-
নরমাল যেভাবে ডিপোজিট করেন সেভাবেই পে করতে হবে । আপনার যে কোন অনলাইন পেমেন্ট প্রসেসর থেকে টাকা ডিপোজিট করতে পারেন । এজন্য টাকা ডিপোজিট কারার বিভিন্ন অপশন পাবেন । আপনি যদি তারপরও কোন সমস্যায় পড়েন তাহলে তাদের লাইভ চ্যাটে কথা বলতে পারেন । সমাধান পাবেন আশা করি ।
-
আমি ফরেক্স মার্কেটের টাকা উত্তোলনের জন্য কোন প্রকার কার্ড ব্যবহাত করি না। এর কারন হচ্ছে আপনি যদি ফরেক্স মার্কেট থেকে লাভ করা টাকা আপনার ডাচ বাংলা একাউন্টে উটাতে পারেন তবে আপনি কেন অন্য কোন পদ্ধতি ব্যবহার করতে জাবেন। তাই আমি এই সহজ পদ্ধতি ব্যবহার করছি।
-
আমি বলবো আপনার যদি একটি ভেরিফাইড অ্যাকাউন্ট থাকে এবং আপনি যদি লাইভ ট্রেড করতে চান তাহলে আপনি সহজেই সেখানথেকে মাষ্টার কার্ড পেতে পারেন। যেহেতু আপনি মাষ্টার কার্ড নিতে চান তাই আমার মতে আপনার উচিত হবে আপনার অ্যাকাউন্ট ডিপোজিট থেকে কেটে নেয়া। আপনি চাইলে সাপোর্টের হেল্প নিয়েও এই কাজটি করতে পারেন।
-
ইনষ্টাফরেক্স প্রতিনিয়ত ট্রেডারদের জন্য সু্যোদ-সুবিধা চালু করেছে । আপনি ঈনষ্টাফরেক্সের মাষ্টার কার্ড পেতে চাইলে আপনাকে কার্ডের জন্য আবেদন করতে হবে,এবং কার্ডের চার্জ বাবদ ৩৫ ডলার প্রদান করতে হবে । আপনি যদি ফ্রিল্যান্সিং না করে থাকেন বা আপনার যদি কোন অনলাইন পেমেন্ট প্রসেসর নাও থাকে ,আপনি খুব কম সময়ে একটি অনলাইন পেমেন্ট প্রসেসর যেমনঃস্ক্রীলে একাউণ্ট খুলে নিতে পারেন ।আর ডলার আপনার পরিচিত কারো থেকে কিনে স্ক্রীলের মাধ্যমে ডিপোজিট করতে পারেন ।
-
ফরেক্স মার্কেটে ইনিস্ট্রা ফরেক্স ব্রোকার হতে মাস্টার্ড কার্ড নিতে চান সে জন্য আপনাকে আগে ডিপোজিট করতে হবে আপনার রিয়েল একাউন্টে একাউন্ট ভেরিফাই করার পরে যদি আপনি তাদের পেমেন্ট করেন তাহলে মাস্টার্ড কার্ড আপনার ঠিকানা বরাবর পাঠিয়ে দিবে,তাই ভাল ট্রেডং করা যাবে।
-
ভাই আমি এখনো মাস্টার কার্ড পর্যন্ত যেতে পারিনাই তবে আমি ফরেক্স মার্কেটে ট্রেড করতে পেরে নিজেকে গর্বিত মনে হচ্ছে কারন আজ মাস্টার কার্ড এর কথা জাননতে পারলাম। আমার মনে হয় ফরেক্স মার্কেটে টাকা তুলতে মাস্টার কার্ডে সুবিদা হবে। এই সম্পর্কে জানতে পেরে অনেক ভাল লাগল।
-
আমি বলবো আপনার যদি একটি ভেরিফাইড অ্যাকাউন্ট থাকে এবং আপনি যদি লাইভ ট্রেড করতে চান তাহলে আপনি সহজেই সেখানথেকে মাষ্টার কার্ড পেতে পারেন। যেহেতু আপনি মাষ্টার কার্ড নিতে চান তাই আমার মতে আপনার উচিত হবে আপনার অ্যাকাউন্ট ডিপোজিট থেকে কেটে নেয়া। আপনি চাইলে সাপোর্টের হেল্প নিয়েও এই কাজটি করতে পারেন।
-
মাষ্টার কার্ডের ডলার আমরা পে করব হয় স্কিল না হয় নেটেলার ডলার দিয়ে । আর যদি আমাদের এ্যাকাউন্টে ডলার থাকে তাহলে সেই ডলার উত্তোলন করে নিলেও হবে । এছাড়াও যদি আপনারাও অন্যত্র ডলার সংগ্রহ করে নিলেও চলে । অতএব ফরেক্স ব্যবসা আমরা করার জন্য চিন্তামুক্ত হলেই চলবে । অতএব আমরা সব সময় মার্কেট এ্যানালাইসিস করার চেষ্টা করব ।
-
আপনি যে এ্যাকাউন্টের মাধ্যমে মাষ্টার কার্ড পেতে চান সেই এ্যাকাউন্টটি আগে ভেরিফিকেশন করে নিন। ভেরিফিকেশন হলে সেই এ্যাকাউন্টে ডলার ডিপোজিট করুন। এখন আপনি মাষ্টার কার্ড এর জন্য আবেদন করুন। ইনেষ্টা ফরেক্স কতৃপক্ষ আপনার এ্যাকাউন্ট ব্যালেন্স হতে উক্ত ডলার কর্তন করে নিবে।
-
আপনাকে স্ক্রিল, নেটেলার বা অন্য যে কোন অনলাইন পেমেন্ট সিস্টেমে একাউন্ট করে কারো কাছ থেকে ডলার কিনে ডিপোজিট করতে হবে।তারপর আপনি মাস্টার কার্ডের পেমেন্ট খুব সহজেই দিতে পারবেন।