ফরেক্স মার্কেটে প্রাইস এ্যাকশন রির্ভাসাল প্যাটার্ন বেশ ভাল কাজ করে শুনেছি। এবং ক্যান্ডল স্টিক চার্ট প্যাটার্ন সম্পর্কে ভালভাবে জানতে চাই। এ সম্পর্কে কোন ই-বুক থাকলে আমাকে সাহায্য করতে পারেন।
Printable View
ফরেক্স মার্কেটে প্রাইস এ্যাকশন রির্ভাসাল প্যাটার্ন বেশ ভাল কাজ করে শুনেছি। এবং ক্যান্ডল স্টিক চার্ট প্যাটার্ন সম্পর্কে ভালভাবে জানতে চাই। এ সম্পর্কে কোন ই-বুক থাকলে আমাকে সাহায্য করতে পারেন।
ফরেক্স এ প্রাইচ একশন স্ট্রেটিজি শিখতে হলে অব্যশই ক্যান্ডলস্টিক সম্পর্কে জানতে হবে। ক্যন্ডলস্টিক প্যাটার্ন হচ্ছে প্রাইচ একশন এর মূল ভিত্তি। রিভার্সাল প্যাটার্ন এর মধ্য পিনবার সবচেয়ে বেশি কার্যকরী। আমি বেশীর ভাগ সময়ে পিন বার এর জন্য মার্কেট এ অপেক্ষা করে থাকি।
ফরেক্স ট্রেডে সর্বাধিক কার্যকরী ও জনপ্রিয় ট্রেডিং স্ট্র্যাটেজী হচ্ছে-'প্রাইস একশান' স্ট্র্যাটেজী৷ইনডিকেটর ফ্রী পরিষ্কার ঝকঁঝকাঁ একটি ট্রেডিং চার্ট-যেখানে শুধুমাত্র কেন্ডেলস্টীকগুলোর এনালাইজ করতে হয়৷বিভিন্ন সময়ের নির্ধারিত কেন্ডেলগুলোর বিভিন্ন প্যাটার্ণ বা ফর্মেশান তৈরী হয়৷এই প্যাটার্ণ বা ফর্মেশান গুলোর এনালাইজ করেই অভিজ্ঞ ট্রেডারগণ ট্রেডে এন্ট্রী/ক্লোজ করে থাকেন৷
মূলত এই ক্যান্ডেলস্টিক প্যাটার্ণ গুলো সঠিকভাবে আয়ত্ব করতে পারলে যে কোন চার্ট্ সহজভাবে রিড করা যায়। সহজভাবে বললে- প্রাইস কি আপটেন্ডে যাবে? নাকি ডাউনট্রেন্ডে যাবে? নাকি সাইডওয়েতে চলবে- তা ক্যান্ডেলস্টিক প্যাটার্ণ থেকে খুব সহজেই বোঝা যায়।ক্যান্ডেল স্টিক প্যাটার্ন সম্পর্কে জানলেই অনেক কিছু জানা হয়ে যায়। এটা দিয়ে ভালো ভাবে এনালাইসিস করতে পারলেই ট্রেন্ড ধরা যায়। আপনার পোস্টে ট্রেন্ড রিভার্স করার ব্যপার টা নিয়ে ভালো ভাবে আলোক পাত করেছেন।
সব প্যাটার্ন সম্পর্কে জানতে চাওয়াটা বোকামিই
বলা যায় । ক্যান্ডেল স্টিক প্যাটার্ন থেকে সহজেই
বোঝা যায় প্রাইস আপ ট্রেন্ডে যাবে না ডাউন
ট্রেন্ডে যাবে। ক্যান্ডেল স্টিক প্যাটার্ন সম্পর্কে
জানলেই অনেক কিছু জানা হয়ে যায়। এটা দিয়ে
ভালো ভাবে এনালাইসিস করতে পারলেই ট্রেন্ড
ধরা যায়। আপনার পোস্টে ট্রেন্ড রিভার্স করার
ব্যপার টা নিয়ে ভালো ভাবে আলোক পাত
করেছেন।
