ফরেক্স আমি পেশা হিসেবেই দেখি। কারন ভালবাবে ট্রেড করতে পারলে ভালো আয় করা যায়। আর পেশার প্রতি একটু নেশা থাকাই ভালো বলেই মনে করি।
Printable View
ফরেক্স আমি পেশা হিসেবেই দেখি। কারন ভালবাবে ট্রেড করতে পারলে ভালো আয় করা যায়। আর পেশার প্রতি একটু নেশা থাকাই ভালো বলেই মনে করি।
ফরেক্স একটা সাধনার বিষয়। কঠোর মনোবল ও ধৈর্যের মাধ্যমে ফরেক্সে যারা লেগে থাকতে পারে তারাই ফরেক্সে সফল হয় আর যারা পর্যাপ্ত অনুশীলন ও পরিশ্রম করতে পারেনা তারাই এখানে থেকে ছিটকে পড়ে। আর নতুনদের টিকে থাকাটা অনেকটা কঠিন ও চ্যালেঞ্জ স্বরূপ। যার ফলাফল আমরা যদি দেখি নতুন ট্রেডারের ক্ষেত্রে 90% ফরেক্স ট্রেডার ব্যর্থ হয়। যারা এই চ্যালেঞ্জে টিকে থাকতে পারে তারাই ফরেক্স পেশা হিসেবে বেছে নিতে পারেন তাই সঠিক গাইডলাইন এর মাধ্যমে শেখা উচিত আর যারা ঝরে পড়লে টিকে থাকতে পারে না তাদের কাছেই ফরেক্স নেশা বা খেলা হিসেবে পরিচিত।
আমি মনে করি ফরেক্স একই সাথে নেশা এবং পেশা দুটোই। জীবিকা নির্বাহের জন্য মানুষ যা করে এবং অর্থ উপার্জনের জন্য মানুষ যা করে তাই পেশা। সুতরাং, ফরেক্ম নিঃশ্বন্দেহে একটি পেশা। আবার এটা নেশাও বটে। কেননা ফরেক্সে আজ যারা সফল তারা এর পিছনে অনেক কাটখট্টা পুড়িয়েছেন বিধায় আজ তারা সফল। কেউ এর পিছনে ৪/৫ বছর অনেক পরিশ্রম করেছেন, ছেড়ে দিছেন আবার শুরু করেছেন, অনেক রাত নির্ঘুম কাটিয়েছেন, মাথার ঘাম পায়ে ফেলেছেন, না খেয়ে কাজ করেছেন, মাথার চুলও অনেক খুইয়েছেন। কোন কিছুর প্রতি নেশা না থাকলে এমনটা করা সম্ভব না। এসবের যাই করেছেন শুধু নেশার টানে, সফলতা অর্জনের জন্য। যারা আজ ফরেক্সে সফল তাদের ধ্যানে ও জ্ঞানে ছিলো শুধুই ফরেক্স, তাছাড়া কেউ ফরেক্সে সফলতা অর্জন করতে পারেনি। ধন্যবাদ
আমার কাছে মনে হয় বেশিরভাগ ফরেক্স কর্মচারী অর্থের জন্য কাজ করে। যারা ভিতর থেকে ফরেক্সকে পছন্দ করে এবং পছন্দ করে তারা সফল হতে পারে। এবং যারা কেবল পেশা হিসাবে ভাল নয়, তারা এই কাজে আসক্ত হয়েছেন?
প্রথমত আমার নেশা, দ্বিতীয়ত আমার পেশা। আমরা যদি যেকোনো কাজকে নেশা হিসাবে নেই তাহলে সে কাজের প্রতি একটা অন্যরিকম আনন্দ থাকে। ফরেক্সে অ আমার ক্ষেত্রে তাই হয়। আমি যখন ট্রেড করি আর আমার ট্রেডটি প্রফিটে যায় তখন আমার খুবই ভালো লাগে। আমার যখন লসে যায় তখন অনেক খারাপ লাগে। বলা যায় আমার সমস্ত ফিলিংসটাই ফরেক্স কেন্দ্রীক।
পৃথিবীতে কোন মানুষ এক ধরনের হতে পারেনা এক এক জন একেক জনের মতামত একেকরকম। একজনের ভালোলাগা ভালোবাসা এক এক ধরনের সেক্ষেত্রে ফরেক্স একই বিষয় কেউ ফরেক্স পেশা হিসেবে ভালোবাসে আবার কেউ নেশা হিসেবে ভালোবাসা আসলে পেশা আমি নেশা বলতে কি বোঝাতে চেয়েছেন? আমি মনে করি যদি ফরেক্স এর দ্বারা সারা জীবন কেউ জীবিকা নির্বাহ করতে চায় সেটি তার জন্য পেশা, আর নেশা হলো ফরেক্সকে ভালোবেসে এবং অন্য সকল কাজের পাশাপাশি দীর্ঘ দিন ফরেক্স এ সময় দিয়ে অতিবাহিত করার নামই নেশা। সাধারণত আমার কথা বলতে গেলে ফরেক্সকে আমি নেশা হিসেবে গ্রহণ করেছি কারণ ফরেক্স করতে অধিক সময়ের প্রয়োজন নেই যার পাশাপাশি আমি অন্য সকল কাজ অনায়েসেই করতে পারব আর তাই আমি অন্য সকল কাজের পাশাপাশি খুব সহজেই ফরেক্স পরিচালনা করতে পারি বিধায় ফরেক্সকে আমি নেশা হিসেবে গ্রহণ করেছি তাছাড়া ফরেক্সকে আমি অনেক ভালবাসি এই জন্য আমি অন্য কাজের পাশাপাশি কষ্ট হলেও ফরেক্সকে সময় দিও আর আমি এভাবেই ফরেক্সকে সবসময় সময় দিয়ে যেতে চাই তাই আমি বলতে পারি ফরেক্স আমার নেশা
এই পৃথিবীতে হাজার ও নানা রকমের মানুষ আছেন। আর এই হাজার ও মানুষ কিন্তু এক নয়। সবাই যদি এক ই হত তাহলে আমাদের এই পৃথীবির আর না জানি কত সুন্দর হত। ফরেক্স এ বিভিন্ন ধরনের পেশার মানুষ বিভিন্ন ভাবে এই ফরেক্স কে বিভিন্ন ভাবে নিয়ে নিয়েছে। কেউ ফরেক্স এ পেশা হিসেবে নিয়ে নিয়েছে। আবার কেউ বা নেশা হিসেবে নিয়ে নিয়েছে। আমি ফরেক্সকে আামার পেশা হিসেবে নিয়ে নিয়েছি।
ফরেক্সের প্রতি আসক্ত হয়ে পড়ি এবং একসময় চিন্তা করি ফরেক্সকে পেশা হিসেবে নেওয়ার৷ তাই ফরেক্স এখন আমার পেশা ও নেশা দুটেই। আমি নিয়মিত ফরেক্স মার্কেট এনালাইসিস করি তাতে ট্রেড করি বা না করি, অন্ততপক্ষে কিছু শেখার জন্য হলেও ফরেক্সের পিছনে সময় ব্যায় করি। আমরা যদি যেকোনো কাজকে নেশা হিসাবে নেই তাহলে সে কাজের প্রতি একটা অন্যরিকম আনন্দ থাকে। ফরেক্সে অ আমার ক্ষেত্রে তাই হয়। আমি যখন ট্রেড করি আর আমার ট্রেডটি প্রফিটে যায় তখন আমার খুবই ভালো লাগে। আমার যখন লসে যায় তখন অনেক খারাপ লাগে।