-
ফরেক্স মার্কেটে প্রতিটি কারেন্সি পেয়ার এর জন্য দুটি করে প্রাইস থাকে । একটি বিড প্রাইস আর আরেকটি আস্ক প্রাইস । বিড প্রাইস এবং আস্ক প্রাইস এর পার্থক্যকেই স্প্রেড বলে । আপনি যখন কোন বাই অর্ডার করবেন তখন আস্ক প্রাইসে ওপেন হবে আর যখন সেল অর্ডার করবেন তখন বিড প্রাইসে ওপেন হবে ।
-
বিড প্রাইস হচ্ছে এমন প্রাইস যা ব্রোকার আমাদেড় কে সেল করার জন্য অপার করে। ফরেক্স মার্কেট এ আমরা দুই ধরনের ট্রেড করি কিন্তু শেয়ার বাজারে আমরা দুই ধরনের ট্রেড কোরতে পারিনা। ফরেক্স মার্কেট এ আস্ক প্রাইস এবং বিড প্রাইস এর সমন্বয়ে আমরা ফরেক্স মার্কেট এ ট্রেড করি।
-
যে ব্রোকার কিউটো কারেন্সির পরিবর্তে বেস কারেন্সি কিনতে চায় তাকে বিড প্রাইস বলে।
-
সোজা কথা আপনি যখন সেল অর্ডার করবেন তখন বিড প্রাইসে মার্কেট অর্ডার ওপেন হবে এবং আপনি যখন বাই অর্ডার করবেন তখন আস্ক প্রাইসে মার্কেট অর্ডার ওপেন হবে । এর মধ্যেও অনেক ব্যাপার আছে । যা ধীরে ধীরে বুঝতে হবে ।
-
যে দামে বা প্রাইজে ব্রোকার কোয়েটো কারেন্সির পরিবর্তে বেস কারেন্সি কিনতে চায় তাকেই মূলত ফরেক্সের ভাষায় বিড প্রাইজ বলা হয়।অর্থাত ফরেক্স মার্কেটে সেল বা বিক্রয় করার জন্য বিড প্রাইজই হল সবচেয়ে ভাল প্রাইজ বা ভাল মূল্য/দর।
-
ব্রোকার যখন কিউটো কারেন্সীর পরিবর্তে বেস কারেন্সী ক্রয় করে তখন সেটাকে বিড প্রাইস বলা হয়। যদিও বিড প্রাইস সম্পর্কে আমার নিজের তেমন একটা ধারনা ছিলনা। খুব কম জানতাম এটা সম্পর্কে । শুধু শুনেই গিয়েছি। আপনার পোস্টে এসে এ ব্যপারে একটু আধটু ধারনা পেলাম।
-
ফরেক্স মার্কেট এ ট্রেডিং করার সময় দেখি লাইভ মার্কেট এ দুই ধরনের প্রাইস থাকে একটি হল বিড প্রাইস আরেকটি হল আস্ক প্রাইস,তাই আমি মনেকরি ফরেক্স মারকেটে আমরা বাই বা সেল করে থাকি বাইড প্রাইস দেখে।সেল করি,আর আস্ক প্রাইস দেখে ফরেক্স মার্কেট এ বাই করে থাকি।
-
ব্রোকার যখন কোট কারেন্সিকে পরিবর্তে বেস কারেন্সির ক্রয় করে তখন তাকে আমরা বিড প্রাইস বলতে পারি।মূলত বিড প্রাইস হচ্ছে ব্রোকারের যে প্রাইসে কোট কারেন্সির ক্রয় করে ঐ প্রাইসকে বিড প্রাইস বলে।ফরেক্স মার্কেটে সফলতার সাথে ট্ররডিং করতে হলে আমাদেরকে অবশ্যই বিড প্রাইস সম্পর্কে ভালোভাবে জানতে হবে এবং বুঝতে হবে।
-
ফরেক্স মার্কেটে আমরা দুই ধরনের প্রইস দেকতে পাই একটা বিড আরেক টা আস্ক প্রাইস বিড প্রাইস হল যে প্রাইসে আমরা কিছু বাই অপার করে সেটাকে বিড প্রাইস বলে। আমাদের ট্রেড করার আগে দেকতে হবে কত টাকা নেগেটিবে আসবে।
-
বিড প্রাইস হলো পেয়ারে ক্ষুদ্রতম প্রাইস । আমরা বিড প্রাইসে কারেন্সি সেল করে থাকি।