-
আসলে ইন্সটাফরেক্সের মাস্টারকার্ড দিয়ে অন্য ব্রোকার থেকে প্রফিট উইথড্র করা যায় কি না সে ব্যাপারে আমি নিশ্চিত করে কিছুই জানিনা। মূলত আমিও বিষয়টা সম্পর্কে আর ভালো ট্রেডারের মতামত যাচাই করতে চাই। তবে আমার দৃষ্টিকোন থেকে মনে করি ইন্সটাফরেক্সের মাস্টারকার্ড অন্য জায়গায় ব্যবহার না করাই ভালো।
-
আমার মনে হয় না । এরকম কোন সার্ভিস সম্পর্কে আমার জানা নেই । তবে ইন্সটাফরেক্স এর এক একাউন্ট থেকে অন্য একাউন্টে ব্যাল্নেস ট্রান্সফার করা যায় । এই সার্ভিটা অনেক বেশি ভাল এবং কার্যকরী । তবে এখানে একটি বিষয় খেয়াল রাখবেন যে বোনাস ব্যালেন্স ট্রান্সফার করা যায় না ।
-
আমি জানি যে ইন্সটাফরেক্স এর মাস্টার কার্ড টি পাইওনিয়ার এর।পাইওনিয়ার হচ্ছে একটি আন্তর্জাতিক মুদ্রা বিনিময় কোম্পানি।ইন্সটাফরেক্স মাস্টার কার্ড দিয়ে যত লেনদেন হয় তা পাইওনিয়ার পরিচালনা করে থাকে । তাই ইন্সটাফরেক্স মাস্টার কার্ড দিয়ে অন্য ব্রোকার এ টাকা লেনদেন করা যাবে।
-
আমি এ ব্যপারে যতটুকু জানি সে তথ্যটুকুই আপনাকে দিচ্ছি। যদি সেইম একাউন্ট হয়ে থাকে তবে অবশ্যই পারবেন। যেমন যে কার্ডে ডলার পাঠাবেন সেটার একাউন্ট যদি অন্য ব্রোকারের সাথেও লিঙ্কড করেন তবে আপনি উঠাতে পারবেন। ইন্সটা ফরেক্স একটি ব্র্যান্ড কিন্তু মাস্টারকার্ডটি পেওনিয়ারের। অতএব ট্রাঞ্জেকশান পেওনিরের মাধ্যমেই হবে। সুতরাং নো চিন্তা ডু ফুর্তি।
-
ফরেক্স মার্কেটের প্রফিট উঠানোর জন্য আমরা মাস্টার্ড কার্ড ব্যাবহার করে থাকি,যদি আমরা কোন ফরেক্স ব্রোকার হতে মাস্টার্ড কার্ড নিয়ে থাকি সেই ব্রোকার থেকে শুধু ডলার উঠানো যাবে অন্য ব্রোকার হতে উঠানো যাবেনা,তাই আমরা যে ব্রোকার হতে মাস্টার্ড কার্ড নিব সেই ব্রোকারে ট্রেডিং করব।
-
ফরেক্স মার্কেটে টাকা তোলার অনেক গুলো মাধ্যম রয়েছে তার মধ্যে একটি হল স্কীল, নিটেইলার এবং তার মাধ্যমে ইনস্টা ফরেক্স মাস্টার কার্ড দিয়ে টাকা তোলা যায় তবে আমি মনে করি ফরেক্স মার্কেটে টাকা মাস্টার কার্ডে টাকা তোলা যায়।
-
জী,আপনি ইন্সটা ফরেক্সের মাষ্টারকার্ড দিয়ে যেকোনো ব্রোকারের যেকোনো একাউন্ট থেকে প্রফিট উইথড্রো করতে পারবেন৷কোনো সমস্যা হবেনা৷একটি আন্তর্জাতক মাষ্টার কার্ড সারা বিশ্বজুড়ে যেসকল কাজে ব্যাবহৃত হয়,ইন্সটা ফরেক্সের ইস্যুকৃত এই মাষ্টার কার্ডটিও সেই সকল ক্ষেত্রেই ব্যাবহার করতে পারবেন৷আমি নিজে এত বেশি লাভের মুখই এখোনো দেখতে পারি নাই যে মাষ্টার কার্ড ব্যাবহার করবো৷একজন অনিয়মিত ফালতু ট্রেডারও না কী মাষ্টার কার্ড ব্যাবহার করে৷
-
আপনার কার্ডে যদি অন্য কোন ব্রোকার এর একাউন্ট অ্যাড করা থাকে তাহলে অবশ্যই আপনি টাকা উইথড্র দিতে পারেন। এতে ইনস্টা ফরেক্স এর কোনো অসুবিধা নেই। তবে, সব থেকে ভালো হয় আপনি যে কার্ড দিয়ে ডিপুজিট করছেন যদি সেই কার্ডে উইথড্র দিতে পারেন।