-
বাংলায় একটা প্রবাদ আছে, ন্যাড়া একবারই বেলতলায় যায়। এই কথাটা ফরেক্সের সাথে হুবহু মিলে যায়।কেননা ফরেক্স এ যারা দক্ষ ও অভিজ্ঞ তারা একই ভুল বারবার করে না।কেননা একবার ভুল করার পর তারা সেই ভুলের কারন বিশ্লেষণ করে এবং এর সঠিক সমাধান বের করে। পরবর্তীতে সেই সমাধান অনুযায়ী কাজ করেন।এবং তারা ভুল করতে করতে একসময় ফরেক্স সম্পর্কে যথেষ্ট অভিজ্ঞ ও দক্ষ হয়ে ওঠে এবং এই ভুল থেকে শিক্ষা গ্রহণ করে পরবর্তীতে প্রতিটা পদক্ষেপ সতর্কতার সাথে এবং অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে গ্রহণ করে।
-
আসলে প্রকিত পক্ষে যারা দক্ষ ট্রেডার তারা কখনো ভুল করে বসে থাকেন না,সেই ভুল থেকেই শিক্ষা নিয়ে নতুন উদ্দমে সামনের দিকে এগিয়ে যায়। যদি ভুল থেকে লস হয়ে যায় তাহলে সেই লস কেন হলো সেটা নিয়ে রিসার্চ করে ভুল সংশোধন করে সেখান থেকেই লাভ করে।মার্কেট পজিশন দেখে সব ধরেনের এনালাইসিস করে মানিম্যানেজমেন্ট বুঝে ট্রেড করলে লস হবার সম্ভাবনা কম।
-
যতক্ষন না আসলে আমরা আমাদের ভুল বুঝতে পারবো ততক্ষন পর্যন্ত আমরা ভুল কে সুধরাতে পারবো না। ফরেক্স ব্যাবসাতে এমনিতেই ভুলের কোন সুযোগ নেই তারপর ও যদি কেও এক ভুল বার বার করে তাহলে ফরেক্সে তার অস্তিত্ব নিয়ে হুমকি হয়ে যাবে। আমাদের সব চাইতে কমন একটা ভুল হলো ট্রেড নিতে আমরা বেশ তড়াহুড়ো করে ফেলি আর কোন প্রকার এনালাইজ ছাড়াই ট্রেড নিয়ে ফেলি। এটা করার ফলে আমাদের লস হয়ে যায়। আর আমরা মনে করতে থাকি যে প্রাইজ আবার আগের জায়গায় আসবেই ভেবে রেখে দেই আর অনেক বেশি পরিমান লস করে ফেলি। আমাদের ভুল গুলো থেকে বের হয়ে আসতে হবে
-
দক্ষ ট্রেডাররা একই গর্তে বার বার পা দেয় না অর্থ্যাৎ যারা দক্ষ-অভিজ্ঞ ট্রেডার তারা বার বার একই ভূল করে না। তারা মার্কেট এ্যানালাইসিস করে সুক্ষ্মভাবে,তেমনি মানি ম্যানেজমেন্ট অনুসরণ সহ সব নিয়ম কানুন মেনে চলে যার কারণে তাদের লসও কম হয়। কিন্তু আমরা দেখেছি বার বার লস হচ্ছে জেনেও একই ভূল বার বার করে ফেলি।
-
আপনি যে কথাটা বলেছেন ভাই একদম সত্যি কথা আসলে আমরা যে ধরনের ভুল করি একজন অভিজ্ঞ ট্রেডার্ এই ধরনের ভুল বারবার করে না কিন্তু আমরা একই ভুল বারবার করি।একারনে মার্কেটে সফলতা অর্জন করতে ব্যর্থ হই কিন্তু একজন অভিজ্ঞ ট্রেডার একবার যে ভুলটি করেছে সেই ভুল দ্বিতীয়বার করে না এজন্যই তারা অভিজ্ঞতা আর আমরা ব্যর্থতার ট্রেডার।
-
যারা দক্ষ-অভিজ্ঞ ট্রেডার তারা বার বার একই ভূল করে না। তারা মার্কেট এ্যানালাইসিস করে সুক্ষ্মভাবে,তেমনি মানি ম্যানেজমেন্ট অনুসরণ সহ সব নিয়ম কানুন মেনে চলে যার কারণে তাদের লসও কম হয়। কিন্তু আমরা দেখেছি বার বার লস হচ্ছে জেনেও একই ভূল বার বার করে ফেলি। সেই লসটি কেন হল তা জেনে পরবর্তীতে যেন ভুল আর না হয় সেই দিকে বেশি মনযোগী হয় । ফলে এক সময় তাদের ভুলের সংখ্যা কমতে শুরু করে আর লাভের সংখ্যা বাড়তে শুরু করে । তাই আমরাও যদি আমাদের সময়টি সঠিকভাবে কাজে লাগিয়ে ফরেক্স এ সফল হতে চাই।
