-
ফরেক্স মার্কেটে যারা নিউজ ট্রেড করে থাকে তারা মূলত ফান্ডামেন্টাল ট্রেডার।প্রতিটি পিয়ারের নিউজ প্রকাশিত হয় এবং এই নিউজের ভালো ও খারাপ প্রভাব বিশ্লেষন করে আমরা ফরেক্স মার্কেটে ট্রেড করে থাকি।এখন প্রশ্ন হলো নিউজ গুলো কই পাবো।ফরেক্স মার্কেটে নিউজ পাবার সবচেয়ে বেস্ট ওয়েভ সাইট হলো ফরেক্সফ্যাক্টরি। িউজ দেখার এরচাইতে ভালো ওয়েভ সাইট আর নেই।
-
ফরেক্স নিউজ দেখার জন্য আমি ইন্সটাফরেক্সের টিভি চ্যানাল ফলো করি। তারা প্রতিদিন বিভিন্ন ফরেক্স নিউজ দিয়ে থাকে। পাশাপাশি তারা সে নিউজগুলো কেমন প্রভাব ফেলবে তার উপর আনাল্যসিস দিয়ে থাকে। তাদের আনাল্যসিসগুলো ভালই কাজে লাগে। এছাড়া আরো অনেক ফরেক্স নিউজ টিভি চ্যালান রয়েছে যেমন, ফরেক্সফ্যাক্টরি, ব্লুমবার্গ, বিবিসি, ইত্যাদি। যারা ফান্ডামেন্টাল আনাল্যসিস করে ট্রেড করেন তারা ইন্সটাফরেক্সের টিভি চ্যালান দেখতে পারেন। অথবা তাদের ইউটিউব চ্যানাল সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ইন্সটাফরেক্সের টিভি চ্যালানের লিঙ্ক নিচে দিয়ে দিলাম - https://www.instaforex.com/bd/instaforex_tv_news