-
নিউজ হলো মার্কেট কে তার নির্দিষ্ট গতিতে পরিচালিত করতে এবং আমার আরও যা মনে হয় যে আমরা যে সকল পেয়ার ইউস করে থাকি সে সকল দেশের অর্থনৈতিক এবং সামাজিক তথ্যগুলো আমাদের সামনে প্রকাশ করে থাকে এবং মার্কেটে কোন না কোন ট্রেনড তৈরিতে সহায়ক হযে থাকে ,তো আমার মনে হয় ফরেক্স মার্কেটে নিউজ এর গুরুত্ব অপরিসিম
-
ফরেক্স ট্রেডিংয়ে নিউজের গুরুত্ব বেশ দেখার মতো।তবে নিজগুলো হতে হবে শক্তিশালী উচুমানের নিউজ।হাই ইমপ্যাক্ট নিউজগুলো পরিস্তিতি বিবেচনায় মার্কেটে ব্যাপক পরিবর্তন ঘটাতে সহায়ক হয়।যেমন আজ (১৫-০৫-২০১৫ ইং)শুধুমাত্র মার্কেটের পজিশন বিবেচনায় euro/usdপেয়ারে রাত ৮টার সময় নি´জে ১০০পিপস আপ হয়েছে।এটা শুধু নিউজ এবং পজিশনের কারনে এতো মুভ করেছে।সুতরাং ফরেক্স এ নিউজের গুরুত্ব অনেক।
-
ফরেক্স ট্রেডিং এর ক্ষেত্রে নিউজ খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। কারন, ফরেক্সে ট্রেড করার সময় অনেক নিউজ হয়ে থাকে যা কিছুক্ষণের জন্য অনেক বড় মানের আঘাত আনতে পারে। তাই আমি বাক্তিগত ভাবে নিউজ টাইমে ট্রেডিং করি না। ধন্যবাদ
-
ফরেক্স এ নিউজ ট্রেডের গুরুত্ব অপরিহায্য'।নিউজ ট্রেড অবষ্যই ভাল। তবে তার জন্য একাউন্ট ব্যালান্স একটু বেশিই প্রয়োজন। নিউজ ট্রেড করতে হলে অবষ্যই ক্যাণ্ডেল ষ্ট্রিক সাপট রেজিষ্ট্যান্স এবং ডেইলি নিউজ খুব ভাল মত পড়ে বুঝতে হবে। তা না হলে নিউজ ট্রেড করা যাবে না। নিউজ ট্রেড বুঝে করতে পারলে এখান থেকে ভাল প্রফিট করা সম্ভব।
-
ফরেক্সের জন্য নিউজ গুরুত্বপূর্ন বিধায়ই এতো নিউজের ওয়েবসাইট হয়েছে। ফরেক্স নিউজ ট্রেডিং অথবা ফান্ডামেন্টাল নিউজ ট্রেডিং হচ্ছে কারেন্সি মাকেটের প্রধান চালিকাশক্তি। হাই ইমপেক্ট নিউজ দ্বারা ফরেক্স মাকেট চালিত হয় এবং আপনার প্রফিট বৃদ্ধি ও ক্ষতি এড়ানোর জন্য এই নিউজ আপনাকে কিভাবে সুবিধা দেবে তা বুঝতে হবে । অনেক নতুন ট্রেডার রুঢ়ভাবে বুঝতে পারে নিউজের গুরুত্ব সর্ম্পকে যখন তারা দেখতে পায় যে একটি লাভজনক ট্রেড কয়েক সেকেন্ড কিভাবে লসে পরিণত হয়ে যায় কিন্তু একজন দক্ষ ট্রেডার সব সময় নিউজ এর দিকে লক্ষ্য করে এগিয়ে যায়। আমার মতে নিউজ অবশ্যই ফলো করা উচিত।
-
ফরেক্স এ নিউজ এর গুরুত অনেক বেশি । কারন নিউজ এর কারনে মার্কেট উঠা নামা করে । এতে কারর লাভ আবার কারর লস প্রোজেক্ট হয়। সব সময় মার্কেটে নিউজ এর খজ খবর নিয়ে ট্রেড করা উচিৎ। তাহলে ঝুকি কম থাকে ।
-
ফরেক্স মার্কেটে নিউজ ট্রেড সবচেয়ে গুরুত্ব পূর্ণ একটি বিষয় কারন মার্কেট বেশির ভাগ মুভমেন্ট করে নিউজ এর উপর ভিত্তি করে তাই নিউজ কত গুরুত্ব পূর্ণ নিউজ কে সবসময় গুরুত্ব দিতে হবে নেওসের সময় ট্রেড করতে গেলে ভাল করে বুঝে তারপর ট্রেড করতে হবে।
-
ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য আমরা ভিবিন্ন ধরনের এনালাইসিস করে থাকি। তার পরেও আমাদের কিছু বারতি ধারনার প্রয়োজন হই । আর তা হচ্ছে ফরেক্স মার্কেট এ নিউজ ট্রেডিং এর গরুত্ত । ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য ফরেক্স মার্কেট এর বর্তমান অবস্তা সম্পর্কে জানার জন্য ফরেক্স নিউজ এর অনেক প্রয়োজন রয়েছে। ফরেক্স নিউজ এর মাধ্যমে আমরা ফরেক্স মার্কেট এর ভবিষ্যৎ অবস্তা সম্পর্কে জানতে পারবো এবং ভালো ট্রেড কোরতে পারবো।
-
ফরেক্স এর ক্ষেত্রে নিউজ ট্রেডিং এর গুরুত্ব অনেক ফরেক্স মার্কেট সম্পর্কে ভাল ধারনা নেওয়ার জন্য এবং ভাল ট্রেড করার জন্য নিউজ ট্রেডিং দরকার আর নিউজ এনালআইসিস ভাল ভাবে করতে পারলে ফরেক্স থেকে অনেক টাকা আয় করা সম্ভব
-
ফরেক্স মার্কেটে নিউজ ট্রেডিংয়ের গরুত্ব অপরিসীম কারন এর মাধ্যমেই কেবল মাএ একজন ট্রেডার ফরেক্স মার্কেটে কারেন্সির দরের সম্ভাব্য উঠা নামা সম্পর্কে একটি ধারনা বা দিকনির্দেশন পেতে পারে যা ট্রেডিং সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একজন ট্রেডারকে সহায়তা করে থাকে।