বর্তমানে আমি Beginner লেভেল ভেরিফিকেশন নিয়ে অনেক ঝামেলার ভেতরে আছি আমার অ্যাকাউন্ট ভেরিফিকেশন করতে পারছিনা।
Printable View
বর্তমানে আমি Beginner লেভেল ভেরিফিকেশন নিয়ে অনেক ঝামেলার ভেতরে আছি আমার অ্যাকাউন্ট ভেরিফিকেশন করতে পারছিনা।
বিজ্ঞানের লেভেলের ভেরিফাই দ্বারা আপনি কখনো একাউন্ট ডিপোজিট করতে পারলেও প্রফিট উইড্রো দিতে পারবেন না। দ্বিতীয় লেভেলের একাউন্ট ভেরিফাই করা অতীব জরুরী। সাধারণত দ্বিতীয় লেভেলে আমাদের ঠিকানা যাচাই করার জন্য ভেরিফাই করা হয়। উক্ত স্থানে ব্যাংক স্টেটমেন্ট, গ্যাস বিল বা অন্যান্য বিল সাবমিট করে ভেরিফাই করতে হয়। আপনি বিগত তিনমাস এর মধ্যে ব্যাংক স্টেটমেন্ট তুলে সেটা স্ক্যান কপি সাবমিট করে একাউন্ট ভেরিফাই করতে পারেন।
দ্বিতীয় লেভেলের ভেরিফিকেশন ছাড়া কোন প্রকার উইড্রো করা যায় না। আপনি যত ছোট কিংবা বড় এমাউন্ট-ই উইড্রো করতে চান না কেনো আপনাকে অন্তত দ্বিতীয় লেভেলের ভেরিফাইড ইউজার হতে হবে । তবেই আপনি টাকা লেনদেন করতে পারবেন। বিগেনার লেভেলের ভেরিফিকেশন দিয়েও আপনি ডিপোজিট করতে পারবেন। কিন্তু দ্বিতীয় লেভেলের ভেরিফাই করতে আপনি পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ব্যাংক স্টেটমেন্ট বিদ্যুৎ বিল, ফোন বিলের কাগজ জমা দিতে পারেন। আর যদি দ্বিতীয় লেভেলের ভেরিফাই না করতে পারেন, তাহলে আপনি টাকা উত্তোলন করতে পারবেন না।
অনেক দিন যাবত এই ফোরাম বোনাস দিয়ে কাজ করছি আর আমাকে আমার প্রফিট উথইদ্র করার জন্য টপ লেভেল ভেরিফাই করা লাগছে,ভাই নিজস্ব ডলার ডিপোজিট করলে হয়তো আপনি বিগিনার লেভেল ভেরিফাই দিয়ে সব কাজ করতে পারবেন কিন্তু আমার মতে আপনি সেকেন্ড লেভেল ভেরিফাই করে আপনার ডিপোজিট এবং উইথদ্র এর কাজ চালান।