-
আমি ফোরাম পোস্টিং এর বোনাস দিয়ে অনেক দিন যাবত ট্রেড করছি । এবং এই বোনাস এর ডলার দিয়ে ট্রেড করে লাভ করে তা তুলতে পেরেছি । আপনি সঠিক নিয়ম এ ট্রেড করলে আপনার অ্যাকাউন্ট ব্লক হওয়ার কোন সম্ভবনা নাই । তবে আমি এক বন্ধুর কাছ থেকে শুনেছি যে আপনার বোনাস এর থেকে আপনার লাভ ডাবল হলে নাকি অ্যাকাউন্ট ব্লক করে দেয় । এটা সঠিক কিনা আমি জানি না । তবে কেউ এই সম্পর্কে জেনে থাকলে আমাদেরকে জানালে উপকার হবে ।
-
আসলে নিয়ম ভঙ্গ করলে ইন্সটাফরেক্স একাউন্ট ব্লক করে।আমার এখন পর্যন্ত কোন সমস্যা হয় নি।কারও যদি কোন সময় এধরনের সমস্যা হয়ে থাকে তাহলে তাদের হয়তো অন্য কোথাও সমস্যা হয়েছে।ইন্সটাফরেক্সে এবিষয়ে বিস্তারিত বলা আছে।আমরা যদি নিয়মগুলো সঠিকভাবে মেনে চলতে পারি তাহলে এধরনের সমস্যার সম্মুখীন হব না।
-
অনেক সময় বোনাস একাউন্টে যোগ হলেও ফোরামে পূর্বে পোস্ট করা কোন পোষ্ট এ ফল্ট পেলে বোনাস ক্যান্সেল হাওয়ার সম্ভাবনা থাকে। আবার যদি হাই ভলিউম দিয়ে বেশি প্রফিট করেন একটা ট্রেডে সেক্ষেত্রে একাউন্টের সব বোনাস নিল হতে পারে। আর বেশিরভাগ ক্ষেত্রেই তারা কোন কারন দর্শায় না। এইজন্য একটু সেফ থাকতে হবে। কারন এতো কষ্ট করে পোস্ট করে বোনাস এর ফায়দা না নিতে পারলে পন্ডশ্রম হয়ে যাবে না!
-
আপনি সঠিক নিয়ম এ ট্রেড করলে আপনার অ্যাকাউন্ট ব্লক হওয়ার কোন সম্ভবনা নাই । তবে আমি এক বন্ধুর কাছ থেকে শুনেছি যে আপনার বোনাস এর থেকে আপনার লাভ ডাবল হলে নাকি অ্যাকাউন্ট ব্লক করে দেয় । এটা সঠিক কিনা আমি জানি না । তবে কেউ এই সম্পর্কে জেনে থাকলে আমাদেরকে জানালে উপকার হবে । ধন্যবাদ
-
ফোরাম একাউন্ট নিয়ে ব্রোকার এর সাথে তার ক্লায়েন্টদের একটু সমস্য হয়েই থাকে কারণ ব্রোকার অনেক নিয়ম দিয়ে থাকে যার হেরফের হলেই সাথে সাথে একাউন্ট ব্লক করে দেয় ইন্সটাফরেক্স কিছু কারণে একাউন্টি ব্লক করে দেয় তার মধ্য প্রধান হল নিউজ পাবলিশের সময় বড় লটে ট্রেড নিয়ে প্রচুর লাভ করা এছাড়াও ইন্সটাফরেক্স যদি মনে করে যে কোন ব্যাক্তি তাদের নিয়ম বহি:ভূর্ত কোন কাজ করেছে তবে তারা সাথে সাথে ব্লক করে দেয় *কিছুদিন আগে আমার একটা ভাইয়ার একাউন্ট ব্লক করে দেয় কিন্ত এখনো পর্যন্ত কোন কারণ দেখায়নি ব্রোকার কতৃপক্ষ
-
হা। বোনাস দিয়ে ট্রেড করলে শুধু ইন্সটায় করতে হবে। তাই যতদুরপারি আমরা যেনো ফরাম এবং ফোরাম থেকে ফরেক্স এ বোনাস নেয়ার পড়ে রুলস এবং রেগুলেশন গুলা মেনে চলি ।
-
অ্যাকাউন্ট ডিজঅ্যাবল হওয়ার পেছনে অবশ্যই নিয়মবর্হিভুত কর্মকান্ডই মূল ভূমিকা রাখে তবে আর একটি কারন এই দীর্ঘদিন ফরেক্স ট্রেডিং করার সুবাদে আমি লক্ষ করেছি আর তা হল নিউজ টাইমে ফরেক্সে বড় বড় লটে অনেক বেশি প্রফিট করার চেষ্টা করলে এবং ১০ ডলারের উপরে ডলার উত্তেলনের চেষ্টা করলে অ্যাকাউন্ট ডিজঅ্যাবেল হয়ে যায়।
-
আমরা ফরেক্স ফরমে পোষ্ট করে টাকা আয় করি এবং দেখা যায় এ টাকা দিয়ে ইনন্সতা ফরেক্স এ আমরা ইনভেস্ট করি এতে দেখা যায় কিছুদিন পর একাউন্ট ব্লক হয়ে গেছে তাই আমাদের উচিত বোনাস দিয়ে ট্রেড না করা।
-
আপনি যদি আপনার লাভের সবটুকু উঠাতে যান তাহলে আপনার একাউন্ট ব্লক করে দিতে পারে । মানে আপনাকে আপনার লাভের কিছু অংশ রেখে টাকা উঠাতে হবে অর্থাত আপনার নিজে থেকে কিছু ডিপোজিট রাখতে হবে । তাহলে আর একাউন্ট ব্লক হবে না বলে আশা করা যায় ।
-
আমিও ফোরাম পোস্টিংয়ের বোনাস দিয়ে ইনস্টাফরেক্সে ট্রেড করি আর অ্যাকাউন্ট ব্লক এর ব্যাপারে আমি তেমন কিছু জানি না। নিউজ টাইমে বর লটে ট্রেড করে বেশি লাভ করলে একাউন্ট ব্লক হ্য আমি তা জানতাম না। আমি টো প্রফিত তুলব বেশি হলেও তাতো আমি ট্রেড করে আনছি তাহলে কেন একসাথে আনতে পারব না জাই হোক আমার মনে হ্য আমরা যদি নিয়ম মেনে চলি তাহলে আসা করি আমাদের অ্যাকাউন্ট ব্লক হবে না।