আমি ফরেক্স মার্কেটের একজন নতুন সদস্য। আমি কয়েকবার আমার প্রোফাইল এর ছবি আপ্লোড করার ছেস্টা করেছি কিন্তু আমি তা করতে পারি নাই। তবে আমি আশা করছি আস্তে আস্তে সব কিছুই শিখতে পারবো। কারন আমি ফরেক্স ফোরামের একজন নিয়মিত সদস্য তাই এটা সম্বব।
Printable View
আমি ফরেক্স মার্কেটের একজন নতুন সদস্য। আমি কয়েকবার আমার প্রোফাইল এর ছবি আপ্লোড করার ছেস্টা করেছি কিন্তু আমি তা করতে পারি নাই। তবে আমি আশা করছি আস্তে আস্তে সব কিছুই শিখতে পারবো। কারন আমি ফরেক্স ফোরামের একজন নিয়মিত সদস্য তাই এটা সম্বব।
ইনস্টাফরেক্স বা এই ফোরাম বিভিন্ন জায়গায় প্রফাইল পিকচার আপলোড করা যায় । এজন্য ইনস্টাফরেক্স এর নির্দিষট ওয়েবসাইটে গিয়ে আপনার একাউন্ট নম্বর এবং পাসওর্য়োড দিয়ে লগইন করুন । তারপর প্রোফাইল সেটিং এ যান । সেখান থেকে ছবি আপলোড করার যে লিংক পাওয়া যাবে সেটি ব্যবহার করুন । এভাবেই ইনস্টাফরেক্স এ ছবি আপলোড করা যাবে ।
আমার একাউন্টা আমার এক বড় ভাই খুলে দিয়েছে তাই আমার প্রোপাইলে ছবি আপলোড সম্পর্কে জানা ছিলনা আপনার লেখাটা পড়ে কিছুটা বুঝতে পারলাম কিভাবে ছবি আপলোড করতে হয়। কিন্তু আমার ছবি পরিবর্তনের করতে চাই কেই জানলে আমাদের সাথে শেয়ার করেন।
আপনি চাইলে ইন্সটা ফরেক্স এ আপনার প্রফাইল পিকচার এড করতে পারবেন ।।
আমার কাছে ইন্সটাফরেক্স এ প্রফাইল পিকচার আপলোড করা খুবই সহজ ব্যাপার।আপনাকে প্রথমে যা করতে হবে তা হল আপনাকে লগইন করে আপনার প্রোফাইল এ যেতে হবে।তারপর এখান থেকে আপনি ডান দিকে আবতার নামে একটা লিঙ্ক পাবেন সেখান থেকে ওপেন করেন ।তারপরে সেখান থেকে আপলোড আবতার সিলেক্ট করে আপনার পিকচার এড করুন।
আমি বেশ কয়েকদিনযাবত মনে করছিলাম প্রোফাইল পিকচার আপলোড করা শিখব।কিন্তু চেষ্টা কররেও সমাধান পাচ্ছিলাম না।আপনার পোস্টটি দেখার পর সমাধান মিলল।আপনাকে অনেক ধন্যবাদ।আপনার এমন পোস্টের কারনে প্রোফাইল পিকটার আপলোড করা শিখলাম। আশা কররি একসময় কাজে লাগতে পারে।
ফরেক্স মার্কেটের ইন্সটা ফরেক্স ব্রোকারের একাউন্টে পিকচার আপলোড করতে চান তাহলে আপনি আপনার এএকাউন্ট লগইন করে তার পরে আপনার প্রোফাইলে প্রবেশ করে দেখবেন যে আপলোড পিকচার সেখানে আপলোড দিলে কিছুখনের মধ্যে আপনার ছবি আপলোড হয়ে যাবে তাহলে অনেক ভাল হবে।
কিভাবে এ কাজ টা করব টা খুঁজে পেলাম না
প্রোফাইল পিকচার চ্রেন্জ করার জন্যে ইনস্টাফরেক্স এর নির্দিষট ওয়েবসাইটে গিয়ে আপনার একাউন্ট নম্বর এবং পাসওর্য়োড দিয়ে লগইন করুন । তারপর প্রোফাইল সেটিং এ যান । সেখান থেকে ছবি আপলোড করার যে লিংক পাওয়া যাবে সেটি ব্যবহার করুন । আশা করি পারবেন ।
যারা instaforex একাউন্ট এ নিজের ফটো যুক্ত করেনি কিন্তু কপ্র্তে চায় তাদের জন্য আপনার পোস্ট অনেক উপযোগী.আইটির মাধ্যমে আপনার একাউন্ট পূর্ণতা পায়.এবং এইটি বেবহার্কারীর পরিচয় বহন করে.আপনার ছবির মাধ্যমে অন্যদের বুঝতে সুবিধা হবে এই একাউন্ট তির বেবহারকারী কে.তাই ছবি যুক্ত করতে পারেন এই পোস্ট এ দেয়া নিয়ম এর মাধ্যমে.