পনা বিহীন কাজের ফলাফলই জিরো হয়।
ব্যালেন্স জিরো হওয়ার অনেক গুলো কারন আছে।কিন্তু আপনাকে সঠিক পরিকল্পনা মাপিক যদি ব্যবসা করতে পারেন। তাহলে আপনি ফরেক্স মার্কেটের থেকে ভাল আর্ন করতে পারবেন। আর ভালো করে কিছু নিয়ম ফলো করলে এই ব্যালেন্স জিরো হয়না।নিম্নে ব্যালেন্স জিরো হওয়ায় প্রধান ৫ টি কারন তুলে ধরা হলোঃ
১ মানিম্যানেজমেন্ট না মেনে ট্রেড এন্ট্রি নেওয়া।
২। লোভ কন্ট্রোল না করা।লোভে পড়ে বেশী ট্রেড করা।
৩। অভার ট্রেড করা অর্থাৎ ট্রেডের উপর ট্রেড এন্ট্রি নেওয়া।
৪। এনালাইসিস না করে ট্রেড এন্ট্রি নেওয়া।
৫। স্টপ লস সেট না করা।
তবে আরো অনেক কারন আছে যেই গুলো না মানলে আমাদের ব্যালেন্স জিরো হয়ে যেতে পারে।তাই আমাদের ভাল করে শিখতে হবে ফরেক্স সম্পর্কে।আর ফরেক্স বিষয়ে বেশী করে জ্ঞান অর্জন করা
-
ব্যালেন্স জিরো হবার প্রধান ৫ টি কারন নিন্মে দেওয়া হলো।
১।স্টপ লস ব্যবহার না করে ট্রেড করা।
২।ওভার ট্রেডিং করা।
৩।ম্যানি ম্যানেজমেন্ট ঠিক ভাবে না প্রয়োগ করা।
৪।বড় বড় লট ব্যবহার করা।
৫।অতিরিক্ত লোভী হওয়া।
উপরিক্ত কারনে ব্যালেন্স জিরো হয়
-
ব্যালেন্স জিরো হওয়ার অনেকগুলো কারণ থাকতে পারে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কাজ না শিখে কাজ করা।।। তাছাড়া মার্কেট সম্পর্কে ধারণা না থাকা এবং অতিরিক্ত আবেগ অতিরিক্ত ট্রেড করা ও ব্যালেন্স জিরো হওয়ার অন্যতম কারণ।
-
ফরেক্স মার্কেটে ব্যালেন্স জিরে হবার বহুবিদ কারন রয়েছে আসলে এটা এক এক ট্রেডারের কাছে এক কারন রয়েছে তবে সকলেরই কিছু কমন কারন রয়েছে যার মধ্যে উল্লেখযোগ্য কিছু হলো*
১) মানি ম্যানেজমেন্ট মেনে না চলা
২) স্টপ লস ব্যাবহার না করা
৩) ওভার ট্রেডিং করা
৪) মার্কেট এনালাইসিস না করা
৫) ফান্ডামেন্টাল সম্পর্কে সঠিক ধারনা না থাকা
৬) ইমোশনালি ট্রেড করা
৭) অন্যের সিগন্যাল ফলো করা।*
আরো কারন উল্লেখ করা যাvয় তবে এগুলোই প্রধান কারন বলে আমি মনে করি।
-
আমি মনে করি ফরেক্সে ব্যালেন্স জিরো হওয়ার পাঁচটি কারণ হলো। (১)মার্কেট সম্পর্কে এনালাইসিস না করলে। (২)ফরেক্স মার্কেট সম্পর্কে অভিজ্ঞতা এবং দক্ষতার অভাব থাকলে।(৩) বেশি লোভ করলে।(৪) ধৈর্য্য হারা হয়ে পরে বেশি বেশি ট্রেড করলে। (৫)রিয়েল ট্রেড করার পূর্বে সর্তকতা অবলম্বন না করলে।
-
ব্যালেন্স জিরো হবার অনেক কারন আছে। তার মধ্যে অন্যতম ৫ টি কারন হলো-
১. মানি-মেনেজমেন্ট না মানা
২. ওভার ট্রেড করা
৩. লস মেনে না নেওয়ার প্রবনতা
৪. ধৈয্যের অভাব থাকা
৫. অতিরিক্ত লোভ করা
আশা করি আপনিও আমার সাথে একমত??
-
ব্যালেন্স জিরো হবার প্রধান ৫ টি কারন নিচে দেওয়া হলো,
১।ম্যানি ম্যানেজমেন্ট ঠিক না রেখে ট্রেড করা
২।কনফারমেশন ছাড়া ট্রেড করা
৩।ওভার ট্রেড করা
৪।স্টপ লস না ব্যবহার করা
৫।মার্কেট ট্রেন্ড এর বিপরীতে ট্রেড করা।
-
ব্যালেন্স জিরো হওয়ার অন্যতম কারণ অসতর্কতা। তাছাড়া অতিমাত্রায় আবেগী হয়ে অনিয়ন্ত্রিত ট্রেড করলেও ব্যালেন্স জিরো হতে পারে।
-
ফরেক্স মার্কেটে ব্যালেন্স জিরে হবার বহুবিদ কারন রয়েছে আসলে এটা এক এক ট্রেডারের কাছে এক কারন রয়েছে তবে সকলেরই কিছু কমন কারন রয়েছে যার মধ্যে উল্লেখযোগ্য কিছু হলো
১) মানি ম্যানেজমেন্ট মেনে না চলা
২) স্টপ লস ব্যাবহার না করা
৩) ওভার ট্রেডিং করা
৪) মার্কেট এনালাইসিস না করা
৫) ফান্ডামেন্টাল সম্পর্কে সঠিক ধারনা না থাকা
৬) ইমোশনালি ট্রেড করা
৭) অন্যের সিগন্যাল ফলো করা।
আরো কারন উল্লেখ করা যায় তবে এগুলোই প্রধান কারন বলে আমি মনে করি।
-
মার্কেট ভালো ভাবে এ্যানালাইসিস না করার কারনে বেশির ভাগ ব্যালেন্স জিরো হয়ে থাকে । এর 5 টি কারন নিচে উল্লেখ করা হলোঃ
1. স্টপ লস ব্যবহার না করা ।
2.টেক প্রফিট ব্যকহার না করা ।
3.support and resistance ব্যবহার না করা ।
4.ইনডিকেটর ব্যবহার না করা।
5.মার্কেট এ্যানালাইসিস না করা ।