আমরা যে ফোরাম থেকে প্রতি মাসে পোষ্টের বিনিময়ে বোনাস পেয়ে থাকে সেই টা ফোরাম আমাদেরকে দেই মুলত পোষ্টের গুনগত মানের উপর বিবেচনা করে এবং নির্দিষ্ট সংখ্যার উপর।তবে এখন ফোরামকতৃপক্ষ কিছু রুলস চেঞ্জ করেছে বোনাসের জন্য আর তা হলো এখন সকলেই প্রতিমাসে বোনাস পাবে নির্দিষ্ট সংখ্যার উপর এবং মানের উপর এবং লাইকের উপর।তাই আমাদের উচিত সকল ফোরামের মেম্বারগনের পোষ্ট গুলো মনযোগ সহকারে পড়া এবং পড়ার পর অবশ্যই ভাল লাগলে লাইক প্রদান করা।তবে এইখানে আপনার ও যেমন লাভ হবে তেমনি আমার ও লাভ হবে।আমার একটি পোষ্ট মনযোগ সহকারে আপনি যখন পড়বেন তখন আপনি কিছুটা শিক্ষা গ্রহণ করতে পারবেন আর আপনি যদি লাইক প্রদান করবেন তার বিনিময়ে আমি লাভবান হবো।