ফরেক্সে স্কাল্পিং একটি ঝুকিপূর্ণ পদ্ধতি।কারণ স্কাল্পিং এ যেমন দ্রুত প্রফিট আসে তেমনি আবার দ্রুত একাউন্টও জিরো হয়। তারপও এক্সপার্টরা কিছু জিনিস মেনে চলেন বলে তারা হয়তো লসের মুখ তেমন দেখেননা।
Printable View
ফরেক্সে স্কাল্পিং একটি ঝুকিপূর্ণ পদ্ধতি।কারণ স্কাল্পিং এ যেমন দ্রুত প্রফিট আসে তেমনি আবার দ্রুত একাউন্টও জিরো হয়। তারপও এক্সপার্টরা কিছু জিনিস মেনে চলেন বলে তারা হয়তো লসের মুখ তেমন দেখেননা।
আপনি স্কাল্পিং করে প্রতিদিন অনেক প্রফিট করতে পারেন। এতে আপনাকে দক্ষ ট্রেডার হতে হবে। আপনার ব্যাল্যান্স কম থাকলে স্কাল্পিং করে ব্যাল্যান্স বাড়িয়ে নিতে পারেন। এতে আপনাকে কম টাইম ফ্রেম অর্থাৎ ১, ৫ এবং ১৫ অনুসরণ করতে হবে। তাহলে আপনি স্কাল্পিং করে অনেক প্রফিট করতে পারবেন। ধন্যবাদ
স্কালপিং এমন একটা বিষয় যার অর্থ হলো নিদিৃষ্ট আয় বা ব্যায়। এ এসন একটা ব্যবস্হা যার মাধ্যোমে আপনি লাভ করবেন কিন্তু লোভ ছাড়া। অনেক সময় দেখা যায় লাভ করার সময় আমরা একটু দাম বাড়িয়ে দেওয়া বা বেশী সময় মার্কেটে বসে থাকা ইত্যাদি। যা লোভের সমতুল। স্কালপিং এ স্টপ লস ও টেক প্রফিট এর মাধ্যমে খুব সহজেই নিজের লাভ টাকে সল্প সরে নিয়ে আনা ও নিজের লস টাকেও সল্পসরে খুইয়ে আশা যায়। ধন্যবাদ।
হ্যা বন্ধু ফরেক্স ট্রেডের যতগুলো ট্রেডিং পদ্ধতি রয়েছে তার মধ্যে স্কেলপিং একটা জনপ্রিয় ট্রেডিং পদ্ধতি আর এই পদ্ধতিতে য়ের পরিমানও ভাল হয়ে থাকে আবার তাছার স্কেলপিং করতে আপনাকে মার্কেট নিয়ে ব্যাপক এনালাইজও করতে হয়না এরজন্য আপনাকে একটা গতিশীল পেয়ার বেছেনিয়ে তার টেন্ড অনুযায়ী অল্প সময়ের জন্য ট্রেড নিতে হবে। ধন্যবাদ।
স্ক্যাল্পিং করে দিনে এক থেকে দেড় ডলার আয় করা যায়। যারা নতুন আসে তারা সাধারনত স্ক্যাল্পিং করেন তবে আমি ব্যক্তিগত ভাবে স্ক্যাল্পিং পছন্দ করি না। কারন ধরা খেয়ে পড়ে থাকলে বিশাল লস হবে।
স্কাল্পিং করে আপনি অনেক টাকা আয় করতে পারেন। এতে আপনাকে অনেক পরিশ্রম করতে হবে। সবসময় আপনাকে মার্কেটে থাকতে হবে। আপনি যদি মার্কেট ভাল এনালাইসিস করতে পারেন তাহলে আপনি স্কাল্পিং করে অনেক টাকা আয় করতে পারেন। ধন্যবাদ
স্কাল্পিং এর একটা সুবিধা হল দ্রুত টাকা ইনকাম করা যায়। তবে যেহেতু স্কাল্পিং ট্রেড ফরেক্স এ অনেক রিস্কি একটা ট্রেডিং প্রসেস তাই এটাতে ভাল অভিজ্ঞতা অর্জন করার পূর্বে রিস্ক না নেওয়াটাই উত্তম।
স্কালপিং যেন আজকাল ফরেক্সের অনেক পরিচিত শব্দ।কেননা আজকাল আমরা ধৈর্য্য হারিয়ে অতি দ্রুতই ফরেক্স থেকে প্রফিট করতে চাচ্ছি।এজন্য অনেকেই স্কালপিং করছে।স্কালপিং করে কত যে আয় করা যায় তা সঠিকভাবে বলা যায় না।এটা নির্ভর করে ব্যক্তির ট্রেড করার দক্ষতার ওপর।যারা দক্ষ ট্রেডার তারাই কেবল স্কালপিং করে ভালো প্রফিট করতে পারে।
যদিও আয় বাড়ানো জন্য স্ক্লাপিং একটি ভাল সিস্টেম তবে এটা খুব এ রিস্কি । যারা অল্প পুজি নিয়ে ত্রাদ সুরু করেন তারা এটা করে দ্রুত পুজি বারাতে চান । তবে এ টা করলে হয়ত লাভ হবে আবার লোভ অ বেড়ে যাবে । তাই এটা করার আগে ভাল করে ডেমো পাচতিস করলে ভাল হবে। তবে জারা অভিজ্ঞ তারা স্ক্লাপিং তেমন বেবহার করেন না ।