আমার মতে রিস্ক নিয়ে ট্রেড করা উচিৎ নয়, কম হোক বা বেশী হোক । ফরেক্স মার্কেটে টিকে থাকার জন্য মার্কেট সম্পর্কে ভলো করে বুঝে ট্রেড করা উচিৎ ।
Printable View
আমার মতে রিস্ক নিয়ে ট্রেড করা উচিৎ নয়, কম হোক বা বেশী হোক । ফরেক্স মার্কেটে টিকে থাকার জন্য মার্কেট সম্পর্কে ভলো করে বুঝে ট্রেড করা উচিৎ ।
হা আমি ও বিশ্বাস করি যে ফরেক্সে বেশি রিস্ক নেওয়া বোকামির মধ্যে পরে কারন এখানে টিকা থাকা কঠিন , তাই আমরা বেশি রিস্ক না নিয়ে ফরেক্সে ট্রেড করি তাহলে আমাদের জন্য ভাল হবে।
আমি যখন ফরেক্স শিখেছি তো আমি একটি প্রতিষ্ঠান থেকে ফরেক্স সম্পর্কে শিখেছি তো সেখানে আমদের শিক্ষক আমদের যে পরি মান রিস্ক নিতে বলেছেন তার অনুপাত হলো ২.১ মানে আপনি যদি লাভ করেন তো আপনি যা লাভ করবেন তার থেকে অর্ধেক লস করবেন এটিই হলো সবচাইতে ভাল ।
হ্যা বন্ধু আমি আপনার সাথে একমত যে ফররেক্স মার্কেটে আসলে টিকে থাকাটাই হল সবচেয়ে বড় একটা চ্যালেন্জ তাই কখনোই ফরেক্স হতে হঠাৎ ধনী হবার চিন্তা করবেন না এবং একাউন্ট রিস্কে পড়বে এমন ট্রেড নিবেন না আপনি যদি আজ লাভ না করেও ফরেক্স আপনার একাউন্টটা টিকিয়ে রাখতে পারেন তবে হয়তো কাল লাভ করার মত সুযোগ সৃস্টি হতে পারে। ধন্যবাদ।
ফোরেক্স এর ঝরে পরা ব্যক্তির সংখ্যা অনেক বেশি আসলে এই মার্কেটে অনেক দিন না থাকলে আর অনেক বেশি ধারনা না থাকলে লস এর পরিমান বাড়তেই থাকে। আর তা না হলে ধারা বাহিক লাভ করতে হলে আপনার নির্দিষ্ট মার্কের্টিং স্ট্রাটেজি থাকতেই হবে। এর সাথে অবশ্যই মার্কেট এ স্টপলস ও টিপি ব্যবহার করা উচিত এতে করে লসের সম্ভাবনা অনেক কমে যাবে। অ্যাভারেজ লাভ বাড়বে।
আপনি যদি ফরেক্সে সফল ট্রেডার হতে চান তাহলে আপনাকে মানি ম্যানেজমেন্ট এর মাধ্যমে আপনার ট্রেডের রিস্ক কমিয়ে আনতে পারেন। আপনাকে ফরেক্সে সফল হতে হলে আপনাকে অবশ্যই রিস্ক অর্থাৎ ঝুঁকি কমিয়ে আনতে হবে। তাহলে আপনি খুব তারা তারি সফল এবং প্রচুর প্রফিট করতে পারবেন। ধন্যবাদ
ফরেক্স খুবই রিস্কি একটা ব্যবসায়। যেকোনো সময় অধিক রিস্কের কারনে ব্যালেন্স জিরো হতে পারে।বিশেষ করে যারা নতুন তারা বৃহৎ লটে অতি দ্রুতই জিরো হয়ে যায়।এসব ট্রেডারদের জন্য অল্প রিস্ক নিয়ে ট্রেড করা ভালো।তাতে করে টিকে থাকা সম্ভব হলেও তা ভবিষ্যতের জন্য কাজে দেবে।সুতরাং অল্প রিস্ক নিয়ে ট্রেড করাই আমার মতে ভালো।
আমি মনে করি ফরেক্সে টিকে থাকার অন্যতম উপায়
অল্প রিস্ক নিয়ে ট্রেডিং করা। অল্প রিস্ক নিয়ে
ট্রেডিং করলে লস কম হবে এমন মানসিকতার ফলে
আত্ববিশ্বাস থাকে। আর প্রতি ট্রেডেই যে লাভ হবে
এমনও নয়।
ফোরামে কিছুদিন লিখা-লিখি করে $6.90 বোনাস পেয়েছিলাম। চলতি মাসে ঐ বোনাস আমার অ্যাকাউন্টে যোগ হয়। তারপর সেই বোনাস দিয়েই ট্রেড শুরু করলাম। কিন্তু লস হয়ে যাচ্ছে। যেহেতু আমার মূলধন অত্যন্ত সল্প, তাই 0.01 লটে ট্রেড করতে হচ্ছে। ফলে যখন লাভ হচ্ছে, তখন তা খুবি সামান্য পরিমানে হচ্ছে, আর লস হলে যদিও তা সামান্য পরিমানেই হচ্ছে, তবুও লাভ দ্বারা লস কাভার হচ্ছেনা। ফলে লস উত্তোরত্তর বৃদ্ধি পাচ্ছে। আমার মনে হয়, এত অল্প মূল্ধন নিয়ে ট্রেড শুরু করা উচিৎ না। ন্যূন্যতম $50.00 মূলধন না হলে আসলে লাভবান হওয়া অত্যন্ত কঠিন।
ফরেক্স এ বর রিস্ক নিয়া ট্রেড করে সুধু সুধু নিজের অর্থ দিয়া কাওকে ধনি করার মত । আপনি যদি না বজেন মার্কেট কন দিকে যাবে তাহলে সুধু টাকা উরানর প্রয়োজন টা কথায় । আপনার অর্থ পানার থাক জত রিস্ক কম নেবেন তত আপনার এ লাভ । কারন আপনি মার্কেট দেখে একটি অভিগতা নিচ্ছেন । তাই জত মার্কেট দেখবেন তত ভাল হবে মনে রাখবেন ফরেক্স মার্কেট এ খুব দ্রুত ধনি হওা জায় না । কিন্তু খুব দ্রুত ফকির হওা জায় ।