-
ফরেক্সের ফোরামে কাজ করতে এসে যে কত কিছু জানতে পারছি আরো কত কিছু জানতে পারবো তার ঠিক নেই । আমি আজ নতুন একটা ট্রেডিং এর নাম শুনলাম যার নাম বাস্কেট ট্রেডিং । এই ট্রেডিং যে কিভাবে করে বা এই ট্রেডিং এর কাজ কি তা আমি জানি না । কারন এই প্রথম এই ট্রেডিং ওয়ের নাম শুঞ্ছি । ফরেক্সের যে কোথায় শেষ আছে কি জনি । ফরেক্সের তো গভিরতার শেষ নেই বলে মনে হয় । যত শুনছি ততই আরো বাড়ছে ।
-
আমরা মার্কেটে যদি কেউ ভালভাবে বাস্কেট ট্রেডিং করতে পারি তাহলে অামরা লাভবান হতে পারব । আমরা বাস্কেট অপশন ভালোভাবে দেখার চেষ্টা করব । স্ট্রাটিজি ব্যবহার করার পূর্বে সেটিকে ভালভাবে যাচাই বাছাই করে নেয়া প্রয়োজন । আর আপনারাও চেষ্টা করবেন বাস্কেট ট্রেডিং করতে ।
-
সত্যি বলতে বিষয়টা একদমই নতুন জানলাম । আশাকরি কাজে লাগাত পারব । আমি মনে মনে এরকম কোন ট্রেডিং প্লান এর কথা চিন্তা করতেছিলাম । এই পোষ্টা দেখে নিশ্চিত হলাম এর নাম সম্বন্ধে । তবে যে কোন স্ট্রাটিজি ব্যবহার করার পূর্বে সেটিকে ভালভাবে যাচাই বাছাই করে নেয়া প্রয়োজন বলে আমি মনে করি ।
-
এই নাম আগ কখনো শুনি নাই। বাস্কেট ট্রেডিং নাম শুনে মনে হয় এটা একটা ট্রেডিং স্ট্রেটিজি। এটা দিয়ে হয়তো ভালো প্রফিট করা যেতে পারে। যদি ভাল প্রফিট করা যায় তাহলে আমরা এটা অব্যশোই ব্যবহার করে দেখবো।
-
বাস্কেট ট্রেডিংএ যদি আপনার এনালাইসিস একটু ভূল হয়ে যায় তাহলে একইসাথে প্রচুর লস গুণতে হবে৷এমনিতে সামান্য কিছু লস হলেই আমাদের মেজাজ নষ্ট হয়ে যায়,আমরা হতাশ হয়ে পড়ি,মানষিক ভাবে দূর্বল হয়ে পড়ি৷তাই এই বাস্কেট ট্রেডিং স্ট্র্যাটেজী আমার কাছে খুবই রিস্কি মনে হয়৷
-
এই নাম আগ কখনো শুনি নাই। বাস্কেট ট্রেডিং নাম শুনে মনে হয় এটা একটা ট্রেডিং স্ট্রেটিজি। এটা দিয়ে হয়তো ভালো প্রফিট করা যেতে পারে। যদি ভাল প্রফিট করা যায় তাহলে আমরা এটা অব্যশোই ব্যবহার করে দেখবো।
-
বাস্কেট ট্রেডিং মানে অটো ট্রেড যাকে বলা হয়ে থাকে । অর্থাৎ* যেখানে আগের থেকেই অনেকগুলো পেন্ডিং ওর্ডার দিয়ে রাখা হয় সেটাকেই বাস্কেট ট্রেডিং বলা হয় । এটার সাথে প্যাম একাউন্টের অনেক মিল আছে, প্যাম একাউন্টে যেমন একসাথে অনেকগুলো একাউন্টের একজন এনালাইসিস করে এবং তাকে ফলো করে সবাই ট্রেড ওপেন করে, সে যদি বাই বলে তো সবাই বাই ট্রেড ওপেন করবে, আর সেল বললে সেল ট্রেড ওপেন করবে, মানে কয়েকজন মিলে একটা গ্রুপ করে যে কাজ করা হয় ।
-
আমিও আজ বাস্কেট ট্রেডিং সম্বন্ধে প্রথম জানলাম আমি ফরেক্স মার্কেটে যদি কেউ ভাল ভাবে বাস্কেট ট্রেডিং করতে পারেন তাহলে শেরায় করেন,আমি ফরেক্স মার্কেটে বাস্কেট ট্রেডিং শিখে আমরা ট্রডিং করব আমরা অনেক ভাল প্রফিট করতে পারব তবে যে কোন স্ট্রাটিজি ব্যবহার করার পূর্বে সেটিকে ভালভাবে যাচাই বাছাই করে নেয়া প্রয়োজন
-
আমি ফরেক্স মার্কেটে একজন নতুন ট্রেডার তাই আমি যত ট্রেডিং সম্পির্কে জেনেছি তারমধ্য এই ট্রেডংটাই আনকমন লাগছে।আমি ফরেক্স মার্কেটে বাস্কেট ট্রেডিং শিখে আমরা ট্রডিং করব আমরা অনেক ভাল প্রফিট করতে পারব। তবে আমি সার্বিকদিক বিবেচনা করে দেখলাম এই পদ্ধতিতে দক্ষ না হয়ে ট্রেড না করাই ভালো।
-
আমার কাছে বাস্কেট ট্রেডিং অনেক রিস্ক মনে হয় আমি কখন ও এই ট্রেডিং স্যস্তেম্ল এ ট্রেড করি নাই তবে অনেক কে ট্রেড করতে দেখছি আপনি যদি একটা ভুল ট্রেড করেন তাহলে আপনার অনেক গুল ট্রেড লস হতে পারে এই কারন এ যারা বাস্কেট ট্রেডিং করেতে চান ভাল করে মিনিমাম ৩ মাস ডেমো ট্রেড করে তারপর এই ট্রেডিং সিস্টেম এ রিয়েল ট্রেড করা উচিত