-
ফরেক্স শুধুমাত্র বুদ্ধিমান এবং মেধাবীদের জন্যই। কারণ যখন দেখি ৯০-৯৫% ট্রেডারই ফরেক্সে লস করে ,অল্প সংখ্যক ট্রেডার যারা কেবল অত্যন্ত মেধাবী এবং বুদ্ধিমান তারাই টিকে থাকে । প্রায়ই শুনি অমুকের ব্যালেন্স জিরো হয়েছে।মূলত করে সবার জন্য হলো এখানে সবাই টিকতে পারেনা। অবশ্যই প্রতিটি ক্ষেত্রে মেধার গুরুত্ব রয়েছে ফরেক্স এর ক্ষেত্রেও আলাদা গুরুত্ব অপরিসীম। তুলনামূলক যেসকল ট্রেডার বুদ্ধিমান সম্পন্ন তারা সাফল্যের চূড়ায় পৌঁছাতে পারে যদি পরিশ্রম করার মানসিকতা থাকে। বিশেষ করে ট্রেড করার ক্ষেত্রে মার্কেট এনালাইসিস খুবই প্রয়োজন। বুদ্ধিমত্তা দিয়ে ফরেক্সে টিকে থাকা যায় না। ফরেক্সে টিকে থাকার জন্য প্রয়োজন অভিজ্ঞতা ও দক্ষতা তার পাশাপাশি মার্কেট এনালাইসিস করতে পারো খুব প্রয়োজন।আর পরিশ্রম এবং বুদ্ধিমান সম্পূর্ণ ট্রেডাররা যথাযথ ট্রেড সিদ্ধান্ত নিতে পারে যার জন্য তারা সফল হতে পারেন।
-
ফরেক্স বিজনেস শুধুমাত্র বুদ্ধিমান এবং মেধাবীদের জন্য ? যাদের মেধা একটু কম তারা কি এই ব্যবাস করতে পারবে না ?আমার মনে ব্যাখ্যাটা এভাবে করলে ভূল হবে। বরং যারা শিক্ষিত তারাই এ্ই ব্যবসা করতে পারে । এ ক্ষেত্রে হয়ত শিখতে কারো বেশী সময় লাগে কারো কম সময় লাগে। অনেক সময় দক্ষতা-অভিজ্ঞতা মেধার চেয়ে ও বেশী কাজে লাগে। দক্ষতা বেশী থাকলে কম মেধাবী হলেও কভার করতে পারে। তবে মিনিমাম তো থাকতেই হবে।
-
আমার মতবাদ হা বলে, ফরেক্স শুধুমাত্র বুদ্ধিমান এবং মেধাবীদের জন্যই। কারণ যখন দেখি ৯০-৯৫% ট্রেডারই ফরেক্সে লস করে ,অল্প সংখ্যক ট্রেডার যারা কেবল অত্যন্ত মেধাবী এবং বুদ্ধিমান তারাই টিকে থাকে। কারণ তারা সবসময় স্টাডি করে মার্কেট নিয়ে যার ফলে তারা অনেক ভালো স্ট্র্যাটেজি তৈরী করতে পারে।
যাইহোক, শুনলাম Lite Finance অনেক আকর্ষণীয় অফার দিচ্ছে। আপানি চাইলে ঘুরে আস্তে পারেন "Lite Finance" এ.