-
সাপোর্ট এবং রেসিস্টেন্ট হচ্ছে ফরেক্স মার্কেটের একটি গুরুত্ব পুন্য বিষয়। ফরেক্স মার্কেএতে ট্রেড কতে একজন ফরেক্স ট্রেডারের অবশ্যই জানতে হবে যে সাপোর্ট এবং রেসিস্টেন্ট কোথায় কোথ্য থাকে এবং এই গিলু দেখে কিবাবে বুঝবে মার্কেট বায়ে যাবে নাকি সেলে যাবে। জারা এই সব জানে তারা ফরেক্স মার্কেটে খুব ভাল করে।
-
আমার জানামতে ফরেক্সে তিন ধরনের এনালাইসিস রয়েছে। এর ভিতর টেকনিক্যাল এনালাইসিস সবচেয়ে গুরুত্বপূর্ন। সাপোর্ট এবং রেসিস্ট্যান্স টেকনিক্যাল এনালাইসিসের মৌলিক এবং গুরুত্বপূর্ন টার্ম। ফরেক্স হলো অর্থ নির্ভর মার্কেট। অর্থ নিয়েই এখানকার কারবার। তাই অর্থনীতির ভাষায় বলা যায় যেখানে চাহিদা ও যোগান মিলিত হয় সেটাই সাপোর্ট রেসিস্ট্যান্স।
-
ফরেক্স ট্রেডিং এর ক্ষেত্রে সাপোর্ট & রেজিস্টান্স লেভেল অত্যান্ত গুরুত্বপূর্ণ । সাপোর্ট & রেজিস্টান্স লেভেল নির্নয় করে মার্কেটে ট্রেড করলে লস হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে । সাপোর্ট & রেজিস্টান্স লেভেল আপনাকে ভবিষ্যতে মার্কেট কোথায় যেতে পারে তা ধারনা দিতে পারে । তাই আমাদের সকলর উচিত ভালভাবে দেখে শুনে ট্রেড করা ।
-
সাপোর্ট ও রেজিস্টেন্স ফরেক্স এর জন্য অনেক উপকারী.কারণ সাপোর্ট ও রেজিস্টেন্স এর মাধ্যমে আপনি সঠিকভাবে বাই/সেল করতে পারবেন.কারণ মার্কেট যখন নিচের দিকে নামবে তখন বুঝতে হবে সাপোর্ট ব্রেক করছে এবং ঐমুহুর্তে ত্রাদের দের উচিত সেল করা.এর রেজিস্টেন্স ব্রেক করার মাধ্যমে যখন মার্কেট উপরের দিকে উঠবে তখন বাই করতে হবে.
-
আমি মনে করি ফরেক্স ট্রেডিং েএ যে কয়টা বিষয় অনেক কাজে লাগে তার মধ্যে সাপোর্ট এবং রেসিসটেন্স নির্ণয় করতে পারাটা অন্যতম একটি বিষয় । সঠিকভাবে সাপোর্ট এবং রেসিসটেন্স নির্ণয় করার মাধম্যে আমরা ফরেক্স থেকে ভাল একটি পরিমান আয় করতে পারি । তাই সবাইকে সাপোর্ট রেস্সিটেন্স নির্ণয় করা শিখতে হবে ।
-
হ্যা,আপনি ঠিকই বলেছেন ফরেক্স মার্কেটে সাপোর্ট এবং রেসিসটেন্স লেভেল বুঝতে পারলে মার্কেটের মুভমেন্ট সম্পর্কে বুঝতে পারা সম্ভব হতে পারে। কেননা ফরেক্সের প্রাইসের উঠানামা সাপোর্ট এবং রেসিসটেন্স এর মধ্যেই হয়ে থাকে। এজন্য ফরেক্সে ভালোভাবে ট্রেড করার জন্য সাপোর্ট এবং রেসিসটেন্স সম্পর্কে ভালো ধারনা থাকার প্রয়োজন।
-
ফরেক্স মার্কেট এ সাপোট এবং রেজিসটেনস খুব গুরুত্বপুন বিষয় । আমি মনে করি আপনি যদি এই লেভেল গুলো ভাল ভাবে বুঝতে পারেন তাহলে আপনি ট্রেড এ লাভবান হতে পারবেন । এই লেভেল গুলো অনুসরণ করে ফরেক্স মার্কেট তার ভাব প্রকাশ করে । আর এ ভাব গুলো বুঝতে পারলে আপনি ভাল ট্রেড আর হবেন ।
-
সাপোর্ট এবং রেসিস্টেন্স ভালভাবে বুঝা একজন ফরেক্স ট্রেডারের জন্য অপরিহার্য । কেননা,এই সাপোর্ট এবং রেসিস্টেন্স লেভেলগুলি দেখেই আপনি আপনার পছন্দনীয় টাইমফ্রেমে ট্রেড করতে পারবেন । এবং সেই সাথে বলতে পারবেন মার্কেট কি পরবর্তীতে আপট্রেন্ডে যাবে নাকি ডাউনট্রেন্ডে যাবে । তাই সাপোর্ট এবং রেসিস্ট্যান্স লেভেলগুলি ভালভাবে জানা প্রয়োজন ।
-
প্রাইস বাড়তে বাড়তে যখন একটি নির্দিষ্ট প্রাইস এ গিয়ে আবার ফিরে আসে বা কমতে থাকে ঐ প্রাইস লেভেল টি হলো রেজিস্টানস লেভেল । আর প্রাইস কমতে কমতে যখন একটি নির্দিষ্ট প্রাইস এ গিয়ে আবার ফিরে আসে বা বাড়তে থাকে ঐ প্রাইস লেভেল টি হলো সাপোর্ট লেভেল ।সাপোর্ট লেভেলে বাই ট্রেড করতে হয় এবং রেজিস্টানস লেভেল এ সেল ট্রেড করতে হয়।
-
ফরেক্স মার্কেটে সাপোর্ট এবং রেজিস্টেন্সের গুরুত্ব অনেক কারন সঠিক ভাবে সাপোর্ট এবং রেজিস্ট্রেন্স না বাহির করতে পারলে ফরেক্স থেকে ভাল প্রফিট করা যাবেনা,আমরা কোন কারেন্সির দিনের সর্বোচ্চ প্রাইস,দিনের সর্বনিম্ন প্রাইস,দিনের ক্লোজিং প্রাইসকে তিন দ্বারা ভাগ করে পিভট পয়েন্ট পাই,পিভট পয়েন্টের সাথে দিনের হাই বিয়োগ করলে সাপোর্ট পাই,আবার পিভট এর সাথে দিনের নিম্ন প্রাইস য়োগ করে রেজিস্ট্রেন্স পাই।