-
দক্ষ ট্রেডাররা একই গর্তে বার বার পা দেয় না অর্থ্যাৎ যারা দক্ষ-অভিজ্ঞ ট্রেডার তারা বার বার একই ভূল করে না। কথায় আছে টাাক বার বার বেল তলায় যায় না ঠিক তেমনি দক্ষ ট্রেডার একই ভূল বারবার করে না।দক্ষ ট্রেডার গন কখনো ভূল করলে পরে সেই ভূলগুলো খুজে বের করে তা সূদরানোর চেষ্টা করে।এবং ঐ ধরনের ভূল যানো না হয় সেদিকে সব সময় খেয়াল রাখে।তারা মার্কেট এ্যানালাইসিস করে সুক্ষ্মভাবে,তেমনি মানি ম্যানেজমেন্ট অনুসরণ সহ সব নিয়ম কানুন মেনে চলে যার কারণে তাদের লসও কম হয়। কিন্তু আমরা দেখেছি বার বার লস হচ্ছে জেনেও একই ভূল বার বার করে ফেলি।কিন্তু আমরা দেখেছি বার বার লস হচ্ছে জেনেও একই ভূল বার বার করে ফেলি। এজন্যআমার মনে হয় ভূল গুলো লিখে রাখলে ভাল হয়।
-
ফরেক্স মার্কেটের শুরুতে সকলেই ভুল করে ঠিক তেমনি আমিও একই ভুল বারবার করতাম অধিক রাতে ট্রেড নেওয়া এবং মার্কেট ঠিকঠাকভাবে এনালাইসিস না করে এন্ট্রি নেওয়া বিশেষত এই দুইটির কারণে আমি বেশিরভাগ সময় ক্ষতির সম্মুখীন হয়েছি কিন্তু পরবর্তীতে যখন আমি আরেকটু ভালোভাবে ফরেক্স মার্কেট বোঝা শুরু করলাম তখন থেকে আমি একটু সতর্কতার সাথে করার চেষ্টা করি এবং পাশাপাশি ভালোভাবে এনালাইসিস করে এবং নিউজ টাইম এর সময় আমি ট্রেড করে কিছুটা সফলতা অর্জন করতে পেরেছি তবে আমার জ্ঞানের পরিধি এখনো 0 এবং এটিকে আমি আস্তে আস্তে আরো বেশি বৃদ্ধি করতে চাই
-
পা না দেবারি কথা, যারা ফরেক্স মার্কেট সম্পর্কে দক্ষ তারা খুব ভালো মতই জানে যে আসলে কোন কাজটি করলে তাদের জন্য ভালো হবে এবং তারা সেই অনুযায়ী তাদের লক্ষ্য নির্ধারণ করে তারপর কাজ করে থাকে। যার কারণে তাদের প্রতিটি কাজ খুব সুন্দর ভাবে সম্পাদন হয় এবং তারা ক্ষতির সম্মুখীন হওয়া থেকে অনেক বেশি দূরে থাকে। তাদের দক্ষতা এবং অভিজ্ঞতা তাদেরকে বুঝিয়ে দেয় যে আসলে কোনটি তাদের জন্য খারাপ আর কোনটি তাদের জন্য ভালো সেই দক্ষতা দিয়ে তারা তাদের খারাপ রাস্তা থেকে দূরে থাকে এবং গর্তে পা দিয়ে ভুল করে না বারবার। একটি ভুল একবার করলে দক্ষ ট্রেডাররা সেই ভুল আর করে না এবং ভুল থেকে শিক্ষা গ্রহণ করে তাদের জীবনে অবদান রাখে।
-
একজন বিগেনার বা শিখিত ট্রেডার ও দক্ষ ট্রেডার এর মধ্যে পার্থক্য তো এটাই।বিগেনার ট্রেডার যানে যে কি করলে ফরেক্স মার্কেটে থেকে ছিটকে পরবে।কিন্তু দেখা যায় যে সে এই ভুলগুলো বারার করছে।আর লস খাচ্ছে।আর একজন দক্ষ ট্রেডার কখনোই এমন ভুলগুলো করবেনা।তারা ট্রেড করার সময় সঠিকভাবে রিক্স ম্যানেজমেন্ট করবে।ভালো ভাবে এনালাইসিস করবে।ওভার ট্রেড করবেনা।তাদের একটা দুটো ট্রেড লস গেলে মাথা গরম করেনা।তারা অত্যন্ত ধৈর্য্যসহকারে নিজের লস রিকভারির করে এবং নিয়মিতভাবে প্রফিট করতে থাকে।