ফরেক্স মার্কেটে প্রাইস অ্যাকশান করতে হলে আমাদের কেন্ডেলস্টিক চার্ট ব্যাবহার করে আমরা রিভার্সেল পার্টান দেখতে পারি যদি আমরা ৪ ঘন্টার টাইম ফ্রেম ব্যাবহার করতে পারি তাহলে অনেক সময় পিনবার বা ডজি দেখে বুঝতে পারি যে মার্কেট উটার্ন বা রিভার্স করতে পারে আবার অনেক সময় নিউজের কারনে মার্কেট রিভার্স করে।
ক্যান্ডেল স্টিক প্যাটার্ন থেকে সহজেই বোঝা যায় প্রাইস আপ ট্রেন্ডে যাবে না ডাউন ট্রেন্ডে যাবে। ক্যান্ডেল স্টিক প্যাটার্ন সম্পর্কে জানলেই অনেক কিছু জানা হয়ে যায়। এটা দিয়ে ভালো ভাবে এনালাইসিস করতে পারলেই ট্রেন্ড ধরা যায়। আপনার পোস্টে ট্রেন্ড রিভার্স করার ব্যপার টা নিয়ে ভালো ভাবে আলোক পাত করেছেন।তার মধ্যে রিভার্সাল প্যাটার্ন একটি। অনেক বড় বড় ট্রেডারগন রিভার্সাল প্যাটার্ন অনুযায়ি ট্রেড করে থাকেন। সব প্যাটার্ন মনে রাখা আমার জন্য কষ্টকর। আমি ট্রেন্ডে বিশ্বাসি।
ক্যান্ডেল স্টিক প্যাটার্ন থেকে সহজেই বোঝা যায় প্রাইস আপ ট্রেন্ডে যাবে না ডাউন ট্রেন্ডে যাবে। ক্যান্ডেল স্টিক প্যাটার্ন সম্পর্কে জানলেই অনেক কিছু জানা হয়ে যায়। এটা দিয়ে ভালো ভাবে এনালাইসিস করতে পারলেই ট্রেন্ড ধরা যায়। আমি মনে করি আপনি যে পিয়ার গুলোতে ট্রেড করেন সেই পিয়ারের চার্ট প্যাটার্ন গুলো ভালোভাবে বিশ্লেষণ করা উচিত।আপনি যখন চার্টপ্যাটার্ন দেখবেন তখন তিনটি পরেন্ট খুজবেন।প্রথম পয়েন্টটি হল এই চার্টে কোথায় কোথায় আপ ট্রেন্ড সিগনাল প্রদান করেছে।
ফরেক্স মার্কেটে ক্যান্ডেল ইস্টিক প্যাটার্ন যদি আমরা ভালোভাবে না বুঝি তবে আমাদের এনালাইসিস এর ক্ষেত্রে যথেষ্ট বেগ ও কষ্ট পেতে হবে তাই প্রতিটা ট্রেডারের অবশ্যই সর্বপ্রথম বিভিন্ন টাইম ফ্রেমের ওপর ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এর মাধ্যমে এনালাইসিস করা শিখতে হবে এবং এটি খুব জরুরী এতে করে ফরেক্স মার্কেটে আমাদের এর স্থায়িত্বকাল বৃদ্ধির সাথে সাথে এখান থেকে একটি বড় অ্যামাউন্টের প্রফিট অর্জন করা সম্ভব
ফরেক্স মার্কেট বিশাল একটি সাগর আমার কাছে মনে হয় । কত হাজারও নিয়ম কানুন এবং এ্যনালাইসিস যে রয়েছে তার মনে হয় কোন হিসেব নাই । আমার মতে ফরেক্স মার্কেটে বেশি গবেষনা করতে যাওয়া ঠিক নয় । সবচেয়ে ভাল হয় নিজের একটি ট্রেডিং প্লান তৈরী করে নিতে পারলে ।