আমার মতে অতি প্রয়োজনীয় থ্রেট পোস্ট ছাড়া সাধারণ থ্রেট পোস্ট থেকে বিরত থাকাটাই ভালো। আমাদের উচিত যে পোস্ট গুলি ফোরামের সদস্য দের উপকারে আসবে সেই গুলি করার জন্য। এতে করে কম পোস্টে ভালো বোনাস পাওয়ার সম্ভাবনা থাকে। তাই দিনে ১ টি বা ২ টি থ্রেট পোস্ট করুন। আজে বাজে পোস্ট এখন বোনাস পে করে না।