-
ফরেক্স এ স্ট্রাটেজির গুরুত্ব বলব না, আমি বলব স্ট্রাটেজিই ফরেক্স যারা স্ট্রাটেজি মেনে ফরেক্স করেন তারাই দক্ষ ট্রেডারের খেতাব পেয়েছেন টিকে আছেন এবং থাকবেন, ফরেক্স এ প্লান, স্ট্রাটেজি, নিয়মনীতিই হচ্ছে ফরেক্স ট্রেডারের আসুল গুণ এটা ধরে রাখতে পারলে ফরেক্স হতে পারে আপনার টপ পেশা।
-
আমি মনে করি যে কোন প্রকার ব্যবসাতে যদি আপানর নির্দিষ্ট একটি স্ট্রাটেজি না থাকে তো সেই মার্কেট বা ব্যবসা থেকে তেমন একটা লাভ করা সম্ভব নয । তো যেহেতু ফরেক্স একটি টেকনিক্যাল বিষয় তো এখানে আপানর নির্দিষ্ট একটিা স্ট্রাটেজি থাকতে হবে যার বদলতে আপনি এই মার্কেট থেকৈ কিছু অর্থ আয় করতে পারেন্
-
ট্রেডিং স্ট্রেটেজি মানে ট্রেডিং কৌশল। ফরেক্স ট্রেডিং স্ট্রেটেজির গুরুত্ব অপরিসীম। স্ট্রাটেজি বলতে পরিকল্পনাও বলা চলে। আগে থেকে একটা ভালো প্লানের মাধ্যমে ট্রেডিং স্ট্রেটেজি তৈরি কররা হয়।ট্রেডিং স্ট্রেটেজি মাধ্যমে একটা ট্রেডার ভালো ফলাফল পেতে পারে।যদি তার ট্রেডিং স্ট্রাটেজি কার্যকরি হয়।এজন্য আমার মনে হয় ফরেক্সে ট্রেডিং স্ট্রেটেজির গুরুত্ব অপরিসীম।
-
আপনি কি পরিমান লস নিতে পারবেন বা কি পরিমান লাভ গ্রহন করবেন সেটা আগে থেকেই সেট করুন। তা নাহলে আপনি ফরেক্স মার্কেট থেকে ভাল কিছু করতে পারবেন না।
-
ফরেক্স এ স্ট্রাটেজি খুব গুরুত্বপূর্ন একটা বিষয়। ফরেক্স এ বিভিন্ন সময় স্ট্রাটেজির দরকার হয় আর সব ট্রেডার রাই স্ট্রাটেজি মেনে তারপর ট্রেড করে কিন্তু আপনি যদি স্ট্রাটেজি না মেনে ট্রেড করেন তাহলে আপনার অনেক লস হতে পারে। তাই আমাদের সবার উচিত স্ট্রাটেজি মেনে তারপর ট্রেড দেয়া এবং স্ট্রাটেজি সম্পর্কে যারা না জানেন তাদের উচিত ভাল করে জানা এবং স্ট্রাটেজি ভাল করে শেখা।
-
ফরেক্স মার্কেটে স্ট্র্যটেজির গুরুত্ব খুব অপরিসীম।স্ট্র্যটেজি মানে হচ্ছে ট্রেডিং কৈাশল।আমরা জানি যেকোন কাজ কৈাশল অবলম্বন করে করলে সফলতা অর্জন করা সম্ভব হয়।তেমনি করে ফরেক্স মার্কেটে কিছু স্ট্র্যটেজি আছে তাহা অনুসরন না করলে আমাদের লস হওয়ার সম্ভবনা বেশী থাকে। তাই আমাদের উচিত স্ট্র্যটেজি অনুসরন করে ট্রেড করা।ধন্যবাদ
-
ফরেক্স মার্কেটে সকল কিছু নির্ভর করে আপনার ট্রেডং স্ট্রাটেজি এর উপর ফরেক্স মারকেটে লাভ লস মার্কেট থেকে উপার্জন করা আয় করা উন্নতি করা মাকেটে তিকে থাকা ফরেক্স মারকেটে সফলতার পিছনে ফরেক্স মারকেটের একটি স্ট্রাটেজির উপর নিভর করে।
-
ট্রেন চলতে যেমন একটি লাইনের প্রয়োজন হয়। যখন ট্রেড সেই লাইন থেকে লাইনচ্যুত হয়ে যায়। তখনই সে দুর্ঘটনার পড়ে যায়। ঠিক তেমনি একজন ট্রেডারের ট্রেডিং স্ট্রাটেজি থাকা উচিত। যদি না থাকে তাহলে সেও ট্রেন এর মত লাইনচ্যুত হয়ে তার ব্যালেন্স সবই হারাবে। তাই প্রত্যেক ট্রেডারেরই নিজেস্ব একটা ট্রেডিং স্ট্রাটেজি থাকা উচিত। কখনোই এই স্ট্রাটেজি থেকে তার আলাদা হওয়া উচিত নয়। জীবনের সবারই একটা লক্ষ থাকা উচিত। আর প্রত্যেকেরই উচিত তার এই লক্ষ ঠিক রাখা। যখনই আমরা লক্ষ ঠিক না রাখতে পারি তখনই আমরা হতাশ হয়ে পড়ি। একজন ট্রেডারের ফরেক্স জীবনের লক্ষই হল তার এই স্ট্রাটেজি। কখনোই এই স্ট্রাটেজি থেকে আলাদা হওয়া উচিত নয়।
-
ফরেক্স করতে হলে অবশ্যই ট্রেডিং স্ট্রাটেজির উপর গুরুতব দেওয়া উচিত। ফরেক্স হল একটি দক্ষতা নিরভর ব্যবসা। তারজন্য আপনি যখন ট্রেড করবেন তখন আপনাকে সব বিষয় এর উপর খেয়াল রাখতে হবে এবং আপনি কিভাবে ট্রেড করবেন, কিভাবে ট্রেড শুরু করে সামনের দিকে আগাবেন সেইটা একটা নিদিষ্ট প্লান থাকা জরুরি। কারন যে কোন কিছুরই একটা লক্ষ্য থাকা উচিত।
-
ফরেক্সে নিয়মিত প্রফিট করতে হলে আপনাকে নিজের একটি স্ট্রেটিজি বানাতে হবে যার মাধ্যমে আপনি এন্ট্রি নেয়ার সিগনাল পাবেন।কিন্তু আপনার স্ট্রেটেজি না থাকে তাহলে উল্টোপাল্টা ট্রেডের জন্য আপনার একাউন্ট খালি হতে বেশি সময় লাগবে না।আর আপনার স্ট্রেটেজি অবশ্যই ডেমোতে অনুশীলন করে দেখবেন।